টুকরো খবর |
ভবানীচক স্কুলের দ্বন্দ্ব এ বার পথে |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
এক দিকে পরিচালন সমিতি ও প্রধান শিক্ষক এবং অন্য দিকে সহ-শিক্ষকবৃন্দ। এগরার ভবানীচক হাইস্কুলে দু’পক্ষের মধ্যে কয়েক দিন ধরে চলা ঠান্ডা লড়াই বুধবার বদলে গেল দু’পক্ষের সমর্থক গ্রামবাসীদের হাতাহাতিতে। তার জেরে বন্ধ হল পঠন-পাঠন। বিক্ষোভে সামিল হল ছাত্রছাত্রীরাও। পরিস্থিতির জেরে স্কুলে আসেন এগরার বিধায়ক সমরেশ দাস, এগরা-২ ব্লকের বিডিও মৃন্ময় মণ্ডল ও পঞ্চায়েত সমিতির সভাপতি প্রকাশ রায়চৌধুরী। পড়ুয়া ও তাদের অভিভাবকদের একাংশ দাবি তোলেন, অবিলম্বে স্কুলে শিক্ষকদের বিবাদ বন্ধ হোক। না হলে পঠন-পাঠনের ক্ষতি হচ্ছে। এই স্কুলের পরিচালন সমিতি বাম-নিয়ন্ত্রিত। পরিচালন সমিতির বাম-সমর্থক ৪ শিক্ষক ও শিক্ষাকর্মীই সোমবার পদত্যাগ করেন। পরিচালন সমিতির সম্পাদক সর্বেশ্বর মান্না এবং প্রধান শিক্ষক পুরঞ্জন দাসের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতির অভিযোগ তুলেই ৪ বাম-সমর্থক শিক্ষক-শিক্ষাকর্মী পদত্যাগ করেন। সেই সঙ্গে সম্পাদক, প্রধান শিক্ষকের বিরুদ্ধে তাঁদের হেনস্থা করারও অভিযোগ করেন ওই শিক্ষক-শিক্ষাকর্মীরা। সম্পাদকের পাল্টা বক্তব্য, “শিক্ষকদের কর্ম-সংস্কৃতি, আচার-আচরণ, পাঠাদান নিয়ে এলাকার জনমানসে নানা প্রশ্ন আছে। কর্ম-সংস্কৃতি ফেরাতে সচেষ্ট হওয়ায় কিছু শিক্ষক-শিক্ষাকর্মী ভিত্তিহীন অভিযোগ তুলেছেন।” বুধবার শিক্ষকেরা স্কুলে এসে দেখেন স্টাফরুমের দরজায় তালা দেওয়া। কিন্তু প্রধান শিক্ষক তাঁর কক্ষে রয়েছেন। শিক্ষকদের একাংশ তাঁর কাছে স্টাফরুম বন্ধ কেনজানতে চান। এই নিয়ে শুরু হয় কথা কাটাকাটি। এ দিকে প্রথম পিরিয়ডের সময় ততক্ষণে পেরিয়ে গিয়েছে। ক্লাস না হওয়ায় ছাত্রছাত্রীরা বেরিয়ে আসে। খবর পেয়ে আসেন অভিভাবক, গ্রামবাসীরা। তাঁদের মধ্যে ছিলেন দু’পক্ষের সমর্থকরাই। হাতাহাতি বেধে যায় তাঁদের মধ্যে। উত্তেজনা ছড়ায় এলাকায়। বিধায়ক গিয়ে স্টাফরুম খোলার ব্যবস্থা করেন। কিন্তু সেখানে শিক্ষকেরা ঘেরাও হয়ে পড়েন। বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। পড়ুয়া ও তাদের অভিভাবকদের একাংশ রাস্তা অবরোধও শুরু করেন। বেলা তিনটে নাগাদ পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও-ও আগামী রবিবার পূর্ণাঙ্গ আলোচনার আশ্বাস দেন।
|
কেশপুরে সভা কংগ্রেসের |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দীর্ঘ দিন পরে কেশপুরে সভা করল কংগ্রেস। বুধবার কেশপুর বাসস্ট্যান্ডের সভা থেকে শান্তি বজায় রাখার আবেদন জানান কংগ্রেস নেতৃত্ব। কেশপুর নিয়ে তৃণমূল নেতৃত্ব জেরবার। