টুকরো খবর
হামিদুলকে সাহায্যের ‘প্রতিশ্রুতি’ প্রদীপের
উন্নয়ন-কাজের ‘প্রতিশ্রুতি’ দিয়ে চোপড়ার নির্দল বিধায়ক হামিদুল রহমানকে দলে ধরে রাখার চেষ্টা শুরু করল কংগ্রেস। বুধবার বিধান ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্যর সঙ্গে দেখা করেন হামিদুল। তাঁর এলাকার উন্নয়ন-কাজ ব্যাহত হচ্ছে শুনে রাজ্যসভার সাংসদ প্রদীপবাবু হামিদুলকে নিজের সাংসদ তহবিল থেকে অর্থ সাহায্য করার আশ্বাস দিয়েছেন। হামিদুল যাতে তৃণমূলে চলে না যান, সে জন্যই এই ‘প্রতিশ্রুতি’ দেওয়া হচ্ছে বলে রাজনৈতিক শিবিরের ধারণা। প্রদীপবাবু বলেন, “হামিদুলের এলাকার রাস্তা, নিকাশির কাজ ঠিকমতো হচ্ছে না শুনলাম। ও এলাকায় একটা কলেজও গড়তে চায়। উত্তর দিনাজপুরের জেলা পরিষদ যাতে ওকে সাহায্য করে, সে ব্যাপারে কথা বলেছি। নিজের সাংসদ তহবিল থেকেও ওকে সাহায্য করব।” কলেজ তৈরিতে প্রশাসনিক জটিলতা এড়াতে প্রয়োজনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃপক্ষের কাছেও হামিদুলের হয়ে দরবার করার আশ্বাস দিয়েছেন প্রদীপবাবু। পরে হামিদুল বলেন, “কংগ্রেসের পাশেই থাকতে চাই। এলাকার উন্নয়নে প্রদীপবাবু সাহায্য করবেন বললেন। জেলা পরিষদ সাহায্য করলে ভাল হয়।”

গণ্ডগোল সিপিএম তৃণমূলের
ফের রাজনৈতিক গোলমালে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার। বুধবার সকালে কোচবিহার কোতোয়ালি থানার পাটছড়া গ্রাম পঞ্চায়েতের ডাঙারহাট এলাকায় মিছিল করা নিয়ে সিপিএম ও তৃণমূল কংগ্রেস সমর্থকরা গোলমালে জড়িয়ে পড়েন। পুলিশ গিয়ে পরিস্থিতি গিয়ে সামলায়। সিপিএমের অভিযোগ, পরিকল্পিতভাবে তৃণমূলের সমর্থকরা ডাঙারহাটে দলীয় অফিসে ভাঙচুর চালিয়েছে। বেশ কয়েকজনকে মারধরও করা হয়। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। কোচবিহারের পুলিশ সুপার প্রণব দাস বলেন, “খবর পেয়ে এলাকায় পুলিশ গিয়েছে। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে ডাঙারহাটে ১০ ফেব্রুয়ারি দলীয় কর্মসূচি প্রচারের জন্য মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন সিপিএম সমর্থকরা। ওই সময়েই মঙ্গলবার রাতে চান্দামারিতে সংঘর্ষের ঘটনার জন্য ফরওয়ার্ড ব্লক-সহ বামপন্থীদের বিরুদ্ধে জেলায় অশান্তি তৈরির অভিযোগ তুলে মিছিল করছিলেন তৃণমূল সমর্থকরা। দু’পক্ষ মুখোমুখি হতেই মিছিল নিয়ে গোলমাল শুরু হয়। সিপিএমের কোচবিহার জেলা সম্পাদক তারিণী রায় বলেন, “আমাদের কর্মীরা তৃণমূলের মিছিল শেষ হলে মিছিল করার জন্য জমায়েত হয়েছিলেন। আচমকা তাদের উপরে তৃণমূলের কর্মীরা হামলা চালায়। দলীয় অফিস ভাঙচুর করার পাশাপাশি কিছু কর্মীকে মারধরও করা হয়েছে।’’ কোচবিহার-১ ব্লক তৃণমূল সভাপতি খোকন মিয়াঁ বলেন, “মিছিল চলার সময়েই সিপিএম মিছিল বের করে গোলমাল করতে চাইলে বাদানুবাদ হয়।” দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ অভিযোগ করেন, “পঞ্চায়েত ভোট মাথায় রেখে সিপিএম বাজার গরম করছে।”

