টুকরো খবর |
বসতির মধ্যে লরি, জখম ৫
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
|
রাস্তা থেকে সরে বসতিতে ঢুকে পড়া লরি। নিজস্ব চিত্র। |
বসতির মধ্যে ঢুকে পড়ল লরি। এর ফলে জখম হয়েছেন ৫ জন। তাঁদের মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে খড়্গপুর শহরের ইন্দায়। পুলিশ লরিটিকে আটক করেছে। তবে, চালক পলাতক। খড়্গপুর শহরের ইন্দায় ডোমপাড়ার রাস্তার পাশেই বেশ কয়েকটি মাটির ঘর রয়েছে। কোনও ঘরে টিনের ছাউনি, কোনও ঘরে খড়ের। পুলিশ জানিয়েছে, বুধবার রাত ১১টা নাগাদ ইন্দা থেকে চৌরঙ্গিগামী একটি লরি হঠাৎই রাস্তা থেকে সরে এসে ওই বসতির মধ্যে ঢুকে পড়ে। লরির ধাক্কায় একটি ঘর ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘরের বাসিন্দা রেণু মাদুলি-সহ ৫ জন জখম হয়েছেন। আহত সবাইকেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করান। এলাকার মানুষের অভিযোগ, গাড়ির গতি নিয়ন্ত্রণের ব্যাপারে পুলিশ নির্বিকার। |
চন্দ্রকোনায় রাজ্যপাল
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
শনিবার চন্দ্রকোনায় আসছেন রাজ্যপাল এম কে নারায়াণন। ওই দিন তিনি চন্দ্রকোনার জয়ন্তীপুরে রাম-সীতা মন্দির প্রাঙ্গণে নবনির্মিত বেদ-পাঠশালা এবং কমউনিটি সেন্টারের উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন রাজ্যপালের স্ত্রী পদ্মিনী নারায়াণন-সহ বিশিষ্ট অতিথিবর্গ। আদতে চন্দ্রকোনার বাসিন্দা, অধুনা আমেরিকা-প্রবাসী চিকিৎসক জয়ন্ত দীর্ঘাঙ্গী ও তাঁর স্ত্রী বনানী দীর্ঘাঙ্গীর উদ্যোগে এবং আর্থিক সহায়তায় বছর চারেক আগে জয়ন্তীপুরে তৈরি হয়েছিল এই মন্দির। বেশ কিছু প্রাচীন পুথি রয়েছে মন্দিরের সংগ্রহশালায়। মন্দির-চত্বরে রয়েছে ভেষজ উদ্ভিদের বাগিচা। বেদ-পাঠশালা তৈরি প্রসঙ্গে ওই প্রবাসী দম্পতির বক্তব্য, “আমাদের রাজ্যে যাঁরা বেদ নিয়ে গবেষণা করতে ইচ্ছুক, নিখরচায় গবেষণা করতে পারবেন।” |
রেল অফিসার ধৃত
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দুর্নীতির অভিযোগে রেলের এক অফিসারকে গ্রেফতার করল রেল-পুলিশ। ধৃতের নাম সন্মুখ রাও। তিনি খড়্গপুরের লোকো ডিজেল শপের ডিপো মেটিলিয়াল সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। আর্থিক দুর্নীতির অভিযোগেই তাঁকে ধরা হয়। ধৃতকে বৃহস্পতিবার মেদিনীপুর আদালতে হাজির করলে বিচারক ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। |
বৌদিকে ধর্ষণের নালিশ, গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
বৌদিকে ধর্ষণের অভিযোগে বুধবার সকালে চন্দ্রকোনার লক্ষ্মীপুর গ্রাম থেকে ‘দেওর’ কালীপদ পাঁজাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতকে ঘাটাল আদালতে হাজির করা হলে বিচারক ১৪ দিন জেল-হাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রের খবর, কয়েক মাস আগে কালীপদ ভয় দেখিয়ে তার বৌদিকে ধর্ষণ করে। থানায় এসে ওই বধূ দেওরের নামে অভিযোগ দায়ের করেন। কিন্তু এত দিন অভিযুক্ত গা ঢাকা দিয়েছিল। সম্প্রতি তার গ্রামে ফেরার খবর পেয়ে বুধবার পুলিশ গিয়ে গ্রেফতার করে। |
|