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই বেশ কয়েক বার সংঘর্ষের ঘটনাও ঘটেছে এখানে। তা এমন পর্যায়ে গিয়েছিল যে কেশপুরে ১৪৪ ধারাও জারি করেছিল প্রশাসন। অশান্তির জেরে উন্নয়নের গতি রোধ হচ্ছে বলেও অভিযোগ। তাই নিজেদের মধ্যে সংঘর্ষে না জড়িয়ে উন্নয়নে নজর দেওয়ার উপরেই জোর দিল কংগ্রেস। এ দিনের সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা মহম্মদ রফিক, শম্ভু চট্টোপাধ্যায়, তীর্থঙ্কর ভকতের মতো জেলা নেতারা। কংগ্রেস নেতৃত্বের ব্যাখ্যা, “রাজ্যে এখন জোট সরকার চলছে। উন্নয়ন ব্যাহত হলে কংগ্রেসকেও মানুষের কাছে জবাবদিহি করতে হবে।” কেশপুরে সরকারি দামে ধান কেনা হচ্ছে না বলেও অভিযোগ তোলেন কংগ্রেস নেতৃত্ব।
|
ঝাড়গ্রামে ফুটবল শিবির |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
|
ঝাড়গ্রামে ফুটবল প্রশিক্ষণ শিবিরের সূচনায় পশ্চিমাঞ্চল
উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা। বুধবার দেবরাজ ঘোষের তোলা ছবি। |
বুধবার থেকে শুরু হল ‘জঙ্গলমহল ফুটবল প্রশিক্ষণ শিবিরে’র। এ দিন সকালে ঝাড়গ্রাম স্টেডিয়ামে ফুটবলে মাথা আর পায়ের ছোঁয়ায় শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা। এই শিবিরের উদ্যোক্তা অবশ্য সরকার নয়, একটি বাণিজ্যিক সংস্থা। সহযোগিতায় ঝাড়গ্রাম জেলা পুলিশ। উদ্যোক্তাদের দাবি, জঙ্গলমহলের ক্রীড়া-প্রতিভা উন্মেষের লক্ষ্যেই এই শিবিরের আয়োজন। ঝাড়গ্রাম মহকুমার ৩২ জন প্রতিভাবান কিশোর ও তরুণকে টানা ৯ মাস ধরে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি সপ্তাহে দু’দিন করে ঝাড়গ্রাম স্টেডিয়ামে প্রশিক্ষণ দেবেন প্রাক্তন জাতীয় ফুটবলার সুশীল সিংহের মতো বিশষ্টরা। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম পুলিশ জেলার অতিরিক্ত সুপার (সদর) ভারতী ঘোষ, এসডিপিও (ঝাড়গ্রাম) সুমিত কুমার, পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি স্বপন মুর্মু, ঝাড়গ্রামের পুরপ্রধান প্রদীপ সরকার, বিশাল গ্রুপের কর্ণধার রতন চৌধুরী প্রমুখ।
|
ভস্মীভূত ৬টি অস্থায়ী দোকান |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
|
মহিষাদলের সিনেমাহল মোড়ে জ্বলছে দোকানঘর নিজস্ব চিত্র। |
ভস্মীভূত হল গ্যাস ‘রিফিলিংয়ের’ অবৈধ একটি দোকান-সহ ছ’টি অস্থায়ী দোকান। বুধবার সকাল ৭টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের সিনেমাহল মোড়ের কাছে। দমকল সূত্রে জানা যায়, প্রথমে একটি পাউরুটির দোকনে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে পাশের বৈদ্যুতিক সরঞ্জাম, ভুসিমাল ও গ্যাসের দোকানটিতে। পুলিশ মারফৎ খবর পেয়ে হলদিয়া থেকে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। তাতেও আগুন নিয়ন্ত্রণে না এলে আরও একটি ইঞ্জিন আসে। সকাল সাড়ে ৯টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের অনুমান, ইলেকট্রিকাল শর্টসার্কিটের জেরেই আগুন লাগে। অবৈধ গ্যাসের দোকানটির জেরে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক তদন্তে অনুমান। ভস্মীভূত দোকানগুলি অস্থায়ী বলেও দোকানদারদের সাহায্যের আশ্বাস দিয়েছে জেলা পরিষদ।
