মিড-ডে মিল নিয়ে ঝামেলা, চালে আগুন
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
স্কুলে মিড-ডে মিলের রান্না কারা করবে, তা নিয়ে চার স্বয়ম্ভর গোষ্ঠীর মধ্যে গোলমাল হল পূর্বস্থলী ২ ব্লকের মুকসিমপাড়া উচ্চ বিদ্যালয়ে। তার জেরে পুড়ল রান্নাঘরের চালও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৬ ফেব্রুয়ারি স্কুলে কোন স্বয়ম্ভর গোষ্ঠী রান্না করবে তা নিয়ে একটি আলোচনাসভা হয়। ঠিক হয়, চারটি গোষ্ঠীকেই ঘুরিয়ে-ফিরিয়ে রান্নার দায়িত্ব দেওয়া হবে। মুকসিমপাড়া পঞ্চায়েত প্রধান বাবুল দাস জানান, বুধবার থেকে স্কুলে মিড-ডে মিল রান্না হওয়ার কথা ছিল। তার জন্য একটি অস্থায়ী চালা ঘরও তৈরি করা হয়। কিন্ত্র এ দিন রান্নার কাজ কারা করবে সেই নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন ওই চার গোষ্ঠীর মহিলা সদস্যেরা। বিবাদ চলাকালীন একটি গোষ্ঠী সদস্যেরা ঘরটির চালে আগুন লাগিয়ে দেয়। পরে অবশ্য স্থানীয় বাসিন্দারা আগুন আয়ত্তে আনেন। প্রধানের দাবি, যাতে চারটি গোষ্ঠীই সুষ্ঠভাবে রান্নার কাজ করতে পারেন, তার জন্য চারটি গোষ্ঠীকে নিয়েই আলোচনা শুরু করেছে পঞ্চায়েত। মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চারটি গোষ্ঠীকেই পালা করে রান্নার দায়িত্ব দিতে প্রধানকে অনুরোধ করা হয়েছে। |
খুনে অভিযুক্ত ধৃত পূর্বস্থলীতে
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
কাষ্ঠশালী মাঝেরপাড়া থেকে মঙ্গলবার রাতে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ধৃতকে কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ৬ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম হাসেম শেখ। প্রায় আড়াই বছর আগে মাজিদা এলাকার সাদ্দুল শেখ নামে এক যুবক খুনের ঘটনায় অভিযুক্ত হাসেম। এ ছাড়াও নানা দুষ্কর্মে সে অভিযুক্ত। |