দৈঘ্য ২৮ কিলোমিটার। প্রতিদিন বেশ কয়েকশো গাড়ি চলাচল করে। কিন্তু রাস্তার শোচনীয় অবস্থা নিয়ে নিত্যযাত্রী থেকে যান চালকদের অভিযোগের শেষ নেই। তাঁদের অভিযোগ বহুবার রাস্তা সংস্কার করার জন্য প্রশাসনের কাছে দরবার করা হয়েছে। কিন্তু রাস্তার অবস্থা ভাল তো দূরের কথা, উল্টে তা আরও খারাপ হয়েছে।
দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার রামগঙ্গা বাসস্ট্যান্ড থেকে ঢোলাহাট পর্যন্ত ২৮ কিলোমিটার রাস্তার প্রায় পুরোটাই খানাখন্দে ভরা। বর্ষায় সময় পরিস্থিতি আরও ভয়ানক হয়ে দাঁড়ায়। পাথরপ্রতিমা থেকে ডায়মন্ড হারবার বা কলকাতায় আসতে হলে রামগঙ্গা থেকে বাসে সরাসরি ডায়মন্ড হারবার, কলকাতায় আসা যায়। ওই রুটে চলাচল করে রাজ্য ভূতল পরিবহণ নিগমের বাস। |
রামগঙ্গা- ঢোলাহাট রাস্তার অবস্থা।-নিজস্ব চিত্র |
এ ছাড়া নুরপুর থেকে রামগঙ্গা রুটে এসডি-১১ বাস চাড়াও রামগঙ্গা থেকে মিলন মোড় বা লক্ষ্মীকান্তপুর স্টেসন পর্যন্ত ছোট গাড়ি, মোটরব্যান চলাচল করে। রামগঙ্গা থেকে ২০ কিলোমিটার মিলন মোড় পর্যন্ত রাস্তা পূর্ত দফতরের অধীন। মিলন মোড় থেকে ঢোলাহাট পর্যন্ত বাকি আট কিলোমিটার অংশের দেখভালের দায়িত্ব জেলা পরিষদের। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় পিচের চাদর কবেই উঠে গিয়েছে। সেই অবস্থাতেই ক্রমাগত গাড়ি চলাচলের ফলে বর্তমানে রাস্তায় ইটের খোয়া উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ওই সব গর্তে পড়ে বিপজ্জনক ভাবে গাড়ি চলাচল করে। যাত্রীাদেরও আতঙ্কে থাকতে হয়। তা ছাড়া খানাখন্দে ভরা রাস্তায় দ্রুতগতিতে যান চলাচল করতে না পারার জন্য যাত্রীদের গন্তব্যে পৌঁছতে প্রয়োজনেক থেকে অনেক বেশি সময় লেগে যাচ্ছে। যান চালকদের অভিযোগ, রাস্তার অবস্থা এমনই শোচনীয় অবস্থায় পৌঁছেছে যে প্রায়ই গাড়ির যন্ত্রাংশ খারাপ হয়ে যাচ্ছে। বসিয়ে দিতে হচ্ছে গাড়ি। অবস্থার জেরে মাঝেমধ্যেই যাত্রীদের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে।
স্থানীয় মানুষের অভিযোগ, ওই এলাকায় বেশ কিছু স্কুল-কলেজ, অফিস-কাছারি রয়েছে। খারাপ রাস্তার কারণে নিত্যযাত্রীদের স্কুল-কলেজ, অফিসে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে। দিনের বেলায় তবু কোনওরকমে যাতায়াত রা গেলেও রাতের অন্ধকারে সমস্যা মারাত্মক আকার নিচ্ছে। অথচ রাস্তার সংস্কার নিয়ে প্রশাসনের কোনও উচ্চবাচ্য নেই। পাতরপ্রতিমা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রজনীকান্ত বেরা বলেন, “বিপজ্জনক ওই রাস্তাটি সংস্কারের জন্য বিভাগীয় কর্তাদের বহুবার বলেছি। আজ পর্যন্ত কোনও সমাধানই হল না।” সুন্দরবন উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী শ্যামল মণ্ডল বলেন, “রাস্তার খারাপ অবস্থার কথা জানি। অবিলম্বে যাতে রাস্তাটির সংস্কার করা হয় সে ব্যাপারে আমি সংশ্লিষ্ট দফতরকে জানাব।”
রামগঙ্গা থেকে মিলন মোড় পর্যন্ত রাস্তাটি ডায়মন্ড হারবার হাইওয়ে ডিভিশনের অধীনে। হাইওয়ে ডিভিশন সূত্রে জানানো হয়েছে রাস্তাটি সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।” |