কোচবিহারে ভাওয়াইয়া উৎসব শুরু
উৎসবের প্রস্তুতি। জলপাইগুড়ি ও ফালাকাটায় ছবি
তুলেছেন সন্দীপ পাল ও রাজকুমার মোদক।
রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত উৎসবে এ বার গান গাইবেন বাংলাদেশের শিল্পীরাও। অসমের শিল্পীরাও সামিল হচ্ছেন। কোচবিহারের ঘোসকাডাঙায় আজ, বৃহস্পতিবার ওই উৎসবের আসর বসছে। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠান চলবে। রাজ্যের বিভিন্ন প্রান্তের ভাওয়াইয়া শিল্পীদের পাশাপাশি এবারের অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করেছে প্রতিবেশী বাংলাদেশের একঝাঁক শিল্পীর উপস্থিতি। রয়েছেন মৌসুমী আখতার, ভূপতিভূষণ বর্মা, ঝর্ণারানি রায়-সহ আরও কয়েকজন। অসম থেকে সামিল হচ্ছেন মরুচমতি শিল্পী সম্প্রদায়, হামিদা সরকার, অলোকা পাণ্ডে-সহ অন্যরা। রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা আয়োজক কমিটির সভাপতি তথা মাথাভাঙার তৃণমূল বিধায়ক বিনয় কৃষ্ণ বর্মন বলেন, “ভাওয়াইয়া ঘিরে আয়োজিত অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় শেষ।” অনুষ্ঠান উদ্বোধন করবেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। ১১ ফেব্রুয়ারি অনগ্রসর কল্যাণ মন্ত্রী উপেন বিশ্বাস, ১২ ফেব্রুয়ারি বিদ্যুৎ মন্ত্রী মণীশ গুপ্ত যোগ দেবেন। ফুলতি গিদালি, রাজকুমার গিদাল, প্রেমকান্ত রায়, কমলেশ্বর রায় প্রমুখ লোকশিল্পীকে সংবর্ধনা দেওয়া হবে।

ইসলামপুর কলেজে ছাত্র সংঘর্ষ, জখম ৫
কলেজের ছাত্র সংঘর্ষকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল ইসলামপুর কলেজ চত্বর। বুধবার দুপুরে ইসলামপুর কলেজে ছাত্র পরিষদ এবং এসএফআই সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এতে কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সহ দুই পক্ষের মোট ৫ জন আহত হয়। ছাত্র পরিষদের অভিযোগ, “এসএফআই-র সদস্যরা কিছু জরুরি নথিপত্র নষ্ট করার চেষ্টা করে। বাধা দিলেও এসএফআই সদস্যরা চড়াও হয়। ছাত্র পরিষদের অন্যতম নেতা শৈবাল মিত্র বলেন, “কলেজে এসএফআই দাদাগিরি করার চেষ্টা করছে। ওঁরা আমাদের জরুরি নথিপত্র সব নষ্ট করার চেষ্টা করেছে।” অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন এসএফআই সদস্যরা তাঁদের দাবি, ইউনিয়ন রুমে বাইরে থেকে ছাত্র পরিষদ ছেলেরা গালিগালাজ করছিল। বাধা দিতে গিয়েই গোলমাল হয়। আহতদের ইসলামপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ইসলামপুরের মহকুমা পুলিশ আধিকারির নীলকান্ত সুধীর কুমার বলেন, “গোলমালের খবর পেয়ে পুলিশ যায়। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”

প্রত্যাখ্যাত হয়ে মার পড়শিদের
প্রেমের প্রস্তাবে সাড়া না-দেওয়ায় এক কলেজ ছাত্রীর বাবা-মা-কাকাকে লাঠি-পেটা করে হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে প্রতিবেশী এক তরুণ ও তাঁর ৩ আত্মীয়ের বিরুদ্ধে। মঙ্গলবার রাত ৮টা নাগাদ গাজল থানার গারাধোল গ্রামে এই ঘটনাটি ঘটেছে। ছাত্রীর বাবা ও মার অবস্থা আশঙ্কাজনক। বাবাকে কলকাতায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। মাকে আশঙ্কাজনক অবস্থায় মালদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় জখম কাকা ও জ্যাঠাকে গাজলের মোদিপুকুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ছাত্রীর নাম সোনামণি অধিকারী। তিনি মালদহ কলেজের প্রথম বর্ষের ছাত্রী। সোনামণি তাঁর ভাই রাজেশকে নিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে ইংরেজবাজারের কাজিগ্রামে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। মূল অভিযুক্তের নাম প্রসেনজিৎ বিশ্বাস। তাঁর তিন আত্মীয় মারধরের ঘটনা অভিযুক্ত। সকলেই ফেরার। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, এক ছাত্রীর মোবাইল ফোন কাড়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। তারই জেরে একই গ্রামের কিছু যুবক ছাত্রীর বাড়িতে হামলা করে। হামলায় ছাত্রীর বাবা, মা জখম হয়ে হাসপাতালে ভর্তি। পুলিশের কাছে অভিযোগে সোনামণির কাকা জানিয়েছেন, প্রসেনজিৎ বহুদিন ধরে সোনামণির মোবাইল নম্বর চেয়ে না- পেয়ে এক দিন ফোনটি কেড়ে নেয়। পরে ফেরত দিলেও ছাত্রীটির বাড়ির লোক প্রসেনজিতের বাড়িতে গিয়ে প্রতিবাদ করেন। ওই ঘটনার জেরে প্রসেনজিৎ সহ ৪ জন মঙ্গলবার রাতে সোনামণির বাড়ি গিয়ে চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ। ওই ঘটনার পর ছাত্র পরিষদ জেলা সভাপতি প্রসেনজিৎ দাস বলেন, “২৪ ঘন্টায় পুলিশ অভিযুক্তদের না ধরলে বিক্ষোভ শুরু করা হবে।”

