ত্রিদেশীয় সিরিজে প্রথম জয় পেয়ে মহেন্দ্র সিংহ ধোনি ওই ম্যাচের মধুর মুহূর্তগুলোর চেয়ে বেশি করে আলোকপাত করতে চাইছেন এ দিন তাঁর দলের ভুলত্রুটি নিয়ে। এবং সে ব্যাপারে টিম ইন্ডিয়া অধিনায়কের সতীর্থদের প্রতি পরামর্শ: ভুল থেকে শেখো। আর চোটআঘাত থেকে নিজেদের মুক্ত রাখো।
এর আগে এই সফরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে জয় পেলেও সফরে প্রথম বড় জয় এ দিনই এল। শ্রীলঙ্কাকে হারিয়ে। তবু যেন ভারত অধিনায়ক খুশি হতে পারছিলেন না। এ দিন ওয়াকায় বিরাট কোহলির রান আউট প্রসঙ্গ তুলছেন। “বর্তমানে ব্যাট করার সময় চোট পেলে ব্যাটসম্যানের রানার পাওয়ার নিয়ম নেই। সে জন্য তোমাকে যেমন ভুল থেকে শিক্ষা নিতে হবে, তেমনই নিশ্চিত করতে হবে যে, তুমি ক্র্যাম্প লাগিয়ে বসবে না ব্যাটিংয়ের সময়,” ম্যাচ জিতে উঠেও বলেছেন ধোনি। সঙ্গে অবশ্য যোগ করেছেন, “তবে এমনটা ঘটতেই পারে। কিন্তু তোমাকে এ ধরনের পরিস্থিতির মোকাবিলার জন্য নিজেকে তৈরি রাখতে হবে। ম্যাচের আগের রাতে প্রচুর পরিমাণ জল খেতে হবে। ম্যাচের মধ্যেও পানীয় খেতে হবে অনেক। যাতে শরীর শুকিয়ে না যায়।” ম্যাচের সর্বোচ্চ ৭৭ রান করলেও কোহলি ভারতীয় ইনিংসের গুরুত্বপূর্ণ সময় অহেতুক সিঙ্গলসের পিছনে ছুটে রান আউট হন। এবং পড়িমড়ি ক্রিজে পৌঁছতে গিয়ে তাঁর পায়ে ক্র্যাম্প ধরে যায়।
কোহলির রান আউটের ধরনকে ঘুরিয়ে সমালোচনা করার পাশাপাশি ধোনি অবশ্য প্রশংসা করেছেন তাঁর বোলারদের। বিশেষ করে রবিচন্দ্রন অশ্বিনের। “আমরা জিতি বা হারি, আমি সব সময় হাসি। তবে জয়ী দল হিসেবে থাকতে পারাটা সব সময় ভাল,” বলে ভারত অধিনায়ক যোগ করেছেন, “আজ বোলাররা খুব ভাল করেছে। প্রবীণ কুমারের আজ হয়তো খারাপ দিন গিয়েছে, কিন্তু অশ্বিন আবার সেখানে পাওয়ারপ্লেগুলোয় আর স্লগ ওভার, দুটো খুব ভাল স্পেল করল। পাশাপাশি আমরা যখন রান তাড়া করছি সে সময় অশ্বিন ব্যাটটাও ভাল করেছে। সাত নম্বরে রবীন্দ্র জাদেজার ব্যাটিংয়ের উপর আমাদের আস্থা আছে।”
ধোনি স্বীকার করছেন যে, একটানা হারের পর কোনও টিমের মানসিকতাকে টেনে তোলা কঠিন কাজ। বলেছেন, “কাজটা কঠিন। তবে প্রত্যেক প্লেয়ার যদি নিজের-নিজের কাজটা ঠিক করে দেয়, তা হলে ব্যাপারটা অনেক সহজ হয়। আগের ম্যাচে ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা আজ নিজেদের খেলাকে তুলে ধরার চেষ্টা করেছি। এ দিনের করা ভুল থেকেও শিক্ষা নিয়ে পরের ম্যাচে নিশ্চয়ই আরও ভাল খেলব।” |