তরজা খাদ্য ভবনে |
খাদ্যভবনে সোমবার কৃষকদের দাবি-দাওয়া নিয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে
দরবার করতে গিয়েছিল বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের নেতৃত্বে বামফ্রন্টের
পরিষদীয় প্রতিনিধিদল। বৈঠকের পরে দু’তরফের বক্তব্যের নির্যাস
|
জ্যোতিপ্রিয় |
সূর্যকান্ত |
ওঁরাই ৩৪ বছরে খাদ্য দফতরের তহবিল শূন্য করে গিয়েছেন! এখন ধান-চাল সংগ্রহে সব চেয়ে বড় সমস্যা অর্থের। মুখ্যমন্ত্রীর বদান্যতায় ইসিএসসি ৩৫ কোটি এবং বেনফেড, কনফেড ৫ কোটি করে ১০ কোটি টাকা পেয়েছে। রাজ্যে ধান-চাল সংগ্রহের জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে এক হাজার কোটি টাকা অগ্রিম চেয়েছি। |
রাজ্যের দাবি নিয়ে কেন্দ্রের কাছে দরবার করতে যেতে রাজি। ওঁরা চাইলে সহযোগিতা করতে প্রস্তুত। মন্ত্রীর নেতৃত্বেই আমরা সকলে দিল্লি যেতে পারি। |
দিল্লিতে লবি না-থাকলে টাকা পাওয়া যায় না। আমরা পাইনি। অন্য রাজ্য কিন্তু একই খাতে টাকা পেয়েছে। |
ন্যায়সঙ্গত দাবির কথা বলতে লবি লাগবে কেন? তা ছাড়া, ওঁদের চেয়ে বড় লবি আর কার আছে? এনডিএ এবং ইউপিএ, দুই আমলেই এত বড় লবি আর কারও ছিল না! মুখ্যমন্ত্রী আপত্তি করলে বিদেশের ব্যাপারে সিদ্ধান্ত স্থগিত হয়ে যায়! এই কাজটা করা যাবে না? |
|
সর্বদল প্রতিনিধিদের দিল্লি পাঠানো মুখ্যমন্ত্রী বা স্পিকারের বিষয়। খাদ্য দফতরের কিছু করার নেই। |
মুখ্যমন্ত্রীকে উনি নোট পাঠাবেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে উনি কী জানান, দেখা যাক। |
বামেদের আমলে ইসিএসসি লোহাচুরের ব্যবসা করতে গিয়ে ৩২৮ কোটি টাকার চুরির ঘটনা ঘটাল! তার ফলে এখন ৮টি ব্যাঙ্কের সঙ্গে মামলা চলছে তাদের। কোথাও ধার পায় না ইসিএসসি। |
তদন্ত করুন। বসে আছি পথ চেয়ে! ফাইল পাচ্ছেন না, রিপোর্ট পাচ্ছেন না, এই সব বলছেন! ৪০ বছর আগের ঘটনা থেকে তদন্ত শুরু করেছেন। ২০১২ সালে কবে আসবেন, সেটা দেখতে হবে! |
জেলাশাসক, বিডিও, পুলিশ সব ক্ষেত্রে তদন্ত করে দেখেছে মাত্র একটি ক্ষেত্রে ধানের দাম না-পেয়ে কৃষক আত্মহত্যা করেছেন। বাকি সব ক্ষেত্রে বিষয়টি অন্য রকম। কেউ ছেলেকে ডাক্তারি পড়াতে, কেউ জামাইকে বিদেশে পাঠাতে প্রচুর ঋণ নিয়েছেন। তা শোধ করতে পারেননি। আবার লিভার সিরোসিসেও অনেকের মৃত্যু হয়েছে। |
আত্মঘাতী ৩১ জন কৃষকের নাম-ঠিকানা এ দিনও জমা দিয়েছি। যে এক জন দাম না-পেয়ে আত্মহত্যা করেছেন বলে সরকারের বক্তব্য, তাঁর নাম জানান দয়া করে! এই ৩১ জনের মধ্যে কোন জন? আর মুখ্যমন্ত্রী যখন এক জনের আত্মহত্যার কথা বলেছেন, অন্য কার ঘাড়ে ক’টা মাথা যে বেশি বলবেন! |
আমার অধিকাংশ যুক্তি বাম নেতারা মেনে নিয়েছেন। ভুল তথ্য নিয়ে দাবি জানালে তো মানা যাবে না! |
যদি এমন বলে থাকেন, তা হলে আমাদের ভাবতে হবে এর পরে খাদ্য ভবনে কী ভাবে দাবি জানাতে যাওয়া হবে। বা আদৌ যাওয়া হবে কি না। |