এক ঝলকে...
পৃথিবী
বুয়েনোস এয়ারেস/লন্ডন তেহরান মালে জেনিভা ইসলামাবাদ
• দক্ষিণ আটলান্টিক মহাসাগর উত্তাল। আর্জেন্টিনার অভিযোগ, ফকল্যান্ড দ্বীপপুঞ্জে সামরিক বাহিনী পাঠাচ্ছে ব্রিটেন। রয়্যাল নেভির তৎপরতায় অবাক ফিদেল কাস্ত্রোর মন্তব্য: ব্রিটেনের ভাণ্ডারে রণতরী না থাকলেও রণ-অভিযানের ইচ্ছে ষোলো আনা। আর্জেন্টিনীয় প্রেসিডেন্ট ক্রিশ্চিনা কিস্টনার (ছবি, পিছনে ফকল্যান্ডের মানচিত্র) রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ চান। ব্রিটেন বলছে অভিযোগ অর্থহীন। আর্জেন্টিনার অস্তিত্বের আগে থেকেই ব্রিটেন ফকনার দ্বীপপুঞ্জে ছিল, এখনও আছে। আর্জেন্টিনাই এখন রাজনীতি করছে। সেই জন্যই ব্রিটেনকে রক্ষণাত্মক পদক্ষেপ নিতে হচ্ছে।

• মলদ্বীপের উৎখাত প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ নাশিদ গদি হারালেও হারাননি তাঁর প্রবল জনপ্রিয়তা। রাজধানী মালে-তে তাঁকে নিয়ে বিপুল জনতার মিছিল দেখা গেল। নতুন প্রেসিডেন্ট মহম্দ ওয়াহিদ হাসান মানিক-এ সমর্থকদের সঙ্গে সংঘাতের সম্ভাবনা দেখে রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধি দেশবাসীকে শান্ত থাকার অনুরোধ জানালেন।

• রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি বান কি মুন বললেন, সিরিয়া বিষয়ে রাষ্ট্রপুঞ্জ কোনও সিদ্ধান্ত না-নিতে পারায় সিরিয়ার পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। আরব লিগও অনুরোধ জানিয়েছে, সিরিয়ায় যেন তাদের সঙ্গে রাষ্ট্রপুঞ্জ যৌথ তদন্ত মিশন পাঠায়। হমস-এ আবার সপ্তাহের শেষে আবার অভিযান, নিহত দেড়শোরও বেশি।

• সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন পাক প্রধানমন্ত্রী গিলানি। সেটা খারিজ হল। তাঁর শুনানি ১৩ তারিখ।

