ব্যাঙ্কে পাঁচ দিনের সপ্তাহ চায় কর্মী সংগঠনগুলি। কিন্তু এই দাবি মানতে নারাজ বিভিন্ন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ফলে আন্দোলনকেই একমাত্র রাস্তা বলে মনে করছে ইউনিয়নগুলি। সংগঠনগুলির দাবি, এটিএম, ইন্টারনেটের জমানায় রোজ ব্যাঙ্ক খোলা রাখার প্রয়োজন নেই। কিন্তু তা অস্বীকার করে কর্তৃপক্ষের যুক্তি, এখনও সে জায়গায় পৌঁছয়নি ভারত। এআইবিওসি এবং স্টেট ব্যাঙ্ক অফিসার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক জি ডি নাদাফের দাবি, ব্যাঙ্কের দরজা না খুলেও পরিষেবা চালু রাখা সম্ভব। তাই সপ্তাহে দু’দিন ছুটি হলেও ব্যাহত হবে না গ্রাহক পরিষেবা। ইউনিয়নগুলি জানাচ্ছে যে, পাকিস্তান-সহ বেশ কিছু দেশে সপ্তাহে ব্যাঙ্ক খোলা থাকে পাঁচ দিনই। কর্তৃপক্ষের সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (আইবিএ)-র যুক্তি, সপ্তাহে দু’দিন ব্যাঙ্ক বন্ধ রাখার পরিস্থিতি ভারতে তৈরি হয়নি এখনও। কারণ, নেট ব্যাঙ্কিং তো দূরের কথা। এটিএম ব্যবহারে স্বচ্ছন্দ নন গ্রামাঞ্চলের গ্রাহক। এ ক্ষেত্রে ব্যাহত হবে চেক ক্লিয়ারিংও। রবিবার স্টেট ব্যাঙ্ক খুলে রাখার প্রস্তাবের বিরোধিতা করার কথা জানিয়েছে সংস্থার অফিসার সংগঠন। অফিসারদের বাড়তি সময় কাজ করানোয় মানবাধিকার কমিশনে যাওয়ার কথাও ভাবছে স্টেট ব্যাঙ্ক অফিসার্স ফেডারেশন। পেনশন বাড়াতে আন্দোলনে নামবেন বলেও জানান স্টেট ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন (বেঙ্গল সার্কেল)-এর সাধারণ সম্পাদক কল্যাণ ভৌমিক।
|
সূচক বাড়ল প্রায় ৮৫ পয়েন্ট |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রিজার্ভ বাঙ্কের ঋণ নীতি ঘোষণার পর শেয়ার বাজারে হতাশা কিছুটা কাটলেও বাজার যে এখনও চূড়ান্ত ভাবে অনিশ্চিত, বুধবার ফের তার প্রমাণ পাওয়া গেল। এই দিন সেনসেক্স ৮৪.৮৭ অঙ্ক উঠলেও সূচকের পারা ওঠানামা করেছে অত্যন্ত দ্রুত গতিতে।এই দিন লেনদেনের পুরো সময়টা জুড়েই শেয়ারের দাম দ্রুত ওঠানামা করেছে। তার সঙ্গে ঘড়ির পেন্ডুলামের মতো দুলেছে সূচক। লেনদেনের শুরু হওয়ার পর দ্রুত বাড়তে থাকে শেয়ারের দাম। তার সঙ্গে তাল রেখে সেনসেক্স উঠে যায় ১৭,৮০৯.২১ অঙ্কে। কিন্তু পরের দিকে মুনাফার টাকা তুলে নেওয়ার জন্য লগ্নিকারীদের মধ্যে শেয়ার বিক্রির হিড়িক পড়ে যায়। এর জেরে সূচক নেমে আসে ১৭,৫৭৯.৫৯ অঙ্কে। বাজার বন্ধের সময় তা উঠে থিতু হয় ১৭,৭০৭.৩২ অঙ্কে। এখনও শেয়ার বেশি দিন হাতে ধরে রাখতে ভরসা পাচ্ছেন না লগ্নিকারীরা। একটু দাম বাড়লেই তা বিক্রি করে মুনাফা তুলে নিচ্ছেন। বাজারের অনিশ্চয়তাই এর কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই অনিশ্চয়তা না-কাটা পর্যন্ত দীর্ঘকালীন ভিত্তিতে বাজারে লগ্নি আসার সম্ভাবনা কম বলেই তাঁদের ধারণা। এই দিনও বিদেশি লগ্নিকারী সংস্থাগুলিকে ক্রেতার ভূমিকাতেই দেখা গিয়েছে বলে শেয়ার বাজার সূত্রের খবর। বিশেষ চাহিদা ছিল ইনফোসিস এবং রিলায়্যান্স ইন্ডস্ট্রিজের শেয়ারের। যার ফলে ইনফোসিসের শেয়ারের দাম এই দিন বেড়ে গিয়েছে ১.৬০ শতাংশ এবং রিলায়্যান্সের ১.৫৭ শতাংশ।
|
পদ ছাড়ছেন ইয়াহু চেয়ারম্যান |
ইয়াহু-র চেয়ারম্যান পদ ছাড়ছেন রয় বস্টক। পাশাপাশি, পরিচালন পর্ষদের আরও ৩ ডিরেক্টর ব্যোমেশ জোশী, আর্থার কের্ন ও গ্যারি উইলসনও তাঁদের পদ ছাড়ার কথা ঘোষণা করেন। শেয়ারহোল্ডারদের লেখা চিঠিতে নতুন করে পর্ষদের নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন চার জনই। প্রতিযোগিতার বাজারে সংস্থাকে এগিয়ে দিতে নতুন মুখ জরুরি, সে কথা মেনে নিয়েই এই সিদ্ধান্ত, জানিয়েছেন তাঁরা। |