২০১২-র প্রথম ছ’মাস ডিজিটাল ক্যামেরা তৈরি করবে না কোডাক |
গত মাসেই দেউলিয়া ঘোষণা করেছে ফোটোগ্রাফিক ফিল্ম তৈরির ঐতিহ্যবাহী মার্কিন বহুজাতিক ইস্টম্যান কোডাক। আর এ বার খরচ বাঁচানোর তাগিদে এ বছরের প্রথম ছ’মাস ডিজিটাল ক্যামেরা, পকেট ভিডিও ক্যামেরা ও ডিজিটাল পিকচার ফ্রেম তৈরি বন্ধ রাখার পরিকল্পনা করছে তারা। সংস্থার দাবি, আর্থিক জমি ফিরে পেতে তারা বরং এখন নিজেদের বিভিন্ন ব্র্যান্ড থেকে আয় বাড়াতে মনযোগী হবে। চেষ্টা করবে লাইসেন্স সংখ্যা বাড়াতে। সেই সঙ্গে অনলাইন এবং রিটেল ফোটো প্রিন্টিং ও ডেস্কটপ প্রিন্টিং-এর ব্যবসাও চালিয়ে যাবে তারা। প্রথম হাতে ধরে ব্যবহারের ক্যামেরা আবিষ্কার থেকে শুরু করে চাঁদ থেকে পাঠানো ছবি বিশ্বকে দেখানোয় অন্যতম ভুমিকা ছিল কোডাকের। ডিজিটাল ক্যামেরাও বাজারে প্রথম আনে তারাই। সেই কোডাকই জানুয়ারিতে ঘুরে দাঁড়াতে দেউলিয়া ঘোষণা করে।
|
বছরে ২.৪০ কোটি পাবেন জুকেরবার্গ |
ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ সিইও এবং প্রেসিডেন্ট হিসেবে বছরে বেতন পাবেন ৫ লক্ষ ডলার (প্রায় ২.৪০ কোটি টাকা)। এর ৪৫% বোনাস হিসেবেও পাবেন তিনি। সঙ্গে যুক্ত হবে শেয়ার ও উৎসাহ ভাতা বাবদ আয়। তবে, ফেসবুকের প্রতিযোগী কোনও সংস্থা বা ব্যক্তিকে কোনও ভাবে সাহায্য করতে পারবেন না তিনি। বাজারে শেয়ার ছাড়ার শর্ত হিসেবে মার্কিন বাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-কে এই তথ্য দিয়েছে ফেসবুক।
|
গত জানুয়ারিতে দেশের রফতানি ১০.১% বেড়ে দাঁড়াল ২,৫৪০ কোটি ডলার। আমদানিও ২০.৩% বেড়ে হল ৪,০১০ কোটি। ফলে এই সময়ে বাণিজ্য ঘাটতি ছুঁল ১,৪৭০ কোটি ডলার। রফতানি এত কম বাড়ার জন্য ইউরোপ ও মার্কিন বাজারে স্থিতি না-ফেরাকেই দায়ী করেছেন কেন্দ্রীয় বাণিজ্য সচিব রাহুল খুল্লর। তাঁর আশঙ্কা, ২০১২-’১৩ অর্থবর্ষও রফতানিকারীদের জন্য খুব সহজ হবে না। চলতি অর্থবর্ষের এপ্রিল-জানুয়ারি, এই ১০ মাসে অবশ্য রফতানি ২৩.৫% বেড়েছে।
|
এই অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে টাটা স্টিলের নিট লোকসান হল ৬০৩ কোটি টাকা। গত বছর একই সময়ে নিট মুনাফা হয়েছিল ১,০০৩ কোটি। তবে আলোচ্য সময়ে সামগ্রিক আয় ২৯,০৮৯ কোটি থেকে বেড়ে হয়েছে ৩৩,১০৩ কোটি টাকা।
|
ব্র্যান্ড উন্নয়নে লগ্নির জন্য আগামী তিন বছরে বাড়তি ১৫০ কোটি ডলার বাঁচাতে চায় মার্কিন বহুজাতিক পেপসিকো। যার অঙ্গ হিসেবে ৩০টি দেশে ৮,৭০০ চাকরি ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছে তারা। |