টুকরো খবর
চার কলেজে প্রার্থী নেই এসএফআইয়ের
আসন্ন কলেজ ভোটে চারটি কলেজে প্রার্থী দিতে পারল না এসএফআই ও ছাত্র পরিষদ। সোমবার কল্যাণী কলেজ, হরিণঘাটা কলেজ, চাকদহ কলেজ ও আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজের ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। ওই চারটি কলেজেই এসএফআই ও ছাত্র পরিষদ কোনও প্রার্থী দিতে পারেনি। গত বছর কল্যাণী কলেজ, হরিণঘাটা কলেজ, ও চাকদহ কলেজ ছিল ছাত্র পরিষদের দখলে। কেবল আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজ ছিল ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদের দখলে। ছাত্র পরিষদের রাজ্য কমিটির সম্পাদক অর্ঘ্য গন বলেন, “ওই চারটি কলেজে প্রার্থী দেব কী করে? তৃণমূল ছাত্র পরিষদের সন্ত্রাসে আমাদের কর্মীরা কলেজে ঢুকতেই পারছেন না।” এসএফআই-এর জেলা সম্পাদক কৌশিক দত্ত বলেন, “বিধানসভা ভোটের পর থেকেই আমাদের ছেলেরা প্রায় কলেজ ছাড়া। বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে।” তবে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি জয়ন্ত দাস পাল্টা বলেন, “এ সব মিথ্যা অভিযোগ। ছাত্র-ছাত্রীরা আর ওদের সঙ্গে নেই বলেই ওরা প্রার্থী দিতে পারছে না।”

সিটুর অধিবেশন
শুরু হল দু’দিন ব্যাপি সিটুর রাজ্য কাউন্সিল অধিবেশন। কল্যাণীতে সোমবার থেকে ওই অধিবেশন শুরু হয়েছে। সংগঠনের রাজ্য সভাপতি শ্যামল চক্রবর্তী, সম্পাদক কালী ঘোষ, সাংসদ বাসুদেব আচারিয়া-সহ বিশিষ্ট নেতারা উপস্থিত ছিলেন। শ্যামলবাবু বলেন, “রাজ্যে একটা পাগলামির সরকার চলছে। ওদের কোনও দিশা নেই। মনেই হয় না সরকার আছে।” তিনি আরও বলেন, “রাজ্যে ৩০ জন কৃষক আত্মহত্যা করেছে। কিন্তু সরকার মাত্র এক জনকে স্বীকার করেছে। আমাদের শাসনকালে এক জন কৃষক আত্মহত্যা করলেও সংবাদমাধ্যম সেটাকে বড় করে দেখাত।”

পুরসভায় বিক্ষোভ
জওহরলাল নেহরু ন্যাশনাল আরবান অ্যান্ড রুরাল মিশনে বরাদ্দ টাকা না মেলার অভিযোগে কল্যাণী পুরসভার সামনে সোমবার বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাঁদের অভিযোগ, আবেদন করার পরেও তাঁরা ওই টাকা পাচ্ছেন না। এ ব্যাপারে পুরসভাকে জানানো হলেও কোনও লাভ হয়নি। কল্যাণীর পুরপ্রধান তৃণমূলের প্রদীপকুমার শূর বলেন, “আমরা বছর দেড়েক হল ক্ষমতায় এসেছি। গত মার্চ পর্যন্ত এই প্রকল্পে ১২ কোটি টাকা দেওয়া হয়েছে। টাকা আসতে দেরি হচ্ছে বলেই সমস্যা হচ্ছে। টাকা এলেই সকলকে টাকা দেওয়া হবে।” এ দিন সকালে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করলে উপপ্রধান সুশীলকুমার তালুকদার-সহ অন্যান্য পুরকর্তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তাঁদের আশ্বাস পেলে বিক্ষোভ তুলে নেওয়া হয়। সুশীলবাবু বলেন, “বাড়ি তৈরি করতে এক লক্ষ ৬৮ হাজার টাকা করে পাঁচ দফায় দেওয়ার কথা। ২-৩ দফার টাকা আমরা পেয়ে গিয়েছি। বাকিদেরও টাকা দেওয়া হবে।”

সদ্যোজাতের দেহ উদ্ধার
ঘাটবন্দর এলাকায় ভাগীরথীর পাড় থেকে একটি সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে। সোমবার সকাল ১১টা নাগাদ বহরমপুর-লালবাগ যাওয়ার তৃতীয় সড়কের পাশেই নির্মল শিশুউদ্যান লাগোয়া ভাগীরথী পাড়ে ওই শিশুর মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ওই মৃতদেহটি একটি চটের ব্যাগের মধ্যে ছিল। খাগড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়না-তদন্তের জন্য উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ জানায়, সদ্যোজাত ওই শিশুকন্যার মুখে ও মাথায় ক্ষতচিহ্ন রয়েছে। তবে ঝোলায় ভরে ফেলে দেওয়ার সময়ে চোট লেগেছে বলে অনুমান। পুলিশ জানিয়েছে তদন্ত চলছে।

দাবার পুরস্কার
কেকেএম দাবা প্রতিযোগিতার সেরাদের রবিবার পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতার অনূর্ধ্ব ১২ বিভাগে সেরার পুরস্কার পেল অনিন্দ্য ঘোষ। দ্বিতীয় স্থান পেয়েছে অভিজিৎ পাল। অনূর্ধ্ব ১৬ বিভাগে সেরা হয়েছে ইমরান শেখ। দ্বিতীয় স্থান পেয়েছে সাদেকুল শেখ। সাধারণ বিভাগে প্রথম হয়েছে অভিজিৎ সরকার। এই প্রতিযোগিতায় বিশেষ ভাবে পুরস্কৃত করা হয় লালগোলা মুক্ত কারার সায়েদুল ইসলামকে। গত শুক্র ও শনিবার লালগোলায় এই দাবা প্রতিযোগিতা হয়।

অস্বাভাবিক মৃত্যু ছাত্রের
অস্বাভাবিক মৃত্যু হল সুভাষ মণ্ডল (১৪) নামে এক ছাত্রের। বেলডাঙার বিশুরপুকুর গ্রামের বাড়ি থেকে রবিবার গলায় ফাঁস লাগানো দেহটি পাওয়া যায়। দশম শ্রেণির ছাত্র সুভাষকে বেলডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। সোমবার দেহটির ময়না-তদন্ত হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছে সে।

কান্দিতে যানজট
একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরে ধাক্কা মারলে তিন ঘণ্টা যানযট হয় কান্দির রসড়ায়। সোমবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত কান্দি-সালার রাজ্য সড়কে যান চলাচল বন্ধ থাকে। পুলিশ ও স্থানীয়দের উদ্যোগে পরে যান চলাচল স্বাভাবিক হয়।

অবরোধ
৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণে অধিকৃত জমির ক্ষতিপূরণে র দাবিতে বিক্ষোভ দেখাল সারা বাংলা কৃষিজীবী, বাস্তু ও জীবন জীবিকা রক্ষা কমিটি। সোমবার সকালে শান্তিপুরের গোবিন্দপুরে আধ ঘণ্টা পথ অবরোধ করে তারা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.