টুকরো খবর
ভিক্টোরিয়া নিয়ে
ভিক্টোরিয়ার পশ্চিম দিকের রাস্তায় আলোকসজ্জার জন্য গাছের ডাল কাটার অভিযোগ খতিয়ে দেখতে হাইকোর্টের নির্দেশে বুধবার ঘটনাস্থল পরিদর্শনে যান পুর-কমিশনার অর্ণব রায়, সরকারি আইনজীবী অশোক বন্দ্যোপাধ্যায় ও পরিবেশকর্মী সুভাষ দত্ত। ত্রিস্তর সবুজ বলয় তৈরির নির্দেশ কার্যকর হয়নি, উল্টে গাছের ডাল কাটা হচ্ছে বলে এ দিন আদালতে বলেন সুভাষবাবু। আদালত নির্দেশ দেয়, গাছ কাটা বা ওই ধরনের যা কিছু করতে হবে কোর্টের নির্দেশ মেনে। সুভাষবাবু বলেন, “একটা বিষয়ে আমরা একমত, ভিক্টোরিয়ার চারপাশে গাছ ছাঁটতে হলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। পুরসভা কিছু গাছও লাগাবে।”

অন্ডালের গ্রামে রাতে তাণ্ডব হাতির
একটি হাতি মঙ্গলবার গভীর রাতে দামোদর পেরিয়ে অন্ডালের শ্রীরামপুর মানায় ঢুকে পড়ে। স্থানীয় বাসিন্দা কৃপাল চৌধুরী ও সুকারি চৌধুরীরা জানান, বুধবার ভোর সাড়ে ৪টে নাগাদ তাঁদের পাড়ার একটি বাড়িতে ঢুকে হাতিটি তাণ্ডব চালাতে শুরু করে। তাঁরা কোনও রকমে সপরিবারে এলাকা ছেড়ে পালান। সকালে দেখা যায়, বাড়ির প্রায় অর্ধেকটাই ভেঙে দিয়েছে হাতিটি। শ্রীরামপুরের বাসিন্দা তপন মন্ডল, লালন মণ্ডল ও সপ্তম মণ্ডলদের কয়েক বিঘা জমির আলু, মটর, সরষে তছনছ করেছে সেটি। বন দফতর জানিয়েছে, সম্ভবত দলছুট হয়ে হাতিটি চলে এসেছিল। নজরদারি চলছে এলাকায়।

বনে সিকিমের মন্ত্রী
ছবি: দীপঙ্কর ঘটক।
ডুয়ার্সের সংরক্ষিত জাতীয় উদ্যানে কীভাবে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করা হয়ে তা দেখতে গরুমারা জাতীয় উদ্যান ঘুরে গেলেন সিকিমের পর্যটন এবং বনমন্ত্রী ভীম প্রসাদ ঢুংগেল। তাঁর সঙ্গে সিকিম বনবিভাগের প্রধান মুখ্য বনপাল-সহ অন্যান্য বন আধিকারিকরাও ছিলেন। মূলত যৌথ বন সুরক্ষা কমিটি, সুরক্ষা কমিটি, বনবস্তী বাসিন্দাদের দিয়ে উন্নয়নমূলক কাজে অংশ গ্রহণ করানোর মত বিষয়গুলি তাঁরা খতিয়ে দেখেন। পশ্চিমবঙ্গের বন পরিচালন ব্যবস্থা’র অভিজ্ঞতা সিকিমের বন পরিচালনায় ব্যবহার করা হবে বলে তাঁরা জানান।

পর্যটন-পরিকল্পনা
জলপাইগুড়ি শহর লাগোয়া বোদাগঞ্জের ভ্রামরী দেবীর মন্দির লাগোয়া এলাকায় পর্যটন কেন্দ্র গড়ে তুলবে বন দফতর। বুধবার ভ্রামরী দেবীর মন্দিরের মেলা উদ্বোধন করতে গিয়ে একথা ঘোষণা করেছেন রাজ্যের বনমন্ত্রী হিতেন বর্মন। বন দফতরের এলাকার মধ্যেই বোদাগঞ্জের ভ্রামরী দেবীর মন্দির অবস্থিতি। বিভিন্ন লোকগাথা এবং ঐতিহাসিক কারণে ভ্রামরী দেবীর মন্দির ইতিমধ্যেই পর্যটকদের আকর্ষণ করে। সেকথা মাথায় রেখেই এলাকায় যাওযার সড়ক সহ নানা পরিকাঠামো তৈরি করে এলাকাটিকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে বন দফতর। আগামী আর্থিক বছরের বাজেটেও এই প্রস্তাবটি রাখতে চান বলে এদিন বনমন্ত্রী জানিয়েছেন। শুধু তাই নয়, বন দফতরের এলাকার মধ্যে অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলি রয়েছে সেগুলি নিয়েও বন দফতর উদ্যোগী হবে বলে জানিয়েছেন বনমন্ত্রী। তিনি বলেন, “ভ্রামরী দেবীর মন্দিরকে কেন্দ্র করে বোদাগঞ্চ এলাকাকে পর্যটনের আকর্ষণীয় স্থানে পরিনত করা হবে। যেহেতু এলাকাটি বন দফতরের অধীনে পড়ে তাই বন দফতরই উদ্যোগী হবে। উত্তরবঙ্গের অন্যত্রও যেসব স্বাভাবিক পর্যটন কেন্দ্র রয়েছে যেগুলি বন দফতরের এলাকায় পড়ে সেখানেও একই ব্যবস্থা হবে।”

গণ্ডার শিং উদ্ধার
নকল গণ্ডারের শিং বিক্রি করতে এসে ধরা পড়ল এক চা বাগানের বাসিন্দা। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের গয়েরকাটায়। বন দফতরের জলপাইগুড়ির ডিএফও কল্যাণ দাস জানান, খালি চোখে গণ্ডারের শিং মনে হলেও পরে সেটি নকল বলে আমরা নিশ্চিত হয়েছি। ওই ব্যক্তিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বন দফতর সূত্রে জানা গেছে, বানারহাটের কাঁঠালগুড়ি চা বাগানের বাসিন্দা ধৃতের নাম রাম মহালি।

চিতাবাঘের শাবক উদ্ধার
বুধবার মালবাজার ব্লকের নিদাম চা বাগানের শিবালাইন থেকে একটি চিতাবাঘের শাবককে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিয়েছেন বাগানের শ্রমিকেরা। মা চিতাবাঘটির কাছে যাতে শাবকটিকে ফিরিয়ে দেওয়া যায় সে জন্যে শাবকটি শিবা লাইনের কাছাকাছি চা বাগানের ঝোপে রেখে নজরদারি করা হবে বন দফতরের কর্মীরা জানিয়েছেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.