অনিয়মের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • ফাঁসিদেওয়া |
এক কিলোমিটার মাটির রাস্তা সংস্কারের কাজে একাধিক সুপারভাইজার নিয়োগের অভিযোগ উঠেছে ফাঁসিদেওয়ার চটহাট গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। বাসিন্দাদের তরফে ওই অভিযোগ আনা হয়েছে। তাঁদের অভিযোগ, সম্প্রতি একশো দিন প্রকল্পে ওই গ্রাম পঞ্চায়েতের হরদিগছ থেকে তেলগছ পর্যন্ত প্রায় দেড় লক্ষ টাকা বরাদ্দে মাটি ভরাট করে সংস্কারের কাজ শুরু করা হয়েছে। নিয়ম ভেঙে ওই কাজে ১০ থেকে ১২ জনের মতো সুপারভাইজার নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ। এই ব্যাপারে স্থানীয় প্রশাসনের কাছে অবশ্য কোনও অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে বিষয়টি দেখা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। পঞ্চায়েত প্রধান কংগ্রেসের রাজু মণ্ডল বলেন, “মাটির কাজে দু’জনের উপর সুপারভাইজার রাখা হয় না। নিয়ম মেনে পঞ্চায়েত থেকে ওই কাজের দেখাশোনার জন্য দু’জনকে রাখা হয়েছে। এলাকায় গিয়ে অভিযোগ খতিয়ে দেখছি।” প্রধান ওই দাবি করলেও বাসিন্দাদের কয়েকজন বলেন, “যদি দু’জনই সুপার ভাইজার রাখা হয়ে থাকে, তাহলে বাকিরা কেন একই কাজ করছেন। কাজ হচ্ছে দায়সারা ভাবে। প্রতিবাদ করলে ওই সুপারভাইজাররা ধমকে চুপ থাকতে বাধ্য করছেন।” |
মৃত্যুতে শোক
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
মারা গেলেন আলিপুরদুয়ারের প্রাক্তন ফুটবলার অসীম সেনগুপ্ত ওরফে বালু দা। বুধবার হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে আলিপুরদুয়ার জংশন রেল হাসপাতলে ভর্তি করানো হয়। সেখানেই তিনি মারা যান। বয়স হয়েছিল ৫৪ বছর। আলিপুরদুয়ার মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক শেখর ঘোষ বলেন, “অসীম বাবু জলপাইগুড়ি জেলার হয়ে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন।” ১৯৫৮ সালে অসীমবাবুর জন্ম। খেলার জন্য ১৯৭৭ সালে রেলের চাকরিতে যোগ দেন। ১৯৭৮ সালে অল ইন্ডিয়া রেলের ফুটবল প্রতিযোগিতা এবং ১৯৭৮-১৯৭৯ সালে সন্তোষ ট্রফিতে অংশ নেন। অসীমবাবু দীর্ঘ দিন থেকে যকৃতের রোগে ভুগছিলেন। তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। |
বামেদের সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • রাজগঞ্জ |
সন্ত্রাস, শিশু মৃত্যু, ধান বিক্রি করতে না-পেরে চাষিদের আত্মহত্যা, স্কুল-কলেজে অরাজকতা-সহ ইত্যাদি নানা বিষয়ে অভিযোগ তুলে সিপিএমের উদ্যোগে কনভেনশন হল রাজগঞ্জে। মঙ্গলবার সিপিএমের রাজগঞ্জ-২ লোকাল কমিটির তরফে কুকুরজান অঞ্চলের ভাঙামালিতে কনভেনশনে হাজির ছিলেন জলপাইগুড়ির সাংসদ মহেন্দ্র রায়, প্রাক্তন সাংসদ মিনতি সেন, জেলা নেতা সলিল আচার্য জেলা ও ব্লক স্তরের নেতারা। সম্মেলনে মহেন্দ্রবাবু বলেন, “আগে এলাকায় তৃণমূল কংগ্রেসের স্থানীয় ককর্মী-সমর্থকদের সন্ত্রাসে মিটিং-মিছিল করতে পারতাম না। সরকার পরিবর্তনের পরে এই প্রথম ভাঙামালিতে সভা করা হল।” |
ভ্রাম্যমাণ মাটি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে ফাঁসিদেওয়া এলাকার চাষিদের জমির মাটি পরীক্ষা শুরু হল। বুধবার থেকে মাটি পরীক্ষা শুরু হয়। মাটি পরীক্ষার ভিত্তিতে জমিতে কী পরিমাণ সার, অনুখাদ্যের ব্যবহার করতে হবে সে বিষয়ে চাষিরা জানতে পারবেন। অন্য দিকে অসুখে অবসাদে ভুগে আত্মঘাতী এক ব্যক্তি। বুধবার আমবাড়ির বলরামের ডাঙাপাড়ায়। এ দিন বাড়ির পাশে চা বাগানের ছায়াগাছ থেকে সুবর্ণ সিংহ (৫২) নামে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। |
সর্বশিক্ষা মিশনের সহায়তায় চটহাট হাইস্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধন হল বুধবার, করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদ সভাধিপতি পাসকেল মিনজ। ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন ডেপুটি ডিরেক্টর তুষারকান্তি রায়, শিক্ষাবিদ অরুণ সরকার, ফাঁসিদেওয়া ব্লক সম্পদ কেন্দ্রের আধিকারিক আসানুল করিম, সর্বশিক্ষা মিশনের সঞ্চালক অনন্য দেব, মহকুমা পরিষদের বিরোধী দল নেতা আইনুল হক প্রমুখ। শিক্ষার অধিকার আইন বিষয়ে কর্মশালাও হয়। |
অসুখে ভুগে আত্মঘাতী হয়েছেন এক ব্যক্তি। বুধবার আমবাড়ি ফাঁড়ির বলরামের ডাঙাপাড়ায়। এ দিন সকালে বাড়ির পাশে চা বাগানের ছায়াগাছ থেকে সুবর্ণ সিংহ (৫২) নামে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। |