উদ্ধার কিশোরী, গ্রেফতার
কুড়ি হাজার টাকায় গুজরাতে এক মাফিয়ার কাছে বিক্রি হওয়া কিশোরিকে উদ্ধার করল দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের পুলিশ। সহযোগিতা করে স্বেচ্ছাসেবী সংস্থা স্পার। শিশু কন্যা-সহ এক মহিলাকেও গুজরাত থেকে মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয় এক অভিযুক্তকেও। ধৃতের নাম তাপস বর্মন। মা-বাবা হারা ১৫ বছরের ছোট বোনের নামে থাকা ১০ কাঠা জমি দখল করত্যে এক বছর আগে কুমারগঞ্জের মুলগ্রামের বাসিন্দা ওই কিশোরীকে বিক্রি করা হয় বলে অভিযোগ। বিক্রির অভিযোগ কিশোরীর সৎ দাদা-বৌদি গফুর আলি ও নূরজাহান বিবি বিরুদ্ধে। সংগঠনের কোঅর্ডিনেটর সূরজ দাস বলেন, “কুমারগঞ্জ থানার সাহায্যে গুজরাত পুলিশের সঙ্গে যোগাযোগ করে হদিশ পাই।” কুমারগঞ্জের পুলিশ গুজরাতে গিয়ে গত ২ ফেব্রুয়ারি তাদের উদ্ধার করে।

সেতু, দু’টি রাস্তা হচ্ছে
কেন্দ্রীয় সরকারের অনগ্রসর এলাকা উন্নয়ন তহবিলের টাকায় দুটি পাকা রাস্তা ও একটি সেতু হচ্ছে মালদহের হরিশ্চন্দ্রপুরে। দুটি রাস্তা ও সেতুর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন এলাকার বাসিন্দারা। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, রাস্তা দুটির প্রথমটি হল রামশিমুল থেকে কুশিদাগামী রাজ্য সড়কের মারাডাঙি পর্যন্ত ১ কিলোমিটার। ওই রাস্তার জন্য বরাদ্দ হয়েছে ৯ লক্ষ ৬৬ হাজার টাকা। দ্বিতীয়টি লক্ষীপুর থেকে কুশিদাগামী রাজ্য সড়কের কাপাইচন্ডী। বরাদ্দের পরিমাণ ৯ লক্ষ ৬৩ হাজার টাকা। সেতু হচ্ছে হরিশ্চন্দ্রপুরের বোড়লে পিপলামনি খালের উপর। সেতুর তৈরির জন্য খরচ হবে ৮ লক্ষ ৬৩ হাজার টাকা। আন্দোলন। অস্থায়ী কুরিয়র কর্মী বাতিল করে বহুজাতিক সংস্থাকে কাজের বরাত দেওয়ার প্রতিবাদে আন্দোলনে নামল জাতীয়তাবাদী শিল্প বন্ধু কর্মী ইউনিয়ন। ইউনিয়নের সভাপতি উৎসেন্দু তালুকদার বলেন, “রাজ্য বিদুৎ বন্টন কোম্পানির হয়ে কুরিয়র কর্মীরা মিটার রিডিং, বিল পাঠানোর কাজ করছে। সম্প্রতি এক বহুজাতিক সংস্থা এর বরাত পায়।”

নাবালিকা উদ্ধার
বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ফুঁসলিয়ে সহবাস করার অভিযোগে পুলিশ হাই স্কুলের এক শিক্ষককে গ্রেফতার করে। বুধবার মালদহ পুলিশ মঙ্গলবাড়ি থেকে মিল্কি হাই স্কুলের শিক্ষক পরিতোষ দত্তকে ধরে। তাকে আদালতে তোলা হলে মুখ্য বিচার বিভাগীয় ম্যজিস্ট্রেট তাঁকে জেল হাজতে পাঠান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.