পুরসভায় দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদ সভা কংগ্রেসের |
বুধবার তৃণমূল শাসিত উলুবেড়িয়া পুরসভার বিরুদ্ধে প্রতিবাদ সভা করল কংগ্রেস। তবে এ দিনের সভাকে কেন্দ্র করে কংগ্রেসের মধ্যে কোন্দল শুরু হয়। পুরসভায় কংগ্রেসের সাত জন কাউন্সিলর থাকলেও তাঁরা এ দিনের সমাবেশে ছিলেন না। পুরসভার কংগ্রেস সদস্য তথা হাওড়া জেলা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, “সিপিএমের হাত শক্ত করার জন্যই জেলা কংগ্রেস কমিটির অনুমোদন না-নিয়ে অবৈধভাবে এই সভা করা হয়েছে। আমরা সেই কারণেই ওই সমাবেশে যাইনি।”সভায় হাজির প্রদেশ কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক শুভঙ্কর সরকার বলেন, “এর সঙ্গে সিপিএমের হাত শক্ত করার কোনও ব্যাপার নেই। পুরসভার কাজে প্রচুর অনিয়ম ও দুর্নীতি হচ্ছে। তৃণমূলের সঙ্গে আমরা জোট করে সিপিএমকে হারিয়েছিলাম। কিন্তু বেনিয়ম ও দুর্নীতি বাড়তে থাকলে বাম বিরোধী এই পুরসভার দখল ফের বামেদের হাতেই চলে যেতে পারে। সেটা যাতে না-ঘটে তার জন্যই পুরসভায় যারা ক্ষমতাসীন তাদের আমরা সতর্ক করলাম। আমাদের দলের কাউন্সিলরদের আমরা এই সমাবেশে জড়াইনি। কারণ তাঁরাও তো বিভিন্ন ওয়ার্ডে ক্ষমতায় রয়েছেন। মানুষ তো তাঁদেরও সমালোচনা করছেন।”কংগ্রেস নেতা আলম দেইয়ান বলেন, “পুরসভা দুর্নীতিতে ছেয়ে গিয়েছে। কোনও কাজ হচ্ছে না। সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেন না। সেই কারণে আজকে প্রতিবাদ সভা করা হল আগামী দিনে বড় আন্দোলন করা হবে।” অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্বও।
|
সিপিএম নেতা প্রহৃত, ধৃত তিন তৃণমূল কর্মী |
হুগলির আরামবাগ মহকুমার খানাকুলে সিপিএমের কৃষকসভার এক নেতাকে মারধরের অভিযোগে তিন জন তৃণমূলকর্মীকে গ্রেফতার করল পুলিশ।মঙ্গলবার রাতে পশ্চিম ঠাকুরানি চকের বাসিন্দা সন্ন্যাসী ভুঁইয়া, অসীম মণ্ডল এবং প্রবীর ধাড়া নামে ওই তিন তৃণমূলকর্মীকে গ্রেফতার করা হয়। সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নিতাই জানা নামে কৃষকসভার ওই নেতাকে প্রচণ্ড মারধর করা হয় বলে অভিযোগ। নিতাইবাবু বর্তমানে খানাকুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তৃণমূলের মোট ১৭ জনের নামে তিনি অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, মিথ্যা অভিযোগে তাদের ওই তিন জনকে পুলিশ গ্রেফতার করেছে।
|
পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র হবে হাওড়ায় |
হাওড়ায় প্রস্তাবিত ডুমুরজলা স্পোর্টস হাবের কাছে পুলিশ ট্রেনিং ইনস্টিটিউট ও পুলিশ হাসপাতাল গড়বে কলকাতা পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এই নিয়ে কলকাতা পুলিশের স্পেশ্যাল কমিশনার শিবাজি ঘোষের সঙ্গে কথা বলেন। ঠিক হয়, ডুমুরজোলা স্পোর্টস কমপ্লেক্সের পাশে ৩৩ একর ফাঁকা জমি পড়ে আছে। ৩০ একরে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র এবং তিন একরে আধুনিক মানের পুলিশ হাসপাতাল তৈরি হবে। স্পেশ্যাল কমিশনার বলেন, “শীঘ্রই ডুমুরজলার কাছে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র ও হাসপাতালের জমি দেখতে যাব। তার পরে সরকারকে বিস্তারিত ভাবে পরিকল্পনা জানাব।” পুলিশি সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরে হাওড়া উন্নয়ন সংস্থার কাছে জমির মানচিত্র চেয়েছে পুলিশ।
|
নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই একটি ট্রেকার রাস্তার ধারে ধানখেতে উল্টে গেলে মৃত্যু হল এক মহিলার। অন্তত ১৫ জন অল্পবিস্তর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে হুগলির চণ্ডীতলার গঙ্গাধরপুরে। পুলিশ জানায়, মৃতার নাম লুৎফুন্নেসা বেগম (৫৫)। তাঁর বাড়ি চণ্ডীতলার আজবনগরে। |