টুকরো খবর |
সালিশি ঘিরে সংঘর্ষ তৃণমূল ও সিপিএমে
নিজস্ব সংবাদদাতা • মোহনপুর |
পারিবারিক সমস্যা নিয়ে তৃণমূলের নেতৃত্বে একটি সালিশি সভাকে কেন্দ্র করে তৃণমূল ও সিপিএমের মধ্যে সংঘর্ষ বাধল পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের রাজনগর গ্রামে।
সোমবার বিকেলের ওই ঘটনায় ১৫ জন আহত হন। তৃণমূলের পাঁচ জনকে মোহনপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। তৃণমূল নেতা পঙ্কজাক্ষ রথকে গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়। ওই ঘটনায় পুলিশ সিপিএমের এক নেতা জিয়াদ আলিকে গ্রেফতার করেছে। মোহনপুর থানার আইসি জাফরুল মল্লিক জানান, ঘটনাটি ঘটেছে রাজনগর গ্রামে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহল চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজনগরের বাসিন্দা চৈতন্য জানার ছেলেদের মধ্যে পারিবারিক সমস্যা নিয়ে গ্রামে সালিশি করছিলেন স্থানীয় তৃণমূল নেতারা। সালিশি চলাকালীন ওই ভাইদের মধ্যে হাতাহাতি শুরু হয়।
তৃণমূলের ব্লক সভাপতি প্রদীপ পাত্রের অভিযোগ, “সেই সময় সিপিএমের রাজনগর শাখা সম্পাদক জিয়াদ আলির নেতৃত্বে জনা পনেরো সশস্ত্র দলীয় সমর্থক আমাদের উপর হামলা করে। তৃণমূলের লোকজন সংগঠিত হওয়ার আগেই জিয়াদ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হওয়ার জন্য মোহনপুরে চলে যায়। সেখানে তৃণমূল সমর্থকেরা তাঁকে ধাওয়া করে। জিয়াদ সিপিএমের জোনাল অফিসে আশ্রয় নিলে পার্টি অফিস ঘেরাও করে তৃণমূল সমর্থকেরা। পরে পুলিশ গিয়ে জিয়াদকে গ্রেফতার করে।
|
শহর যুব তৃণমূলে সভাপতি বদল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর শহর যুব তৃণমূলের সভাপতি বদল হল। সৌরভ বসুকে সরিয়ে নতুন সভাপতি করা হয়েছে স্নেহাশিস ভৌমিককে। রবিবার রাতেই জেলা যুব সভাপতি দেবাশিস চৌধুরী এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। দেবাশিসবাবু বলেন, “সৌরভকে জেলা কমিটিতে নেওয়া হবে।” জেলা কমিটিতে তাঁকে কী পদ দেওয়া হবে এখনও অবশ্য সে নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি বলে সাংগঠনিক সূত্রের খবর। দেবাশিসবাবু জানান, সংগঠনে আলোচনার পরেই ঠিক হবে সৌরভকে কোন পদ দেওয়া হবে। হঠাৎ এই বদলের সিদ্ধান্তে অবশ্য নানা প্রশ্নও দেখা দিয়েছে। এই বদলকে গোষ্ঠীদ্বন্দ্বের জের বলে মনে করছেন অনেকেই। সৌরভ প্রথমে যুব তৃণমূলের রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী-গোষ্ঠীর অনুগামী হিসাবে পরিচিত ছিলেন। পরে তাঁর সেই অবস্থান বদল হয় বলেই মনে করেন অনেক শুভেন্দুপন্থী। স্নেহাশিস আগাগোড়াই শুভেন্দু-গোষ্ঠীর ঘনিষ্ঠ তথা মেদিনীপুরের পুরপ্রধান প্রণব বসুর স্নেহধন্য। এই কারণেই তাঁকে শহর সভাপতির দায়িত্ব দেওয়া হল বলে সাংগঠনিক সূত্রের খবর।
|
সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ষড়জ সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হল গড়বেতায়। বিহারীলাল মেমোরিয়াল হলে রবিবার রাতভর চলে এই অনুষ্ঠান। যে অনুষ্ঠানে রামশরণ সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পণ্ডিত সুজিত গঙ্গোপাধ্যায় ও কলেজের প্রায় ৫০ জন ছাত্রছাত্রী অংশ নেন। উপস্থিত ছিলেন প্রয়াত বিখ্যাত সঙ্গীতশিল্পী ললিতমোহন সাঙ্গাই-এর স্ত্রী সবিতা সাঙ্গাইও। ললিতমোহনবাবুর স্মৃতির উদ্দেশেই উৎসর্গ করা হয়েছিল এ বারের অনুষ্ঠান। এই নিয়ে আট বছরে পা দিল এই শাস্ত্রীয় সঙ্গীতের আসর। গড়বেতার বাসিন্দা নির্মলকান্তি তেওয়ারি, হরগোবিন্দ সিংহ, অমিয় বন্দ্যোপাধ্যায় ও মনোরঞ্জন পান--এই চার জনের ইচ্ছে ছিল প্রতি বছর শাস্ত্রীয় সঙ্গীতের আসর করার।
|
আলোচনা সভা
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
হজরত মহম্মদের জন্মদিন উপলক্ষে শনিবার অনুষ্ঠানের আয়োজন করেছিল ভাগবতচরণ হাইস্কুল। ওই দিন স্কুলে ‘মানবতাবাদ, স্বামী বিবেকানন্দ ও হজরত মহম্মদ’ শীর্ষক একটি আলোচনাসভা হয়। ছাত্রছাত্রীরা ছাড়াও সভায় বক্তব্য রাখেন অধ্যাপক অন্নদাশঙ্কর পাহাড়ি, মেদিনীপুর আল-আমিন মিশনের শিক্ষক শেখ মহম্মদ এবেদুল্লাহ প্রমুখ।
|
শিক্ষাসামগ্রী দান |
সোমবার খড়্গপুর শহরের শ্রীকৃষ্ণপুরে আয়োজিত হল শিক্ষাসামগ্রী দানের এক শিবির। স্থানীয় শ্রীরামকৃষ্ণ সেবাকেন্দ্রের উদ্যোগে এই শিবির। ৩৩৫ জন দুঃস্থ পড়ুয়াকে এ দিন স্কুল সামগ্রী প্রদান করা হয়। শতাধিক গরিব মানুষকে শীতবস্ত্রও দেওয়া হয় ওই শিবিরে। উপস্থিত ছিলেন খড়্গপুরের পুরপ্রধান জহরলাল পাল, স্থানীয় দু’টি ওয়ার্ডের কাউন্সিলর ও প্রবীণ নাগরিক নন্দদুলাল রায়চৌধুরী। |
|