পুলিশের গাড়ির ধাক্কায় জখম ৩ |
পুলিশের গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন এক দম্পতি-সহ তিন জন। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর মাদার টেরিজা মোড়ের কাছে। জখম নবীন মোল্লা, তাঁর স্ত্রী সুশীলা ও মাছ বিক্রেতা মিনু মহান্তিকে বাসন্তী ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সুশীলাকে পরে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোসাবা কোস্টাল থানার একটি গাড়ি এ দিন সকাল ১১টা নাগাদ বাসন্তীর গঁদখালির দিকে যাচ্ছিল। মাদার টেরিজা মোড়ের কাছে একটি দোকানে স্ত্রীকে নিয়ে চা খাচ্ছিলেন নবীন। দোকানের পাশেই বসে মাছ বিক্রি করছিলেন মিনু। তখনই পুলিশের ফাঁকা গাড়িটি দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ওই তিন জনকে ধাক্কা মারে। গাড়ির চালককে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, জেরায় গাড়িটির চালক জানিয়েছেন, সামনে আচমকা এক জন চলে আসায় তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারান।
|
আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ৫ দুষ্কৃতী জগদ্দলে |
আগ্নেয়াস্ত্র সহ পাঁচ দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, অসামাজিক কাজের উদ্দেশ্যেই জগদ্দলে জড়ো হয়েছিল আকবর, বান্টি ও বিভাস বিশ্বাস নামে তিন দুষ্কৃতী। তাদের জেরা করে অরজি ও বাবন নামে আরও দু’জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে ২টি পাইপগান ও ২ রাউন্ড গুলি আটক করা হয়েছে।
|
সম্প্রতি হয়ে গেল বাগদার রণঘাট অঞ্চল উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবের বর্ষব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্যায়। বিদ্যালয় মাঠ থেকে একটি পদযাত্রা বের করা হয়। ছিল আবৃত্তি, গদ্যপাঠ, গল্প বলা সহ বিভিন্ন প্রতিযোগিতা। ছাত্র-ছাত্রীদের নিয়ে পরিবেশিত হয় নাটক।
|
বারাসত স্টেশনের প্ল্যাটফর্মে বুধবার সন্তানের জন্ম দিলেন এক মহিলা। রেল পুলিশ জানায়, হাসনাবাদের বাসিন্দা সোনা বিশ্বাস সকাল ৬টা নাগাদ বারাসত স্টেশনে নামেন। সঙ্গে তাঁর এক শিশুপুত্র ছিল। তাঁকে যন্ত্রণাকাতর দেখে কুলি ও হকারেরা মহিলাদের ডেকে আনলে প্ল্যাটফর্মেই পুত্রসন্তান প্রসব করেন সোনাদেবী। রেলপুলিশ তাঁকে হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে খবর, তাঁরা সুস্থ আছেন। |