রাস্তা সারানোর দাবি, শ্যামপুরে অবরোধ ৩ ঘণ্টা |
দীর্ঘদিন ধরে বেহাল হাওড়ার বাগনান-শ্যামপুর রোড সারানোর দাবিতে বৃহস্পতিবার শ্যামপুরের নাউল ও দেওড়া এলাকায় প্রায় তিন ঘণ্টা রাস্তা অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধে ওঠে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছর খানেক কোনও মেরামত হয়নি ২৬ কিলোমিটার লম্বা রাস্তাটির। ফলে, বাগনান, নুন্টিয়া, নাউল, দেওড়া, বেলপুকুর, শশাটি প্রভৃতি এলাকায় রাস্তাটিতে বড় বড় গর্ত হয়ে গিয়েছে। উঠে গিয়েছে পিচ। গাড়ি চালকেরা সমস্যায় পড়ছেন। রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ দিনই ওই রাস্তা দিয়ে চলাচাল করা কয়েকটি রুটের বাস বন্ধ থাকে। অভিযোগ, জেলা পূর্ত (সড়ক) দফতর-সহ বিভিন্ন মহলে রাস্তা সারানোর দাবি জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
এ দিন সকাল ১০টা থেকে অবরোধ শুরু হয় দু’টি এলাকায়। তা চলে বিকেল ৩টে পর্যন্ত। তবে, সারাদিনই বাস চালাচল বন্ধ ছিল। জেলা পূর্ত (সড়ক) দফতর থেকে জানানো হয়েছে, রাস্তাটি মেরামতির জন্য ৭ কোটি টাকার একটি প্রকল্প তৈরি করে পাঠানো হয়েছে নাবার্ডের কাছে। নাবার্ড ঋণ দিলেই কাজ চালু হবে। উলুবেড়িয়ার মহকুমাশাসক দেবকুমার নন্দন বলেন, “রাস্তার বিষয়টি খুবই গুরুতর। এ দিন অবরোধের ঘটনা-সহ সব কিছু আমি জেলা প্রশাসনকে জানিয়েছি।” জেলা প্রশাসনের এক কর্তা জানান, নাবার্ডের কাজ চালু হওয়ার আগে রাস্তাটি যাতে চলার উপযুক্ত হয়, সে জন্য পূর্ত (সড়ক) দফতরের কাছে অনুরোধ জানানো হবে।
|
বাবাকে খুনে ছেলে গ্রেফতার |
বাবাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার পুরাতন বনগাঁ এলাকায়। পুলিশ জানিয়েছে নিহতের নাম পাঁচুগোপাল মিত্র (৪৭)। মায়ের অভিযোগের ভিত্তিতে ছেলেকে ধরেছে পুলিশ। পুলিশ জানায়, পাঁচুবাবুর তিন ছেলে, এক মেয়ে। তিনি ঠিকাশ্রমিকের কাজ করতেন। রোজই মদ খেয়ে বাড়ি ফিরে অশান্তি করতেন। এ নিয়ে পরিবারে অশান্তি ছিল। বুধবার সন্ধ্যায় মদ্যপ অবস্থায় পাশেই একটি বিয়েবাড়িতে গেলে ঝামেলা হয়। ছেলে সুখেন তাঁকে ধরে বাড়ি নিয়ে আসেন। বাড়িতে আসার পরে এ নিয়ে দু’জনের মধ্যে বচসা বাধে। অভিযোগ, সুখেন আচমকা বাবার মাথায় বাঁশের চটা দিয়ে আঘাত করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মারা যান। পুলিশ সুখেনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে।
|
রাস্তা সংস্কার নিয়ে নালিশ বিধায়ককে |
নিম্ন মানের মালপত্র দিয়ে রাস্তা সংস্কারের কাজ হচ্ছে, এই অভিযোগ তুলে গণস্বাক্ষর সংবলিত অভিযোগপত্র গত ২ ফেব্রুয়ারি পুড়শুড়ার বিডিও সম্রাট মণ্ডলকে পাঠিয়েছিলেন শ্রীরামপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। কিন্তু এত দিনেও বিডিও কোনও ব্যবস্থা নেননি বলে তাঁদের অভিযোগ। বৃহস্পতিবার গ্রামবাসীরা রাস্তা নিয়ে একই অভিযোগ জানালেন বিধায়ক পারভেজ রহমানকে। বিডিও বলেন, “গ্রামবাসীদের অভিযোগের তদন্ত হচ্ছে। আশা করছি দু’এক দিনের মধ্যেই তদন্ত-রিপোর্ট মিলবে। তার পরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তাড়িখানা থেকে শ্রীরামপুর হাসপাতাল মোড় পর্যন্ত ৯৯০ মিটার লম্বা ও ২.৭৪ মিটার চওড়া রাস্তাটি পুড়শুড়া পঞ্চায়েত সমিতির অধীন। সমিতি সূত্রের খবর, বোল্ডার-মোরাম ফেলে রাস্তাটি সংস্কারের জন্য খরচ ধরা হয়েছে ৫ লক্ষ ২৭ হাজার ৭৫৮ টাকা। গ্রামবাসীর অভিযোগ, ইতিমধ্যেই নিম্ন মানের মালপত্র দিয়ে রাস্তাটির ২৫ শতাংশেরও বেশি কাজ হয়ে গিয়েছে। অবিলম্বে ব্যবস্থা নেওয়া না হলে সংস্কার হয়ে যাওয়ার পরে রাস্তাটি মাস খানেকও টিঁকবে না বলে আশঙ্কা। বিধায়ক বলেন, “পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা কিঙ্কর মাইতি সরেজমিনে পরিস্থিতি দেখে বিডিওর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”
|
হাওড়া ও হুগলির ১৬টি দলকে নিয়ে গত রবিবার সারাদিন ব্যাপী নক-আউট ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল পাঁচলার গোন্দলপাড়া চণ্ডীমাতা বয়েজ সমিতির মাঠে। ওই ক্লাবেরই উদ্যোগে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় অঙ্কুরআটি পি এ জে ক্লাব। ফাইনালে তারা ২-১ গোলে হারিয়ে দেয় হাওড়া ফুটবল কোচিং ক্যাম্পকে। ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য সিরিজ হন চ্যাম্পিয়ন দলের যথাক্রমে রাহুল জয়সওয়াল ও মতিউর রহমান। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রাক্তন খেলোয়াড় তথা মোহনবাগানের প্রাক্তন প্রশিক্ষক বিশ্বজিৎ ভট্টাচার্য। খেলা শুরুর আগে জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, নৃত্য পরিবেশন প্রভৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
|
বালিতে লরির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, বুধবার রাতে জি টি রোডের ওই দুর্ঘটনায় মৃতের নাম সুজিত মণ্ডল (২৮)। তিনি বালি আনন্দনগরের বাসিন্দা। শ্রমজীবী হাসপাতালের সামনে একটি লরি তাঁকে ধাক্কা মারে। |