টুকরো খবর
সচিনকে বসাতে চায় না ভারত
রোটেশনের থেকেও টিম ইন্ডিয়া-র কাছে এই মুহূর্তে বেশি অগ্রাধিকার পাচ্ছে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার ছাড়পত্র পাওয়া। আর সেটার লক্ষ্যে রবিবার ডনের শহরের ক্রিকেট স্টেডিয়াম অ্যাডিলেড ওভালে ধোনির ভারত সেরা এগারোজনকে নামাবে। যার মানে, সচিন তেন্ডুলকরকে অস্ট্রেলিয়া ম্যাচে বিশ্রাম দেওয়ার জল্পনায় কার্যত জল ঢেলে দেওয়া হচ্ছে ভারতীয় শিবির থেকে। ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার জি এস ওয়ালিয়া শনিবার এক বিবৃতি মারফত পরিষ্কার করে দিয়েছেন যে, ফাইনালের রাস্তা স্পষ্ট না হওয়া পর্যন্ত সেরা দল মাঠে নামবে। সেই কারণে রবিবার সচিনও খুব সম্ভবত খেলছেন। মিডিয়া ম্যানেজার অবশ্য এ-ও জানিয়েছেন, এই সিরিজে ভারতীয় টিম ম্যানেজমেন্টের অবশ্যই রোটেশন পদ্ধতি অবলম্বন করার ইচ্ছে আছে। বিশেষ করে দলের সিনিয়র ক্রিকেটারদের খেলানোর প্রশ্নে। গ্রুপ লিগে ভারতকে রবিবারের ম্যাচ বাদ দিয়ে আরও পাঁচটি ম্যাচ খেলতে হবে। গত কয়েক দিন ধরে জল্পনা ছিল, সচিন হয়তো রবিবারের অস্ট্রেলিয়া ম্যাচ খেলবেন না। অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির দলের সিনিয়রদের রোটেশন পদ্ধতিতে বিশ্রাম দেওয়ার পরিকল্পনায় সচিনকে বিশ্রাম দেওয়া হতে পারে অস্ট্রেলিয়া ম্যাচে। কিন্তু ভারত আপাতত দুটো ম্যাচ খেলে একটি জয়, একটি হারের ফলে চার পয়েন্ট পেয়েছে। তাই সচিনকে নিয়েই সম্ভবত টিম ইন্ডিয়া রবিবার অ্যাডিলেডে নামবে।

এক ডেম্পো দুই বাগান
হ্যালের সঙ্গে চার্চিল ড্র করায় আপাতত দেড় মাস আই লিগে দু’নম্বরে থাকছে মোহনবাগান। মারগাওতে ঘরের মাঠে ৮৭ মিনিট পর্যন্ত হামজার গোলে পিছিয়ে ছিল চার্চিল। বেটোর গোলে সমতায় ফেরে তারা। এ দিকে চার্চিল কোচ ম্যানুয়েল গোমস মাঠে ছিলেন না। জল্পনা, তিনি ইস্তফা দিতে পারেন। অথবা কর্তারা সরিয়ে দিতে পারেন। চার্চিল এখন চারে (১৯ ম্যাচে ৩৪ পয়েন্ট)। ইস্টবেঙ্গল শিলংয়ে হেরে নেমেছে তিনে (২০ ম্যাচে ৩৫)। মোহনবাগানের ২০ ম্যাচে ৩৭। এক নম্বরে থাকা ডেম্পোর সঙ্গে ওডাফাদের ফারাক তিন পয়েন্টের। এই রাউন্ডে ডেম্পোর ম্যাচ রবিবার। লিগ ফের শুরু হবে ২৪ মার্চ। তার আগে পর্যন্ত ডেম্পো, মোহনবাগান প্রথম দুই স্থানে থাকছে। ডেম্পো কোচ মরিসিও আফোন্সো বলছিলেন, “আমাদের যথেষ্ট সুযোগ আছে চ্যাম্পিয়ন হওয়ার। জানি, শেষ চারটে ম্যাচ খেলতে হবে মোহনবাগান, ইস্টবেঙ্গল, চার্চিল আর স্পোর্টিংয়ের সঙ্গে। লিগের শেষ দিকে তো যে কোনও ম্যাচই কঠিন।” ডেম্পোর আরও সুবিধা হল এ দিন ইস্টবেঙ্গল হারায় এবং চার্চিল না জেতায়। কোনও ঝুঁকি না নিয়ে র্যান্টি-ক্লাইম্যাক্স-কোকোদের মতো সব তারকাকে যুবভারতীতে নামাচ্ছেন মরিসিও। ও দিকে, প্রয়াগ ইউনাইটেড রবিবার পুণে এফসি-কে হারালে পিছনে ফেলে দেবে ইস্টবেঙ্গলকে।

