খেলার টুকরো খবর
|
দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
দ্বিতীয় ডিভিশন ক্রিকেটে ভাতছালা ইউনাইটেড ক্লাব ৩ উইকেটে হারিয়েছে গলসি উদয়ন সঙ্ঘকে। প্রথমে গলসি ৯ উইকেট হারিয়ে ৩০ ওভারে ১২৩ রান করে। দলের রামসাত্বিক বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ ২৬ রান করেন। ভাতাছালার হয়ে বুদ্ধদেব পাল ১৫ রানে ২ উইকেট ও কার্তিক রাউত ৩০ রানে ২ উইকেট দখল করেন। পরে ভাতছালা করে ২০ ওভারে ১২৪-৭। দলের সুমিত মিত্র করেন ২৬। গলসির দেবজ্যোতি মিশ্র ২০ রানে ৩ ও অয়ন কোলে ২১ রানে ২ উইকেট দখল করেন।
|
হারল গন্তার
নিজস্ব সংবাদদাতা • মন্তেশ্বর |
পিপলন রামকৃষ্ণ সঙ্ঘ পরিচালিত ফুটবল প্রতিযোগিতায় জয়ী হল বর্ধমান লোক চারতলা ক্লাব। মঙ্গলবার ফাইনালে তারা টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় গন্তার বিবেকানন্দ ক্লাবকে। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। এ দিন মাঠে হাজির ছিলেন ফুটবলার বিদেশ বসু, সুনীল ঘোষ প্রমুখ। উদ্যোক্তাদের তরফে ধনঞ্জয় সামন্ত বলেন, “জেলার ১২টি দল নিয়ে প্রতিযোগিতাটি হয়। এ বার এই প্রতিযোগিতার ৪০তম বর্ষ।
|
জয়ী সিইও একাদশ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
সম্প্রতি দুর্গাপুর স্টিল প্ল্যান্টের (ডিএসপি) সিইও একাদশ এবং পুলিশ কমিশনার একাদশের মধ্যে প্রীতি ম্যাচ আয়োজিত হল নেহেরু স্টেডিয়ামে। ডিএসপি-র সিইও পিকে বাজাজ এবং পুলিশ কমিশনার অজয় নন্দ নিজের নিজের দলকে নেতৃত্ব দেন। সিইও একাদশ ৩ রানে হারায় পুলিশ কমিশনার একাদশকে। ম্যাচের সেরা পুলিশ কমিশনার অজয় নন্দ।
|
স্মৃতি ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
রঘুনাথপুর সম্মিলনী ক্লাব আয়োজিত নবীন মুখোপাধ্যায় স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতার প্রথম সেমি ফাইনালে জয়ী হল সেকেন্ডারি টাইগার। বুধবার তারা উজ্জ্বল সঙ্ঘকে ৫৬ রানে হারিয়ে ফাইনালে গেল। প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে সেকেন্ডারি টাইগার ১৬৪ রান তোলে। জবাবে উজ্জ্বল সঙ্ঘ ১০৮ রানে শেষ হয়ে যায়।
|
নকআউট ফুটবল
নিজস্ব সংবাদদাতা • চিত্তরঞ্জন |
৬৮তম আন্তঃরেল লিগ কাম নকআউট ফুটবল প্রতিযোগিতায় বুধবার চিত্তরঞ্জন ওভাল মাঠের প্রথম খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়। সিএলডব্লিউ এবং মেট্রো রেলের খেলায় কোনও গোল হয়নি। এই মাঠে দ্বিতীয় খেলায় জয়ী হয় পশ্চিম রেল। তারা এনইআর-কে ৪-০ গোলে হারায়। দু’টি গোল করেন পি বিনয়।
|
আন্তঃএরিয়া ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ইসিএলের আন্তঃএরিয়া ক্রিকেট প্রতিযোগিতায় বুধবারের খেলায় জয়লাভ করে সাতগ্রাম এরিয়া। আসানসোল স্টেডিয়ামের খেলায় তারা সোদপুর এরিয়াকে ৬ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে সোদপুর সব উইকেট হারিয়ে ১০৭ রান করে। জবাবে ৪ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় সাতগ্রাম। ম্যাচের সেরা হন বিজয়ী দলের দেবাশিস মুখোপাধ্যায়।
|
সেল আইএসপি জয়ী
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
ইউজিসিসি আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় মঙ্গলবারের খেলায় সেল আইএসপি ৭৮ রানে হারায় বাঁকোলা সিসি-কে। উখড়া মাঠের খেলায় প্রথমে ব্যাট করে সেল আইএসপি সব উইকেট হারিয়ে ১৯২ রান করে। জবাবে বাঁকোলা সিসি ১১৪ রানে গুটিয়ে যায়। ম্যাচের সেরা বিজয়ী দলের সুরজিৎ দাস।
|
জয়ী পারু ধাওড়া
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
দেবাশিস ঘটক ও রবীন কাজ স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় বুধবারের খেলায় বিজয়ী হল পারু ধাওড়া। তারা নন্ডী গ্রামকে ৬ রানে হারায়। প্রথমে ব্যাট করে পারু ধাওড়া সব উইকেট হারিয়ে ৯৩ রান করে। জবাবে নন্ডী ৮৭ রানে শেষ হয়ে যায়।
|
জয়ী বর্ধমান
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
এবিটিএ আয়োজিত রাজ্য অ্যাথলেটিক্স মিটে পর পর পাঁচ বার চ্যাম্পিয়ন হল বর্ধমান। কৃষ্ণনগরে অনুষ্ঠিত এই মিটে বর্ধমান মোট ৩৯ পয়েন্ট পেয়েছে। রানার্স হুগলি পেয়েছে ৩৪ পয়েন্ট। বর্ধমানের হয়ে আসিফ জামাল, চাঁপা দাস, বিমল মালিক, তাপস কাঁড়ি বিশেষ কৃতিত্ব দেখান।
|
|