টুকরো খবর
জলাভূমি ভরাট নিয়ে ক্ষোভ
জলাভূমি ভরাট করা নিয়ে রামপুরহাট পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে পুলিশি সাহায্য চাইলেন এলাকার ডিওয়াইএফআই এর কর্মীরা। তাঁরা মঙ্গলবার রাতে জমির চরিত্র বিচার না করে জলাভূমি ভরাটের জন্য মৌখিক ভাবে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশ বুধবার এলাকায় গিয়ে মাটি ফেলা বন্ধ করে কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসে। রামপুরহাট থানার আইসি অরুণাভ বন্দ্যোপাধ্যায় বলেন, “পুরসভার কাছে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়েছে। তাদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজ পেয়ে বিষয়টি নিয়ে অভিযোগকারীদের জানানো হবে।” রামপুরহাট পুরপ্রধান তৃণমূলের নির্মল বন্দ্যোপাধ্যায় বলেন, “যেটা পুকুর বলা হচ্ছে সেটা আদৌ পুকুর বলে রেকর্ড নেই।”

প্রশ্নোত্তর প্রতিযোগিতা
দেশের রাষ্ট্র কাঠামো সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যে জেলার বিভিন্ন ব্লক ও পুরসভা স্তরের উচ্চ মাধ্যমিক স্কুলের মূলত নবম-দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে চলছে যুব সংসদ ও প্রশ্নোত্তর প্রতিযোগিতা। আয়োজক রাজ্য সরকারের পরিষদীয় বিষয়ক বিভাগ। সোমবার ও মঙ্গলবার খয়রাশোল ব্লকের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের এ বিষয়ে প্রশ্নোত্তরের অনুষ্ঠান হয়ে গেল খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাকক্ষে। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক বিজয় বাগদী, খয়রাশোলের বিডিও উজ্জ্বল মণ্ডল, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি সমীর রায় ছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সেরা স্কুল ও ছাত্র-ছাত্রীদের নিয়ে আগামী ৯-১১ ফেব্রুয়ারি সিউড়ির বীরভূম জেলা স্কুলে জেলা স্তরের চূড়ান্ত প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।

দুটি অপমৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কৃষ্ণপদ বিশ্বাস (৫২)। বাড়ি রামপুরহাট পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের ডাক্তারপাড়ায়। স্থানীয় বাসিন্দা ও পুলিশের দাবি, বাজারে অতিরিক্ত ধার দেনা থাকায় মানসিক হতাশায় মঙ্গলবার রাতে আত্মঘাতী হয়েছেন তিনি। অন্য দিকে, পারিবারিক বিবাদের জেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী হন এক যুবক। পুলিশ জানায়, মৃতের নাম সুজিত বেহেরা (২৪)। বাড়ি রামপুরহাট থানার মল্লিকপুর গ্রামে। গুরুতর অসুস্থ অবস্থায় মঙ্গলবার রাতে ওই যুবককে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে সেথানেই তাঁর মৃত্যু হয়।

রামপুরহাটে ব্যাঙ্কে তালা
বুধবার দুপুরে পশ্চিমবঙ্গের গ্রামীণ ব্যাঙ্কের রামপুরহাট থানার নারায়ণপুর শাখায় তালা ঝোলালেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মহিলাদের একাংশ। পরে ব্যাঙ্কের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আন্দোলনরত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে ব্যাঙ্কের তালা খুলে দেন আন্দোলনকারীরা। আন্দোলনরত স্বনির্ভর গোষ্ঠীর সহিলা সদস্যদের অভিযোগ, ব্যাঙ্কের শাখা প্রবন্ধক স্বনির্ভর গোষ্ঠীর হিসাব বই নিয়ে ঠিকমতো পরিষেবা দিচ্ছেন না। ব্যাঙ্কের শাখা প্রবন্ধক প্রবীর দাস বলেন, “ব্যাঙ্কের অধীন ৩০০টি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। প্রত্যেকটি দলের হিসাব ঠিক রাখা নিয়ে কোন গণ্ডগোল বা পরিষেবা নিয়ে কোনও ক্ষোভ নেই। একাংশ তাদের দাবি মতো ব্যাঙ্ক ঋণ দেওয়ার জন্য দাবি করেন। আমি তাঁদের জানাই বাকি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার। এর পরেই তাঁরা গেটে তালা ঝুলিয়ে দেন।”

গোষ্ঠী সংঘর্ষ, গ্রেফতার ২
দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে ৬ জন আহত হয়েছেন। পুলিশ এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাড়ুই থানার লেবরা গ্রামে মঙ্গলবার রাতে একটি বৈঠককে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে বচসা ও পরে হাতাহাতি হয়। পরে বাড়িতে ঢুকে একে অন্যের বিরুদ্ধে মারধর করার অভিযোগ ওঠে। পুলিশ জানিয়েছে, উভয় পক্ষের ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।

অস্বাভাবিক মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হল রাখি মেহেনা (১৫) নামে এক কিশোরীর। তার বাড়ি নলহাটির উজিরপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩১ জানুয়ারি রাতে অগ্নিদগ্ধ অবস্থায় ওই কিশোরীকে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার সকালে সেখানেই মৃত্যু হয়েছে ওই কিশোরীর।

দুর্ঘটনায় মৃত্যু
গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম গনেশ টুডু (২৭)। বাড়ি বোরো থানা এলাকায়। গণেশবাবু বুধবার সকাল ৯টা নাগাদ সাইকেল নিয়ে বোরো বাজার যাচ্ছিলেন। বুরুডি মোড়ে উল্টো দিক থেকে বিদ্যুৎ সংস্থার গাড়ি আসছিল। ওই গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।

ছাদ থেকে পড়ে মৃত্যু
ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক গৃহবধূর। পুলিশ জানিয়েছে, নমিতা মণ্ডল (৪০) নামে ওই মহিলার বাড়ি নলহাটি থানার শাওড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বাড়ির ছাদে কাপড় মেলতে গিয়ে অসতর্কে ছাদ থেকে পড়ে যান নমিতা দেবী। মঙ্গলবার সকালে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে তাঁর মৃত্যু হয়।

কর্মশালা
উচ্চ মাধ্যমিক শুরুর আগে দুঃস্থ পরীক্ষার্থীদের নিয়ে বুধবার বিষ্ণুপুর ব্লকের রাধানগর মুক্তমঞ্চে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে কর্মশালা হয়ে গেল। সংস্থার কো-অর্ডিনেটর কাজল শর্মা জানান, দুঃস্থ ছাত্রীদের পরীক্ষার প্রস্তুতির জন্যই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। পরীক্ষায় প্রস্তুতির পাশাপাশি সংস্থাটি ওই ছাত্রীদের কলকাতা সহ বিভিন্ন নামী কলেজে ভর্তি করতেও আগ্রহী।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.