রুনিদের জয়েও বড় বিতর্ক
ওয়েন রুনির জোড়া গোলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ২-১ হারাল লিভারপুলকে। কিন্তু ম্যাচের ফল ছাপিয়ে আবার বড় হয়ে দাঁড়াল এভ্রা বনাম সুয়ারেজ লড়াই। যা গড়াল হাতাহাতি পর্যন্ত। যা নিয়ে ফার্গুসনের মন্তব্য, “সুয়ারেজ হল কলঙ্ক। লিভারপুলে ওর খেলাই উচিত নয়।” এভ্রার বিরুদ্ধে বর্ণবৈষম্যমূলক কথাবার্তা বলার পর এটাই ছিল সুয়ারেজের ম্যান ইউয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ। এ দিনের গোলদাতা সুয়ারেজ ম্যাচের আগে হাত মেলাননি এভ্রার সঙ্গে। তখন মেজাজ হারিয়ে এভ্রা সুয়ারেজের হাত ধরেন। আগে বর্ণবিদ্বেষী মন্তব্য করে জড়িয়ে পড়া রিও ফার্দিনান্দও হাত মেলাননি সুয়ারেজের সঙ্গে। ম্যাচ জিতে এভ্রাকে দেখা যায় গ্যালারির কাছে গিয়ে দর্শকদের উত্তেজিত করতে। যা নিয়ে ক্ষোভ দেখান লিভারপুল ফুটবলাররা। সেই থেকেই হাতাহাতি। পুলিশ এসে দু’দলকে সরিয়ে নেয়।

ঘাসের পিচে দলীপের লড়াইয়ে দিন্দারা
দলীপ ফাইনালে পূর্বাঞ্চলের জন্য অপেক্ষা করে থাকছে ঘাসে মোড়া বাইশ গজ। রবিবার মধ্যপ্রদেশের বিরুদ্ধে ফাইনালে নামছে অনুষ্টপ মজুমদার, অশোক দিন্দারে পূর্বাঞ্চল। এবং যা খবর, তাতে ইন্দৌরের হোলকার স্টেডিয়ামেই পূর্বাঞ্চলকে মহড়া নিতে হবে মহম্মদ কাইফ-নমন ওঝার মধ্যাঞ্চলের। আরও জানা গেল, রবিবারের ফাইনালে পূর্বাঞ্চল টিমে বাংলার প্রতিনিধি থাকছেন চার জন। অনুষ্টুপ মজুমদার, ঋদ্ধিমান সাহা খেলছেন অশোক দিন্দা এবং সামি আহমেদ। দলীপে নাগাড়ে ভাল বোলিং করছিলেন যিনি, সেই আবু নেচিমের কাঁধে চোট। তাঁর জায়গায় খেলবেন সামি।

আই লিগের দিকে মহমেডান
আই লিগের দ্বিতীয় ডিভিশন ম্যাচে স্ট্যানলির গোলে মিজোরামের লুয়াঙ্গমুয়ালকে ১-০ হারিয়ে মহমেডান পরের রাউন্ডে ওঠা প্রায় পাকা করে ফেলল। ৪ ম্যাচে ১২ পয়েন্টে মহমেডান গ্রুপ শীর্ষে। গ্রুপের প্রথম দু’দল পরের রাউন্ডে যাবে। অম্বেডকর স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধের শুরুতেই সুরাবুদ্দিনের ক্রস গোলে ঠেলেন স্ট্যানলি। ফরোয়ার্ডরা সহজ সুযোগ নষ্ট না করলে আরও গোলে জিততে পারত অলোক মুখোপাধ্যায়ের দল।

ফাইনালে ঋতুপর্ণা
জাতীয় জুনিয়র ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে উঠলেন বাংলার ঋতুপর্ণা দাস। দিন কয়েক আগে উত্তর কলকাতার অনুশীলন সমিতির কর্তারা যে গোপীচন্দ ব্যাডমিন্টন অ্যাকাডেমির ছাত্রছাত্রীদের পথে নামিয়ে দিয়েছিলেন, ঋতুপর্ণা সেই অ্যাকাডেমির ছাত্রী। তিনি এখন প্র্যাক্টিস করেন হায়দরাবাদে গোপীচন্দর কাছে।

ডেভিস কাপে উজবেকিস্তান
নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজ ৩-০ এগিয়ে গিয়ে উজবেকিস্তান আঞ্চলিক পর্ব ডেভিসে ভারতের সামনে পড়ল। সোমদেবদের ৬-৮ এপ্রিল অ্যাওয়ে ম্যাচ। ভারত জিতলে খেলবে অস্ট্রেলিয়া-কোরিয়া ম্যাচ জয়ীর সঙ্গে।

অন্য খেলায়
রহড়া সঙ্ঘশ্রী অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় ১৫-তম বার্ষিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল রবিবার। আসছেন হেমন্ত ডোরা ও মণীশ ভার্গব।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.