অবশেষে কম্পিউটার চালিত যাত্রী সংরক্ষণ কাউন্টারের উদ্বোধন হল দুবরাজপুর স্টেশনে। বুধবার দুপুর ১২টা নাগাদ এই কাউন্টারের উদ্বোধন করেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল ডিভিশনের ডিআরএম জগদানন্দ ঝা-সহ একাধিক রেল আধিকারিক। রেল সূত্র অনুযায়ী, পূর্ব রেলের অন্ডাল-সাঁইথিয়া শাখার দুবরাজপুর স্টেশনের এই কেন্দ্রটি রাজ্যের ২২১তম। ডিআরএম জগদানন্দ ঝা বলেন, “সব শ্রেণির টিকিট এই কেন্দ্র থেকে পাবেন।” |
কাউন্টারের উদ্বোধন করছেন সাংসদ শতাব্দী রায়। নিজস্ব চিত্র। |
সাংসদ বলেন, “এলাকার মানুষের সুবিধার জন্য এই কেন্দ্র খোলা হল। এখন থেকে আর কষ্ট করে কাউকে রিজার্ভেশন টিকিট করতে অন্য কোথাও যেতে হবে না।” স্টেশন সূত্রে জানা গিয়েছে, রবিবার ও ছুটির দিন বাদ দিয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৩টে থেকে ৪টে পর্যন্ত কেন্দ্র খোলা থাকবে। রেলের অনুষ্ঠানে আসার আগে দুবরাজপুরের লোবা অঞ্চলে একটি সভা করেন তিনি। সেখানে এলাকার মানুষের অভাব-অভিযোগ শোনেন। তবে লোবা অঞ্চলে প্রস্তাবিত খেলামুখ কয়লাখনিকে নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, তা নিয়ে কোনও মন্তব্য করেননি সাংসদ শতাব্দী রায়। লোবার পরে দুবরাজপুরের কুখুটিয়া উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষের উদ্বোধন করেন তিনি। ওই স্কুলঘরটি তৈরি হয়েছে সাংসদ কোটার টাকায়। |