রাজ্যে ‘ফুড পার্ক’ গড়ে তোলার আমন্ত্রণ পেল আইটিসি। শিলিগুড়ি, উলুবেড়িয়া ও ডায়মন্ড হারবারে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প সংক্রান্ত পার্ক তৈরির প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। মহাকরণ সূত্রের খবর, এই প্রস্তাবে খুশি আইটিসি।
বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় এক ঘন্টা বৈঠক করেন আইটিসি চেয়ারম্যান যোগী দেবেশ্বর। অবশ্য দেবেশ্বর বৈঠক শেষে মুখ খোলেননি। তবে ওই আলোচনায় উপস্থিত শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, আইটিসি এ রাজ্যে তাদের ব্যবসা বাড়াতে চায়। তবে বিনিয়োগের অঙ্ক বা কী ধরনের প্রকল্প হবে, লিখিত প্রস্তাব না-পেলে তা নিয়ে রাজ্য মন্তব্য করবে না বলে জানান তিনি। রাজ্যের শিল্পোন্নয়ন নিয়েও আইটিসি কর্তার সঙ্গে আলোচনা হয় এ দিন। পার্থবাবু জানান, শিল্পের জন্য রাজ্যের কোন পথে চলা উচিত, সে বিষয়ে দেবেশ্বর পরামর্শ দিয়েছেন।
অন্য দিকে, এ দিন শিল্পোন্নয়ন নিগমের দফতরে রাজ্যে বিনিয়োগ সম্ভাবনা খতিয়ে দেখতে জার্মানির ব্যাভেরিয়া থেকে ২৭ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে। পরে মহাকরণে পার্থবাবু বলেন, “পরিবর্তিত পরিস্থিতিতে এখানে লগ্নি করলে কী ধরনের উৎসাহ ও সহায়তা রাজ্য সরকারের কাছ থেকে মিলতে পারে, তা জানতে চান জার্মানরা। গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ তৈরি, ইঞ্জিনিয়ারিং, তথ্যপ্রযুক্তি ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে লগ্নি করার আগ্রহ প্রকাশ করেন তাঁরা।” মার্সিডিজ, ফোক্সভাগেন, অডি-সহ নামী-দামি গাড়ি সংস্থার শিকড় জার্মানিতে। তাই গাড়ি শিল্পে লগ্নি টানার জন্য উৎসাহী রাজ্য সরকার জার্মান প্রতিনিধিদের জানিয়েছে, এখানে জমি পাওয়া কোনও সমস্যা হবে না। তবে, এ কথা জানিয়ে পার্থবাবু বলেন, সিঙ্গুর প্রসঙ্গ ওঠেনি এ দিনের আলোচনায়। |