গঙ্গাসাগরে যাওয়ার পথে তীর্থযাত্রী এবং সাধুদের কলকাতায় কয়েক দিন থাকার জন্য রাজ্যকে বিকল্প জায়গা দেখতে বলল কলকাতা হাইকোর্ট।
সাগর মেলায় যাওয়ার পথে তীর্থযাত্রী এবং সাধুরা বাবুঘাটের কাছে ইডেন গার্ডেন্সের উল্টো দিকে ফোর্ট উইলিয়ামের পাশে সেনাবাহিনীর জায়গায় কয়েক দিন কাটিয়ে যান। এই ব্যবস্থাই বহু বছর ধরে চলে আসছে। সেখানে ১০-১১ দিনে প্রায় লক্ষাধিক মানুষ আশ্রয় নেন। তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। উনুন জ্বেলে প্রচুর রান্নাবান্না হয়। সাধুরা ধুনি জ্বেলে বসেন। সকলের জন্য পাঁচশো অস্থায়ী শৌচাগার তৈরি করা হয়। কিন্তু কয়েক বছর আগে কলকাতা হাইকোর্ট ভিক্টোরিয়া মেমোরিয়ালের তিন কিলোমিটারের মধ্যে খোলা জায়গায় উনুন জ্বালানো নিষেধ করে রায় দেওয়ার পরে পরিবেশকর্মীরা ওই ব্যবস্থা বিকল্প জায়গায় নিয়ে যাওয়ার দাবি তোলেন।
পরিবেশকর্মী সুভাষ দত্ত এ কথা আদালতকে জানিয়ে হলফনামা জমা দেন। তা নিয়েই বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ এবং বিচারপতি মৃণালকান্তি ঘোষের ডিভিশন বেঞ্চে শুনানি হয়। সেখানে সুভাষবাবু জানান, ৫০০ অস্থায়ী শৌচাগার তৈরি করার ফলে ওই জায়গাটা নরকের চেহারা নেয়। শহরের প্রাণকেন্দ্রে ফি বছর এমন একটা ব্যবস্থা রাখা উচিত নয়।
এর পরেই বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ জানিয়ে দেন, কলকাতা পুরসভা, সেনা বাহিনী, রাজ্য সরকারের প্রতিনিধি এবং সুভাষ দত্ত বাবুঘাটের কাছে ওই জায়গা পরিদর্শন করে একটা সুষ্ঠু, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর বিকল্পের অনুসন্ধান করুন। সাগর মেলা যাওয়ার পথে পড়ে, এমন কোনও বিকল্প জায়গা খোঁজা যেতে পারে, কিংবা আগের জায়গাতেই পরিচ্ছন্ন কোনও ব্যবস্থা তৈরি করা যেতে পারে। বিচারপতির নির্দেশে বলা হয়েছে, আগামী বছরে যেন সাধু এবং তীর্থযাত্রীদের থাকার জায়গার ওই রকম দুরবস্থা না হয়। |