প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদ ভাল নেই। ইরানি পার্লামেন্ট তাঁকে ডেকে পাঠাল, মন্ত্রিসভার সামনে দাঁড়িয়ে তাঁকে আত্মপক্ষ সমর্থন করতে হবে। অনেক রকম অভিযোগ তাঁর বিরুদ্ধে। আইনসভা সারা দেশে ইসলামি পোশাক বিধি বাধ্যতামূলক করতে বললেও কেন তা কার্যকর করা হয়নি, এই অভিযোগও তার মধ্যে রয়েছে। ১৯৭৯ সালের পর এই প্রথম কোনও প্রেসিডেন্টকে জবাবদিহি করতে ডাকা হচ্ছে।
মস্কো
‘উনি আর সামলাতে পারবেন না, নিজের সব শক্তি উনি নিঃশেষ করে ফেলেছেন’। রুশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন সম্পর্কে বলেছেন মিখাইল গোর্বাচেভ (ছবি)। সোভিয়েত ইউনিয়নের অবসান ও রাশিয়ার পুনর্জন্মের উৎস-পুরুষ গোর্বাচেভের মতে, পুতিন যদি নিজেকে না বদলাতে পারেন, তবে মস্কোয় সম্প্রতি যে গণবিক্ষোভ ঘটেছে, তা আরও বড় আকারে ফিরে আসবে। পুতিন এই সমালোচনায় বিশেষ উদ্বিগ্ন বলে মনে হয় না, কারণ আন্তর্জাতিক সেমিনার-বলয়ে গোর্বাচেভের বেশ নামডাক থাকলেও রাশিয়ার রাজনীতিতে তিনি নেহাত ‘প্রাক্তনী’। আগামী ৪ মার্চ প্রেসিডেন্ট নির্বাচনে পুতিন জয়ী হবেন, এ ব্যাপারে প্রায় কোনও সংশয়ই নেই। তবে নির্বাচনের প্রস্তুতিপর্বে পুতিন নিজেই নানা সংস্কারের কথা বলছেন।
হাভানা
‘ভাবতাম, সমাজতন্ত্র সব সমস্যার সমাধান করতে পারে। ভুল ভাবতাম।’ ইতি ফিদেল কাস্ত্রো (ছবি)। দু’খণ্ডে প্রায় হাজার পৃষ্ঠার স্মৃতিকথা প্রকাশিত হয়েছে কিউবার মহানায়কের। নাম: গেরিলিয়েরো দেল তিয়োম্পো, অর্থাৎ কালের যোদ্ধা। বইটির আনুষ্ঠানিক প্রকাশ উপলক্ষে হাভানায় আয়োজিত এক আসরে টানা ছ’ঘণ্টা কথোপকথন চালিয়েছেন তিনি, এবং উঠে যাওয়ার সময় জানিয়েছেন, আরও থাকতে পারলে তাঁর তো ভালই লাগত, কিন্তু উপায় নেই, কারণ ডাক্তারদের চক্রে তিনিও এক জন ‘চক্রী’! যখন শরীর-স্বাস্থ্য ভাল ছিল, ফিদেল টানা দশ-বারো ঘণ্টা বক্তৃতা দিতেই অভ্যস্ত ছিলেন, এখন নেহাত শরীরটা একেবারে ভেঙে গেছে, তার ওপর মেঘে মেঘে পঁচাশি হল...
আথেন্স
ইউরো অঞ্চল এবং আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের ঋণের পরবর্তী দফা পাওয়ার জন্য প্রয়োজনীয় কঠোর আর্থিক নীতি গ্রহণে সম্মত হল গ্রিসের পার্লামেন্ট। এই দফায় ১৩,০০০ কোটি ইউরো পাচ্ছে গ্রিস। সেই ঋণের শর্ত হিসেবে গ্রিসে ১৫,০০০ সরকারি কর্মীর চাকরি যাচ্ছে, শ্রম আইন সংস্কার হচ্ছে, ন্যূনতম মজুরির হার কমছে ২০ শতাংশ। স্বভাবতই দেশে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। ট্রেড ইউনিয়ন এবং বামপন্থী রাজনৈতিক দলগুলি রাস্তায় নেমেছে, দেশে দু’দিনের সর্বাত্মক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে মতানৈক্য হল লুকাস পাপাদেমস-এর (ছবি) জোট সরকারেও। পার্লামেন্টে তীব্র বিতর্কের পর পদত্যাগ করলেন পাঁচ মন্ত্রী।
লন্ডন
আন্দামানের জারোয়াদের ‘দ্রষ্টব্য’ করে প্রমোদ সফরের আয়োজন করা হয়েছে: এই অন্যায়ের সচিত্র প্রমাণ বার হওয়ার পরেও ভারত সরকার নিষ্ক্রিয় কেন? প্রশ্ন তুলেছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মাইক ক্রকার্ট। সমর্থন জানিয়েছেন আরও কিছু সাংসদ। সম্প্রতি ব্রিটিশ প্রতিযোগীকে হারিয়ে ফরাসি সংস্থা ভারতে যুদ্ধবিমান সরবরাহের বিপুল অঙ্কের বরাত পেয়েছে। সেই জ্বালাতেই কি আসরে নেমেছেন সাংসদরা?
শেষ পাত
মন্দিরে ভক্তদের বিশাল লাইন পড়েছে। টিকিটের দাম (আজ্ঞে, মন্দিরে ঢুকতেও টিকিট লাগে) দ্বিগুণ হয়েছে, তবু দর্শনার্থীর সংখ্যা কমছে না। কিন্তু আপনারও আশীর্বাদ চাই। সহজ সমাধান মন্দিরের নম্বরে আশীর্বাদ চেয়ে এস এম এস পাঠান, ফিরতি এস এম এস-এ আশীর্বাদ আক্ষরিক অর্থেই আপনার পকেটে পৌঁছে যাবে। এস এম এস-এর খরচ অবশ্য সাধারণ এস এম এস-এর ২০ থেকে ৮০ গুণ। বুঝতেই পারছেন, ইন্টারনেটের যুগে এই e-আশীর্বাদের ব্যবস্থা চালু হয়েছে চিনে। হুবেই প্রদেশের উহান শহরের ১৬৫৮ সালের গুইয়ান বৌদ্ধ মন্দিরে। আধুনিকীকরণ একেই বলে। e-শ্বর এদের মঙ্গল করুন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.