টুকরো খবর
কুপিয়ে খুন
ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে এক যুবকের খুনের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার রাজগঞ্জ থানার মাঝিয়ালি অঞ্চলের ভুটকির গৌরমোটাগছ এলাকায় ঘটনাটি ঘটেছে। এ দিন সকাল ৯ টা নাগাদ ওই যুবকের বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে সাহুভ্যালি চা বাগানের ৮ নম্বর ডিভিশন থেকে তাঁর ক্ষতবিক্ষত অর্ধনগ্ন দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় বাগানের এক আদিবাসী দম্পতিকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, পেশায় কাঠমিস্ত্রি ওই যুবকের নাম নিরঞ্জন রায় (২৭)। বাড়ি ওই এলাকাতেই। খবর পেয়ে এ দিন ঘটনাস্থলে যান জেলা পুলিশের পদস্থ কর্তারা। কুকুরও নিয়ে আসা হয়। জেলা পুলিশের এক কর্তা বলেন, “ঘটনায় জড়িত সন্দেহে এক আদিবাসী দম্পতিকে আটক করা হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে ওই যুবক স্ত্রীকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। ওই সময় স্বামী-স্ত্রীর মধ্যে কোনও বিষয়ে নিয়ে কথাকাটি হওয়ায় রাগ করে সাইকেল নিয়ে বার হয়ে যান। রাতে আর বাড়ি ফেরেনি। রাতভর খোঁজাখুজি করে তাঁর কোনও সন্ধান মেলেনি। এ দিন সকাল ৯ টা নাগাদ বাগানের শ্রমিকরা বাগানে কাজে গিয়ে বাগানের ভিতরে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখেন। বাগানের মালিককে বিষয়টি জানানোর পরে বাগান মালিক রাজগঞ্জ পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ জানিয়েছে, তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। গায়ে শার্ট, সোয়েটার থাকলেও নিম্নাঙ্গে কোনও পোষাক ছিল না। দেহের পাশে প্যান্ট, অন্তর্বাস ও চপ্পল পড়েছিল। কিন্তু তাঁর সাইকেলটি পাওয়া যায়নি।

ভেস্তে গেল ত্রিপাক্ষিক
মালিকপক্ষ ২০০ টাকার বেশি বেসিক দিতে রাজি না-হওয়ায় চা বাগানের সাব স্টাফদের বেতন বৃদ্ধি সংক্রান্ত ত্রিপাক্ষিক বৈঠক ভেস্তে গেল। সোমবার রাজ্য শ্রম দফতরের উদ্যোগে শিলিগুড়ি মহকুমা পরিষদ হলে ওই ত্রিপাক্ষিক বৈঠক হয়। শ্রম দফতরের অ্যাডিশনাল কমিশনার সুবল বিশ্বাসের সভাপতিত্বে বৈঠক হয়। কনসালটেটিভ কমিটি অব প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষে মনোজিৎ দাশগুপ্ত, ট্রেড ইউনিয়নের পক্ষে চিত্ত দে, সমীর রায়, অলক চক্রবর্তী, সাংসদ মনোহর তিরকি, জিয়াউল আলম, তেজকুমার টোপ্পো, জয়েন্ট লেবার কমিশনার মহম্মদ রিজওয়ান-সহ অন্যান্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। ট্রেড ইউনিয়ন নেতারা সাব স্টাফদের বেসিক ২৩ টাকার বেশি রাখার দাবি জানান। অন্যদিকে, মালিকপক্ষ ২ হাজার টাকার বেশি দিতে রাজি হননি। জয়েন্ট লেবার কমিশনার বলেন, “আজকের বৈঠক ফলপ্রসু হয়নি। তবে পরবর্তী বৈঠকে নিশ্চয়ই সমস্যা মিটে যাবে। শ্রম দফতরের পক্ষ থেকে এই ব্যাপারে চেষ্টা চলছে।” আইএনটিইউসি’র দার্জিলিং জেলার সভাপতি অলক চক্রবর্তী বলেন, “মালিকপক্ষ নিজেদের স্বার্থ দেখছেন। সাব স্টাফদের সমস্যা বোঝার চেষ্টা করছেন না। শ্রমিকদের মজুরি বৃৃদ্ধি নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকেও এই ঘটনা দেখা গিয়েছে। সাব স্টাফদের ক্ষেত্রেও সেটাই আজ হল। আমরা আশাবাদী, মালিকপক্ষ দাবি মেনে নেবেন।”

চালককে ধরল পুলিশ
ট্রাফিক হোমগার্ডকে চাপা দিয়ে পালানোর দুই দিন পর পিকআপ ভ্যানের চালককে গ্রেফতার করল পুলিশ। সোমবার দুপুরে রাজগঞ্জের ভুটকি থেকে ওই চালককে ধরে শিলিগুড়ি থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃত মহম্মদ আলির বাড়ি ভুটকিতে। শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ শিলিগুড়ির হাসমিচকে পিকআপ ভ্যানের ধাক্কায় ট্রাফিক হোমগার্ড নৃপেন ঘোষের (৫০) মৃত্যু হয়। ঘটনার পর পিকআপ ভ্যান নিয়ে চালক পালিয়ে যায়। ট্রাফিক কর্মীদের সামনে থেকে কীভাবে পিকআপ ভ্যানটি পালিয়ে গেল তা নিয়ে প্রশ্ন ওঠে। ওইদিন রাতে পিকআপ ভ্যানটিকে আটক করে পুলিশ। রবিবার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি সঞ্জয় সিংহ। এদিন সকালে চালককে গ্রেফতার করা হয়। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “চালকের খোঁজ পাওয়ার পরই ভুটকিতে অভিযান চালানো হয়।”

কচুবাড়িতে জলসা
পির কমরুল হক উলুমের ৭৬ তম মৃত্যু দিবস উপলক্ষে আজ, মঙ্গলবার থেকে দু’দিন ব্যাপী বিধাননগরের কচুবাড়িতে এক জলসা শুরু হচ্ছে। স্থানীয় মাদ্রাসা কমিটির উদ্যোগে ও ব্যবস্থাপনায় ওই পির সাহেবের মাজার শরিফে অনুষ্ঠান হবে। কমিটি সভাপতি মহম্মদ সাত্তার জানান, প্রতি বছর এই দিন খুব বড় ধরনের জলসার আয়োজন করা হয়ে থাকে। বিভিন্ন জাতিধর্মের প্রচুর লোকের সমাগম হয় এতে। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার বিখ্যাত আলেমগন থাকেন। বিভিন্ন ধর্মীয় বিষয়ের উপর আলোচনা হয়। এই উপলক্ষে দু’দিন মেলাও বসে। গরিব-দুঃখীদের খাওয়ানোর ব্যবস্থা হয়।

দুর্ঘটনা
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটে এনজেপি পুলিশ ফাঁড়ির জলেশ্বরী মোড়ে। মৃত নিতাই মণ্ডল (৪০)-এর বাড়ি ঠাকুরনগরে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.