টুকরো খবর
আদালত চত্বরে কর্মীদের বিক্ষোভ
তৃণমূল অনুমোদিত স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের উদ্যোগে বুধবার আসানসোল আদালত চত্বরে অবস্থান বিক্ষোভ হয়। সংগঠনের কর্মী সদস্যরা দাবি করেন, আসানসোলের প্রশাসনিক কার্যালয় গুলিকে সর্বস্তরে দূর্নীতিমুক্ত করতে হবে ও সংগঠনের কর্মীদের উপযুক্ত মর্যাদা দিতে হবে। এছাড়া সরকারি কর্মচারীদের দাবি-দাওয়া সংক্রান্ত কোনও ফাইল ফেলে রাখা চলবে না। সংগঠনের নেতা তথা আসানসোল পুরসভার মেয়র পারিষদ অভিজিৎ ঘটক অভিযোগ করেন, অনেক ক্ষেত্রেই প্রশাসনিক আধিকারিকের কাজ কর্মীদের পক্ষে যায় না। এ সব বন্ধ করার উদ্দেশেই এ দিন এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

টিএমসিপি-র মিছিলে স্কুলের পড়ুয়া, বিতর্ক
সুশান্ত ঘোষের জামিনের বিরোধিতায় টিএমসিপি-র মিছিল নিয়ে বিতর্ক ছড়াল। বুধবার দলের জেলা কার্যকরী সভাপতি আলেয়া পারভিন ও টিডিবি কলেজের ছাত্র সংসদের সম্পাদক সুমন্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কলেজের ছাত্রছাত্রীরা ছাড়াও জেকে নগর উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা মিছিলে যোগ দেয়। সিপিএমের এক স্থানীয় নেতার অভিযোগ, জোর করে ওই পড়ুয়াদের মিছিলে নিয়ে যাওয়া হয়েছে। এ দিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক স্কুল ছাত্রের দাবি, প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই তারা মিছিল গিয়েছে। যদিও স্কুলের প্রধান শিক্ষক আশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এ রকম কোনও কিছু তাঁর জানা নেই। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অশোক রুদ্র বলেন, “যদি কাউকে জোর করে মিছিলে নিয়ে যাওয়া হয়ে থাকে, তা ঠিক হয়নি। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”

ফাঁড়ির ওসি-কে মারধরের নালিশ
রানিগঞ্জের নিমচা ফাঁড়ির ওসি ও তাঁর গাড়ির চালককে মারধর ও ওসি-র পিস্তল কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ দামরার কাছে মাতৌরি মোড়ে। ওসি মনোজিৎ ধাড়া অভিযোগ করেন, এ দিন রাতে তিনি এক পুলিশ কর্মীকে বাড়ি ফিরছিলেন। নান্নে সিংহ, পাপ্পু ধারী ও টিঙ্কু ধারী নামে তিন যুবক বাইক নিয়ে রাস্তা আটকে দাঁড়িয়েছিল। তিনি তাদের সরে যেতে বলতেই তারা পাল্টা গালিগালাজ শুরু করে। তাঁর পিস্তলটি কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। কোনও ক্রমে তিনি পালিয়ে বাঁচেন। আসানসোলের এডিসিপি (ট্রাফিক) ভাস্কর মুখোপাধ্যায় জানান, পুলিশ নিজে থেকে একটি মামলা করেছে। ঘটনার তদন্ত চলছে।

