টুকরো খবর
জোর করে নির্বীজকরণ, গ্রেফতার আরও এক
জোর করে অসুস্থ মানুষদের নির্বীজকরণের চেষ্টার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। এ ছাড়া এই ঘটনায় জড়িত আরও তিনজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গত রবিবার উচ্চর ২৪ পরগনার সন্দেশখালির হাটগাছা স্বাস্থ্যকেন্দ্রে জোর করে অসুস্থ মানুষকে এনে নির্বীজকরণ করা হচ্ছে এই অভিযোগে এজেন্ট কৃষ্ণ শীল ও চিকিৎসককে ঘেরাও করেন গ্রামবাসীরা। পরে অভিযোগের ভিত্তিতে কৃষ্ণ শীলকে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে দু’জনকে গ্রেফতার করা হল। এ দিকে সংশ্লিষ্ট ওই চিকিৎসক শিবপদ বিশ্বাস বলেন, “একজন চিকিৎসক আমার কাছে নির্বীজকরণের প্রশিক্ষণ নিতে এসেছিলেন। তিনিই আমার কাছে কয়েকজনকে পাঠান। তবে এ বার যাঁদের আনা হয়েছিল তাঁদের দেখে আমার সন্দেহ হয়, সেই কারণে অপারেশন তো দূরের কথা, হাসপাতালের খাতায় তাঁদের নাম পর্যন্ত লিখিনি। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ যে সত্যি নয়, তা পুলিশকে বলেছি। স্বাস্থ্যকর্তাদেরও সব জানাব।” অন্যদিকে গ্রামবাসীদের অভিযোগ, টাকার লোভে বেশ কিছুদিন ধরেই এখানে অসুস্থ কিংবা হাবাগোবা কিছু মানুষকে ধরে এনে দালাল ও এক শ্রেণির স্বাস্থ্যকর্মী অপারেশন করিয়ে মোটা টাকা আয় করছেন। তাঁদের দাবি, অবিলম্বে এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ দিন কৃষ্ণ শীল-সহ ধৃত ২ জনকে আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন। নির্বীজকরণের জন্য নিয়ে আসা অসুস্থ ১৬ জনকে ছেড়ে দেওয়া হয়।

প্রসবের সময়ে শিশুর মৃত্যু কালনার স্বাস্থ্যকেন্দ্রে, ক্ষোভ
আটঘড়িয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। নিজস্ব চিত্র।
প্রসবের সময়ে শিশুমৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল। সোমবার সকালে কালনা-১ ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে স্থানীয় আটঘড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ জানান স্থানীয় বেগপুর পঞ্চায়েতের রামপুর গ্রামের বরকত আলি শেখ। জেলার সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছেও একই অভিযোগ জানিয়েছেন তিনি। ব্লক স্বাস্থ্য আধিকারিক সুভাষচন্দ্র মণ্ডল বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।”বরকতের অভিযোগ, প্রসব বেদনা শুরু হওয়ায় রবিবার ভোর সাড়ে চারটে নাগাদ তিনি তাঁর মেয়ে পারভিন বেগমকে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করান। দুপুর ৩টে পর্যন্ত পারভিনকে পরীক্ষা করে চিকিৎসক আশ্বাস দেন, মা ও শিশু সুস্থ রয়েছে। কিন্তু বিকেল ৪টে নাগাদ জানানো হয়, পারভিন মৃত সন্তান প্রসব করেছেন। বরকতের কথায়, “স্বাস্থ্যকেন্দ্র থেকে বলা হয়, প্রসবের সময়ে শ্বাসকষ্টজনিত কারণে শিশুটির মৃত্যু হয়েছে। শিশুর অঙ্গপ্রত্যঙ্গ সঠিক অবস্থানে ছিল না বলেও জানায় তারা।” তাঁর প্রশ্ন, “ওর অবস্থা পুরোপুরি জেনেও মহকুমা বা জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হল না কেন?” সকালেই স্বাস্থ্যকেন্দ্রে জড়ো হন তৃণমূলের বেশ কিছু লোকজন। স্থানীয় নেতা হারান শেখ দাবি করেন, “স্বাস্থ্যকেন্দ্র তৎপর হলে হয়তো শিশুটিকে বাঁচানো যেত। আমরাও বিষয়টির তদন্তের দাবি জানাচ্ছি।”

বৈদ্যবাটিতে স্বাস্থ্যমেলা
বৈদ্যবাটি পুরসভার পরিচালনায়, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যয়ের উদ্যোগে ‘পরিবার কল্যাণ এবং স্বাস্থ্য মেলা’ সোমবার শেষ হল। কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তায় গত শনিবার থেকে ওই মেলা চলে নওগাঁর কে ডি পাল বিদ্যালয় প্রাঙ্গণে। উদ্বোধন করেন কল্যাণবাবু। জেলার একাধিক বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন ওয়ালশ হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট চিকিৎসক জয়ন্ত সান্যাল প্রমুখ। এলাকার অনেক বিশিষ্ট চিকিৎসকও উপস্থিত ছিলেন। উদ্যোক্তাদের তরফে বৈদ্যবাটির পুরপ্রধান অজয়প্রতাপ সিংহ জানান, মেলার দিনগুলিতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়েছিল। ওষুধও এবং চশমা দেওয়া হয় নিখরচায়। পাশাপাশি, থ্যালাসেমিয়া-বাহক নির্ণয় পরীক্ষা করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, অন্যান্য রোগ নির্ণয় পরীক্ষাও হয়। বিভিন্ন অসুখ ও তার প্রতিকার নিয়ে আলোচনা হয়। বেবি শো-এরও আয়োজন ছিল। স্বাস্থ্য সম্বন্ধীয় তথ্যচিত্র দেখানো হয়। নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অজয়প্রতাপবাবুর দাবি, “তিন দিনে পাঁচ হাজারেরও বেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.