রবিবার মুম্বইতে শীর্ষ বৈঠক হচ্ছে সহারা এবং ভারতীয় বোর্ডের মধ্যে। বৈঠকে উপস্থিত থাকছেন সহারা-প্রধান সুব্রত রায়, ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট শ্রীনিবাসন এবং আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল। আগের রাতে যা ইঙ্গিত তাতে আইপিএলে খেলতে পারে সহারা পুণে ওয়ারিয়র্স। টিমের ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়েরও রবিবার থাকার কথা মুম্বইতে। তিনি শীর্ষ বৈঠকে থাকবেন কি না ঠিক না হলেও উদ্ভূত পরিস্থিতিতে ক্রিকেটীয় পরিকল্পনা সৌরভই ঠিক করবেন। তিনিই বলে দেবেন নিলামে অংশ না নেওয়ায় পুণে এখন কী ভাবে প্লেয়ার-ঘাটতি মেটাতে পারে। সৌরভ-সহ কেউ কেউ মনে করেন, নিলামে অংশ না নেওয়ায় পুণের ভারতীয় ক্রিকেটারদের বিভাগটা দুর্বল। যা মেটানো কঠিন। কারও কারও মনে হচ্ছে, একমাত্র যদি আইপিএল কমিটি বিশেষ ছাড় দিয়ে পুণেকে পাঁচ বিদেশি খেলানোর অনুমতি দেয় তা হলে কিছুটা ভারসাম্য ফিরতে পারে।
বাকি সব ফ্র্যাঞ্চাইজিকে রাজি করিয়ে সেই ছাড় শ্রীনিবাসন বা রাজীব শুক্ল দিতে পারবেন কি না জানা নেই। তবে দু’পক্ষ যে তাঁদের অনড় মনোভাব থেকে সরে এসে মিটমাটের জন্য রবিবার মুম্বই হাজির হচ্ছেন তা নিয়ে সন্দেহ নেই। সহারা প্রথম থেকে চেয়েছিল, অসুস্থ যুবরাজ সিংহের জায়গায় হয় তাদের কোনও তারকা ভারতীয় ক্রিকেটার দেওয়া হোক না হলে যুবরাজের পুরো টাকাটা যোগ করে তাদের সবথেকে বেশি টাকা নিয়ে নিলামে ঢুকতে দেওয়া হোক। যুবরাজের বদলি হিসেবে তারা চেয়েছিল রবীন্দ্র জাডেজাকে। কিন্তু জাডেজাকে দিতে রাজি হয়নি বোর্ড। উল্টে নিলামে তাঁকে কিনে নেয় শ্রীনিবাসনেরই টিম চেন্নাই। নিলামের পর এখন কোনও তারকা ভারতীয় ক্রিকেটার কেন, মাঝারি দরের ক্রিকেটারও পড়ে নেই। সহারা কর্তারা মনে করছেন, বাইরে এখন যা ক্রিকেটার পড়ে আছে তার চেয়ে তাঁদের গত বারের টিমেই অনেক ভাল ক্রিকেটার আছে। সেই কারণেই অনেকে দেখতে আগ্রহী রবিবারের শীর্ষ বৈঠকে শ্রীনিবাসনরা সহারাকে কী সমাধানসূত্র দেন। |