স্কুল উন্নয়নে ডিএসপি
স্কুলের পরিকাঠামো উন্নয়নে এগিয়ে এলেন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (ডিএসপি) কর্তৃপক্ষ। দুর্গাপুর টিএন হাই স্কুল গড়ে ওঠে ১৯৪১ সালে। ১৯৪৩ সালে সেটি সরকারি অনুমোদন পায়। উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয় ১৯৫৭ সালে। বর্তমানে ওই স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় ১৪০০। দিন দিন সংখ্যা আরও বাড়ছে। স্কুল কর্তৃপক্ষ পরিকাঠামোর উন্নয়নে অর্থ ব্যয়ের আর্জি জানিয়েছিলেন ডিএসপি কর্তৃপক্ষের কাছে। ডিএসপি তার সিএসআর প্রকল্পে ওই স্কুলে গ্রন্থাগার ভবন, পাঠকক্ষ, কম্পিউটর ল্যাবরেটরি, প্রেক্ষাগৃহ প্রভৃতি গড়ে দেয়। উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার এগজিকিউটিভ ডিরেক্টর (মেটিরিয়ালস ম্যানেজমেন্ট) শান্তনু চক্রবর্তী বলেন, “এলাকার স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে থাকে ডিএসপি। এটিও তেমনই এক উদ্যোগ।”

জলসঙ্কট নিয়ে বিক্ষোভ উখড়ায়
শীত শেষ হতে না হতেই পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে অন্ডালের উখড়া পঞ্চায়েত এলাকায়। প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবিতে বুধবার সিপিআই (এমএল)-র নেতৃত্বে বাসিন্দারা উখড়া পঞ্চায়েত কার্যালয়ে বিক্ষোভ দেখান। দলের নেতা কালিয়া বাউরির অভিযোগ, উখড়ায় জলসঙ্কট সব সময়ই কম-বেশি থাকে। গ্রীষ্মে তা তীব্র আকার নেয়। প্রতি বছর প্রতিশ্রুতি মেলে। কিন্তু পরিস্থিতির কোনও পরিবর্তন হয় না। সাত দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলন হবে। পঞ্চায়েত সূত্রে জানানো হয়েছে, সমস্যা সমাধানের উদ্যোগ হয়েছে।

ঘরে আগুন কাঁকসায়
আগুনে পুড়ে ভস্মীভূত হল আটটি খড়ের চালের ঘর। মঙ্গলবার গভীর রাতে কাঁকসা থানার ত্রিলোকচন্দ্রপুর হাটের আটটি চালাঘর আগুনে ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দমকলের একটি ইঞ্জিন আধঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। কী ভাবে আগুন লাগল পুলিশ তা খতিয়ে দেখছে।

পরিত্যক্ত খনিতে দেহ
একটি পরিত্যক্ত অবৈধ খনিতে এক ব্যক্তির দেহ মিলল। বুধবার ঘটনাটি ঘটেছে পরিহারপুর হাসিপাড়ার কাছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জাফরুল মিঞা (৩২)। তিনি হাসিপাড়ার বাসিন্দা। মৃতদেহটি ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে আসানসোল মহকুমা হাসপাতালে। সংশ্লিষ্ট শ্রীপুর এরিয়ার জিএম সুজিত সরকার জানান, পরিত্যক্ত খনি থেকে মৃতদেহটি পাওয়া গিয়েছে। তাঁরা পুলিশকে সঙ্গে নিয়ে দ্রুত খনির খাদ ভরাট করে দেবেন।

গ্যাসে আগুন
লাউদোহা (ফরিদপুর) থানার লবণাপাড়া গ্রামে একটি বেসরকারি সিএনজি-গ্যাস সরবরাহকারী সংস্থায় গ্যাসের পাইপলাইনে আগুন ধরে যায় বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ। এতে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন। তবে তড়িঘড়ি ওই সংস্থা গ্যাস সরবরাহ নিয়ন্ত্রণ করতেই আগুন আয়ত্তে চলে আসে।

শৌচাগারের দাবি
একটি কমিউনিটি শৌচাগারের দাবি জানালেন পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের রাতুরিয়া হাউসিং সংলগ্ন বস্তির বাসিন্দারা। পুরসভার ডেপুটি মেয়র শেখ সুলতান জানান, বস্তিতে কমিউনিটি শৌচাগার গড়ে দেওয়া সিদ্ধান্ত হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.