টুকরো খবর
ড্রোন হামলায় আল কায়দা প্রধান নিহত
মার্কিন সেনার ড্রোন হামলায় নিহত হয়েছে পাকিস্তানের আল-কায়দা প্রধান বদর মনসুর। একই ঘটনায় মৃত্যু হয়েছে আরও তিন জঙ্গির। গত কাল থেকে শুরু ওই আক্রমণে মোট ১৪ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয় সংবাদমাধ্যমের। সূত্রের খবর, উত্তর ওয়াজিরিস্তানের উপজাতি অধ্যুষিত অঞ্চল মিরানশাহে আজ ড্রোন অভিযান চালানো হলে মৃত্যু হয় আল-কায়দা নেতার।পাক অফিসাররা মনে করছেন, মনসুরের মৃত্যু নিঃসন্দেহে আল-কায়দার কাছে এক ‘বড় ধাক্কা’। গত জুনে পাকিস্তানের তৎকালীন আল-কায়দা নেতা ইলিয়াস কাশ্মীরিও নিহত হয় ড্রোন আক্রমণে। তার পরেই দলের নেতৃত্ব হাতে আসে বদর মনসুরের। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, একসময় জম্মু ও কাশ্মীরে আল-কায়দার কাজকর্মের সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত ছিল মনসুর। এ ছাড়াও হরকত-উল-মুজাহিদিন সংগঠনের প্রাক্তন কম্যান্ডার ছিল মনসুর। শুধু তা-ই নয়, তালিবান এবং আল-কায়দার সংযোগ রক্ষার দায়িত্বও ছিল মনসুরের। উত্তর ওয়াজিরিস্তানে একটি জঙ্গি-প্রশিক্ষণ শিবির চালাত সে। করাচি ও লাহৌরে বিভিন্ন জঙ্গি হানায় মনসুর যুক্ত ছিল বলে পাক পুলিশের দাবি।

সংঘর্ষ চলছে সিরিয়ায়, ক্ষেপণাস্ত্র হানায় হত ৫০
সিরিয়ায় সেনার বোমা বর্ষণে উত্তপ্ত অল মালাব অঞ্চল। ছবি: রয়টার্স
সংঘর্ষ থামার কোনও লক্ষণ নেই সিরিয়ায়। আজ ভোরে হোমস শহরে ফের ক্ষেপণাস্ত্র হানায় মারা গিয়েছেন আরও ৫০ জন। এই পরিস্থিতিতে আরব লিগ ও রাষ্ট্রপুঞ্জের যৌথ পরিদর্শক দল সিরিয়ায় পাঠানো হতে পারে বলে জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি মুন। হিংসা ক্রমাগত বাড়তে থাকায় এর আগে ২৮ জানুয়ারি তাদের পরিদর্শক বাহিনী প্রত্যাহার করে নিয়েছিল লিগ। তবে সিরিয়ার বিদ্রোহীরা আজ জানিয়েছে, কোনও রকম বাহিনী নয়, তাদের প্রয়োজন অস্ত্র। দামাস্কাসের আশপাশের কোনও অঞ্চল থেকে সম্প্রচারিত এক ভিডিওয় সিরিয়াকে নিয়ে আরও দৃঢ় মার্কিন পদক্ষেপ ও বিদ্রোহীদের অস্ত্র জোগানোর দাবি জানায় তারা। ওবামা প্রশাসনের তরফ থেকে অবশ্য জানানো হয়েছে তাঁরা এখনই সে রকম কিছু ভাবছেন না। রক্তক্ষয় বন্ধ করতে নিরাপত্তা পরিষদের ঐকমত্য হতে না পারা সিরিয়ার মানুষের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব। তিনি এও বলেন সরকারের এই নৃশংসতা ভবিষ্যতে আরও খারাপের ইঙ্গিতবাহী।

অপহৃত ১০ মৎস্যজীবীকে ভারতীয় দূতাবাসে হস্তান্তর
বাংলাদেশি জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া দশ ভারতীয় মৎস্যজীবীকে ভারতীয় দূতাবাসের হাতে তুলে দেওয়া হল। জলদস্যুরা যে ট্রলারটি নিয়ে গিয়েছিল, ফেরত দেওয়া হয়েছে সেটিও। সোমবার রাতে ভারতীয় মৎস্যজীবীদের হস্তান্তরের জন্য বাগেরহাট জেলা প্রশাসনকে নির্দেশ দেয় বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক। তার ভিত্তিতেই আজ দশ মৎস্যজীবীকে ভারতীয় দূতাবাসের হাতে তুলে দেওয়া হল।২৭ জানুয়ারি বাংলাদেশের দুর্ধর্ষ জলদস্যু গামা-র বাহিনীর হাতে অপহৃত হয়েছিলেন কাকদ্বীপের দশ মৎস্যজীবী। গত সপ্তাহে এই দশ জন জলদস্যুদের কবল থেকে মুক্তি পেয়ে বাংলাদেশের বাগেরহাট জেলার সুন্দরবনে শরণখোলা রেঞ্জের শেলারচর ক্যাম্পে পৌঁছন। ওই দিনই সুন্দরবন বিভাগ তাঁদের মংলা উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেয়। পরে এঁদের মংলা থানায় পাঠানো হয়। বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম আজ জানিয়েছেন, ঢাকার ভারতীয় দূতাবাসের প্রতিনিধি হিসেবে প্রোটোকল ওয়েলফেয়ার অফিসার আর কে রাখী মংলায় উপকূলরক্ষী বাহিনীর সদর দফতর থেকে ওই দশ মৎস্যজীবীকে গ্রহণ করেন।

মেমোগেট মামলায় গরহাজির ইজাজ
মেমোগেট মামলায় পাক জুডিশিয়াল কমিশনে হাজির হলেন না মার্কিন ব্যবসায়ী মনসুর ইজাজ। তবে তাঁর আইনজীবী জানিয়েছেন, লন্ডনে পাকিস্তানি মিশনে বক্তব্য নথিভুক্ত করতে প্রস্তুত ইজাজ। কমিশন জানিয়েছে, পাক সরকারের তরফে নিরাপত্তার ব্যাপারে আশ্বাস না পেয়েই পাকিস্তানে হাজিরা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত বদল করেছেন ইজাজ। এই মামলায় গত মাসে শুনানির সময়েই ইজাজকে পাক আদালতে উপস্থিত হয়ে বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.