যুবরাজের ঘটনার মতো দুর্ভাগ্যজনক কিছু ঘটলে খেলাধুলোর সঠিক পরিপ্রেক্ষিত পাওয়া যায়। আমরা মাঠের লড়াইয়ে হারা-জেতা নিয়ে এত গম্ভীর আলোচনা করি। তার মধ্যেই এ রকম কিছু একটা ঘটে যায়। আপনার খুব পরিচিত কাউকে দেখেন অনেক বড় একটা যুদ্ধ লড়তে। আশা করছি এই লড়াই থেকে সুস্থ এবং মানসিক ভাবে আরও শক্ত হয়ে ফিরে আসবে যুবরাজ। আমি নিশ্চিত ওর পরিবারের লোকজন এবং বন্ধু-বান্ধব যুবরাজের পাশে আছে। এই কঠিন সময়ে ঈশ্বর ওদের শক্তি এবং সহনশীলতা দেবেন প্রার্থনা করছি।
এই সিরিজে কিন্তু দুর্দান্ত ক্রিকেট দেখছি। অস্ট্রেলিয়ার ওয়ান ডে দলে যে তরুণরা এসেছে তাদের তেজ গোটা দলটাকে চাঙ্গা করে দিয়েছে। ম্যাথু ওয়েড আর ড্যান ক্রিশ্চিয়ান এখন পর্যন্ত খুব ভাল খেলছে। কিপার-ব্যাটসম্যানের গুরুত্বপূর্ণ জায়গায় খেলছে ওয়েড। ডোহার্টিকে দেখেও বেশ ভাল লাগছে। যে শ্রীলঙ্কা দল স্পিনের ভাল মোকাবিলা করতে পারে তাদের বিরুদ্ধে ডোহার্টি ভাল প্রভাব ফেলতে পেরেছে।
সিরিজের তিনটে দলেই প্রচুর তরুণ ক্রিকেটার আছে যারা জাতীয় দলে পাকাপাকি ভাবে জায়গা পেতে নিজেদের প্রমাণ করতে মুখিয়ে আছে। ভারত নিশ্চয়ই নিজেদের উন্নত বোলিং, ফিল্ডিং আর বিরাট কোহলির টানা ছন্দে থাকা নিয়ে খুশি। রবিবারের ম্যাচটা অ্যাডিলেডে। সপ্তাহদুয়েক আগে ওই মাঠে হওয়া টেস্ট ম্যাচে ভারত ভাল না খেললেও ওখানকার পরিবেশ ধোনিদের সাহায্য করবে। সমস্যা একটাই। ভারতীয়দের উপর অস্ট্রেলিয়ার কর্তৃত্ব এতটাই সম্পূর্ণ যে, সেখান থেকে বেরিয়ে আসতে ধোনিদের প্রচুর শক্তি আর দায়বদ্ধতা দরকার। কাজটা করা যায়, কিন্তু বেশ কঠিন। সিডনির আবহাওয়া হালফিলে অস্বাভাবিক। কিন্তু অ্যাডিলেডের পূর্বাভাস ভালই আছে। ভারত-অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচটা বৃষ্টিবিঘ্নিত ছিল। আশা করছি রবিবারও একই জিনিস হবে না। |