টুকরো খবর
৫ আমরি-কর্তার অতীত নিয়ে রিপোর্ট তলব
ঢাকুরিয়ায় আমরি হাসপাতালের অগ্নিকাণ্ডে ধৃত সেখানকার পাঁচ কর্তা অতীতে কোনও ধরনের অপরাধমূলক কাজে জড়িত ছিলেন কি না, সেই বিষয়ে অনুসন্ধান করে রিপোর্ট পেশ করার জন্য তদন্তকারী অফিসারকে নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। বৃহস্পতিবার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতের ভারপ্রাপ্ত বিচারক এস এম শাহনওয়াজ ওই নির্দেশ দেন। ২২ ফেব্রুয়ারি ওই রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। ওই পাঁচ অভিযুক্ত প্রণব দাশগুপ্ত, পৃথা বন্দ্যোপাধ্যায়, সত্যব্রত উপাধ্যায়, সাজিদ হোসেন এবং সঞ্জীব পাল জেলে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা চেয়ে আবেদন জানিয়েছেন। বিচারক এস এম শাহনওয়াজের এজলাসেই বুধবার তাঁদের সেই আবেদনের শুনানি হয়েছিল। আমরির ছ’জন ডিরেক্টর এর আগেই আদালতের নির্দেশে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা পেয়েছেন। অভিযুক্তদের পক্ষে আইনজীবী সেলিম রহমান জানান, আদালতের নির্দেশের পরে জেলে খাওয়া-শোয়া এবং অন্যান্য ক্ষেত্রে সব রকম বিশেষ সুযোগ-সুবিধাই পাচ্ছেন ওই আমরি-কর্তারা।

ফেনসিডিল উদ্ধার
দু’দিনে ৩২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার জলঙ্গির নওদাপাড়া এবং বুধবার পোল্লাগাড়ি থেকে ওই ফেনসিডিল উদ্ধার করা হয়। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “একটি গাড়িতে প্রায় ৩২০০ বোতল ফেনসিডিল রেখে পাচারকারীরা পালিয়ে যায়। গাড়ি দুটিকে আটক করা হয়েছে।”

চক্ষুশিবির
চক্ষু পরীক্ষা শিবির হয়েছে নিতুড়িয়ার রায়বাঁধে। বুধবার রায়বাঁধ প্রাথমিক স্কুলে ডিভিসির সামাজিক প্রকল্প ও রামচন্দ্রপুর নেতাজি চক্ষু হাসপাতালের সাহায্যে। শিবিরে ১৯৬ জন রোগী এসেছিলেন। ৫০ জনকে রামচন্দ্রপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

লিভারের রোগ রোধে
লিভারের অসুখ সম্পর্কে সচেতনতা বাড়াতে ২০১৪-র বিশ্বকাপের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে হেপাটাইটিস বি এবং সি সংক্রান্ত নানা তথ্য। ব্রাজিল সরকারের উদ্যোগে সে দেশে ‘হেল্থ ইন ২০১৪ ওয়ার্ল্ড কাপ’ শীর্ষক এক প্রকল্পও শুরু হয়েছে। কলকাতার ‘লিভার-ফাউন্ডেশন’-এর সঙ্গে ব্রাজিলের একটি সংস্থার চুক্তির পরে এ রাজ্যেও যৌথভাবে হচ্ছে প্রশ্নোত্তর প্রতিযোগিতা। ১৯টি জেলায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরে এই প্রতিযোগিতা হবে। বিজয়ীদের ব্রাজিলে বিশ্বকাপ দেখার ব্যবস্থা করা হবে। লিভার-ফাউন্ডেশনের সভাপতি অশোকানন্দ কোনার বলেন, “বহু ক্ষেত্রেই লিভারের অসুখ ঠেকিয়ে রাখা সম্ভব। কিন্তু কী ভাবে, তা নিয়ে মানুষের ধারণাই নেই। তাই অনেকেই দেরি করে ডাক্তারের কাছে আসেন। এই ধরনের উদ্যোগ মানুষের সচেতনতা অনেকটা বাড়াতে পারে।” ব্রাজিলের সংস্থার তরফে ফ্রান্সিসকো মার্তুসি বলেন, “হেপাটাইটিস বি ও সি মারণ রোগ হিসেবে বিশ্বকে ক্রমশ গ্রাস করছে। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ ছাড়া একে রোখা সম্ভব নয়।”

ময়না-তদন্তের সহজপাঠ
অপমৃত্যুর ময়না-তদন্তে যে তথ্যটি অত্যম্ত গুরুত্বপূর্ণ, মৃত্যুর সেই ‘সঠিক সময়’ দ্রুত ও সহজে জানার জন্য একটি ছক বানিয়েছেন এক সরকারি চিকিৎসক। দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য অফিসার উমাপ্রসন্ন ঘোষালের দাবি: মৃত্যুর কতক্ষণ পরে পরে মৃতদেহের কী কী রকম অবস্থা হয়, কোন অঙ্গে কী রং ও পচন ধরে, সে সব সহজবোধ্য ভাবে বলা রয়েছে তাঁর তৈরি ঘড়ি-সদৃশ ছকটিতে। যার সাহায্যে অনভিজ্ঞ চিকিৎসকেরা মৃত্যুর সময়টা তাড়াতাড়ি জানতে পারবেন বলে উমাপ্রসন্নবাবুর দাবি। বিষয়টি জানতে উমাপ্রসন্নবাবুকে সম্প্রতি মহাকরণে ডেকে পাঠিয়েছিলেন রাজ্য পুলিশের কর্তারা। পরে সিআইডি-র এক কর্তা বলেন, খুন কখন হয়েছে, সুরতহালের সময়ে ওই ছকের সাহায্যেই তার প্রাথমিক ধারণা পাবেন তদন্তকারী অফিসার, এ জন্য ময়না-তদন্ত রিপোর্টের অপেক্ষায় থাকতে হবে না। পুলিশকর্তারা জানিয়েছেন, ডাক্তার ঘোষালের ওই ‘মেডিকোলিগ্যাল ক্লক’ সব থানায় পাঠানো হচ্ছে। দেওয়া হচ্ছে সিআইডি-কে। ‘ময়না-ঘড়ি’র পেটেন্টও উমাপ্রসন্নবাবু পেয়ে গিয়েছেন বলে সরকারি সূত্রের খবর।

ছবি ও তথ্য: শুভাশিস ঘটক



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.