বনগাঁয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
বনগাঁ মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত দু’দিনের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সিঙ্গলস ও ডাবলসে জয়জয়কার জয়পুর উজ্জ্বল সঙ্ঘের। গত শনি ও রবিবার দিঘির পাড় সংলগ্ন মাঠে ওই প্রতিযোগিতায় হয়। নিজেরা খেলায় অংশ নিয়ে উদ্বোধন করেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস ও প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জয়পুর উজ্জ্বল সঙ্ঘের সুদীপ বিশ্বাস। সিঙ্গলসের ফাইনালে তিনি পরাজিত করেন ঘাটবাওড় স্পোর্টিং ক্লাবের সুবীর বিশ্বাসকে। ডাবলসের ফাইনালেও সুদীপ সতীর্থ তিলক রুদ্রকে নিয়ে হারিয়ে দেন ঘাটবাওড় স্পোর্টিংয়ের সুবীর বিশ্বাস-প্রদীপ সরকার জুটিকে।
|
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
রবিবার শেষ হল বনগাঁর নয়াগোপালগঞ্জ এ্যাথলেটিক ক্লাবের ২০ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল দৌড়, ককফাইট, মহিলাদের হাঁড়িভাঙা, মিউজিক্যাল চেয়ার, লংজাম্প। ২৯ জানুয়ারি ক্রিকেট প্রতিযোগিতার মধ্য দিয়ে এ বারের অনুষ্ঠান শুরু হয়েছিল। সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে ছিল নৃত্য, যেমন খুশি তেমন সাজো, বসে আঁকো, পোস্টার, ক্যুইজ প্রভৃতি। এছাড়া ছিল বাউল নৃত্য ও বিচিত্রা অনুষ্ঠান।
|
বার্ষিক ক্রীড়া ও বিচিত্রা অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
রবিবার বনগাঁর শক্তিগড় অগ্রগামী স্পোর্টিং ক্লাবে হয়ে গেল বিচিত্রা অনুষ্ঠান। আমন্ত্রিত শিল্পীদের নিয়ে পরিবেশিত মনোজ্ঞ অনুষ্ঠানটি দেখতে বহু মানুষ ভিড় করেছিলেন। ২৬ জানুয়ারি ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল। এ দিন সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ দাস, প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ, বনগাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন দত্ত প্রমুখ। |