|
নন্দীগ্রামে বন্ধ রেলের বুকিং |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
প্রায় এক মাস ধরে বন্ধ নন্দীগ্রামে রেলের আসন সংরক্ষণ কেন্দ্র। গত ১০ জানুয়ারি ওই কেন্দ্রের ‘বুকিং ক্লার্ক’কে নিগ্রহের অভিযোগ ওঠে স্থানীয় কয়েক জন দুষ্কৃতীর বিরুদ্ধে। ‘নিরাপত্তার অভাবে’র কথা জানিয়ে ওই বুকিং ক্লার্ক আর কাজে যোগ দেননি। নন্দীগ্রাম থানায় অভিযোগ জানানো সত্ত্বেও দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ ওই রেলকর্মীর। রেল সূত্রে অবশ্য জানা গিয়েছে, রেলকর্মী নিগ্রহের ঘটনায় নিরাপত্তা বাড়ানোর জন্য স্থানীয় পুলিশের সঙ্গে আলোচনা করা হয়েছে। তার পরেও অবশ্য নন্দীগ্রাম থানা ও ব্লক অফিস সংলগ্ন ওই বুকিং কাউন্টার এখনও খোলেনি। এর ফলে দূরপাল্লার ট্রেনের আসন সংরক্ষণ নিয়ে সমস্যায় পড়েছেন নন্দীগ্রামের মানুষ। বুধবার ওই টিকিট বুকিং কেন্দ্র পরিদর্শনে আসেন দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর বিভাগের চিফ কমার্শিয়াল ইন্সপেক্টর অনুপম পালোধি। তিনি বলেন, “নিরাপত্তার নিয়ে স্থানীয় পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। ওই রেলকর্মীকেও কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে রেল। দ্রুতই এই বুকিং সেন্টার ফের চালুর চেষ্টা হচ্ছে।”
|
কাঠকলে আগুন |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
মঙ্গলবার রাতে দাসপুরের চাঁইপাটে একটি কাঠ চেরাইকলে আগুন লেগে ছাই হয়ে গেল লক্ষাধিক টাকার কাঠ। পুলিশ এবং দমকল সূত্রের খবর, রাত দেড়টা নাগাদ আচমকাই ওই চেরাইকলে আগুন লাগে। খবর পেয়ে ঘাটাল থেকে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কেউ হতাহত হয়নি। দমকলের ওসি রবীন্দ্রনাথ বেরা জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।
|
সার্ধশতবর্ষে বিবেকানন্দ |
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
স্বামী বিবেকানন্দের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে ৮ থেকে ১১ ফেব্রুয়ারি একগুচ্ছ অনুষ্ঠানের আয়োজন করেছে দাঁতন-১ ব্লকের তররুই গ্রাম পঞ্চায়েত। বুধবার ওই অনুষ্ঠানের সূচনা করেন বিডিও জ্যোতি দত্ত। শনিবার পর্যন্ত চলা অনুষ্ঠানে প্রতি দিনই থাকছে আলোচনাসভা, ত্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, দুঃস্থ পড়ুয়াদের স্কুল-সামগ্রী এবং দুঃস্থ মানুষজনকে বস্ত্র প্রদানের মতে নানা কর্মসূচি।
|
আগুন-কাণ্ডে ধৃত |
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
সম্প্রতি চন্দ্রকোনার লক্ষ্মীপুরে তৃণমূলের দলীয় একটি কার্যালয়ে আগুন লাগানোর ঘটনায় জড়িত অভিযোগে মঙ্গলবার রাতে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম তপসী সিংহ। বাড়ি লক্ষ্মীপুর গ্রামেই। ধৃতকে বুধবার ঘাটাল আদালতে হাজির করা হলে বিচারক ১৪ দিন জেল-হাজতে রাখার নির্দেশ দেন। |
|