মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে উত্তরবঙ্গ থেকে কলকাতা যাতায়াতের সুবিধার্থে এ বার শতাব্দী এক্সপ্রেস চালু করার কথা ঘোষণা করলেন রেলমন্ত্রী। শনিবার বাগডোগরার গোঁসাইপুরে তিনটি নতুন ট্রেন চালুর অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী এ কথা জানান। নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া পর্যন্ত ওই শতাব্দী এক্সপ্রেস চলাচল করবে। এটি চালু হলে প্রায় ৭ ঘণ্টায় হাওড়া পৌঁছে যেতে পারবেন যাত্রীরা।
রেলমন্ত্রী বলেন, “আশা করি, শীঘ্রই এই ট্রেন চলাচল করবে। তা ছাড়া যে ৩টি নতুন ট্রেন চালু এবং একটি ট্রেনের পরিষেবা সম্প্রসারণ করা হল তা রেলমন্ত্রী থাকার সময় মুখ্যমন্ত্রীর ভিশন ২০-২০ তেই অনুমোদন করা হয়েছিল।” মুখ্যমন্ত্রী বলেন, “কলকাতা ৭-৮ ঘন্টায় যাওয়া যাবে। এত কম সময়ের যাত্রাপথে শতাব্দী এক্সপ্রেসের মতো ট্রেন চালু করা শক্ত। তবে রেলমন্ত্রী যখন ঘোষণা করলেন তখন নিশ্চয়ই হবে।” বুনিয়াদপুরে ওয়াগন তৈরি এবং নিউ জলপাইগুড়িতে অ্যাক্সেল তৈরির কারখানা গড়ার কাজ দ্রুত শুরু করতে বলেন তিনি। খড়্গপুর এবং শিলিগুড়িতে রেলের অনেক অব্যবহৃত জমি রয়েছে। রেলের সঙ্গে যৌথ ভাবে রাজ্য সরকার সেখানে উন্নয়ন কাজ করতে চায় বলেও মুখ্যমন্ত্রী এ দিন জানান। |
এ দিন অনুষ্ঠান মঞ্চে বসে থাকা রেলের জেনারেল ম্যানেজার কেশব চন্দ্রের কাছে মুখ্যমন্ত্রী জানতে চান, মালবাজার-চ্যাংরাবান্ধা ট্রেন চালুর কাজের অগ্রগতি কত দূর? কাজ সম্পূর্ণ জেনে মুখ্যমন্ত্রী ফের বলেন, “তা হলে ট্রেন চালু করছেন না কেন?” আগামী ২৮ ফেব্রুয়ারি তিনি উত্তরবঙ্গে আসছেন। সেই সময় ওই ট্রেন চালু করার সম্ভব কি না, জানতে চান। তা ছাড়া পুরনো পরিকল্পনার মধ্যে থাকা চ্যাংরাবান্ধা-কোচবিহার, নিউ জলপাইগুড়ি-গাজোল-ইটাহার, ইটাহার-রায়গঞ্জ, রায়গঞ্জ-ডালখোলা, বালুরঘাট-হিলি, কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর, সেবক-রংপো ট্রেন চালানো হবে বলেও জানান। প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয়ে সেবক-রংপো ট্রেন চালুর প্রকল্প গড়ে তুলতে মাটি পরীক্ষার রিপোর্ট বা বন দফতরের অনুমোদনও মিলেছে বলে মুখ্যমন্ত্রী জানান। এ দিন বাগডোগরার মঞ্চ থেকেই নতুন ৩টি ট্রেন নিউ জলপাইগুড়ি-বালুরঘাট, নিউ জলপাইগুড়ি-রাধিকাপুরের মধ্যে ডিইএমইউ এবং সপ্তাহে তিন দিন ধুবুরি-শিলঘাট রাজ্যরানি এক্সপ্রেস ট্রেন উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মঞ্চে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, কেন্দ্রীয় জাহাজমন্ত্রী মুকুল রায়, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব-সহ অনেকেই। |