টুকরো খবর
চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলা হল নাবালিকাকে
শারীরিক সম্পর্কে আপত্তি জানানোয় চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলে দেওয়া হল এক নাবালিকাকে। ঘটনায় গুরুতর জখম হয়েছে সে। ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের কোরবা জেলায়। কোরবা জেলার পুলিশ জানিয়েছে, গত কাল সপ্তম শ্রেণির ছাত্রী মঞ্জু বিজওয়ার কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় তাকে চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলে দেয় রামদয়াল কেনভত নামে এক ব্যক্তি। মেয়েটিকে সঙ্কটজনক অবস্থায় পরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও খোঁজ মেলেনি রামদয়ালের। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ভৈসমুদা গ্রামে মঞ্জুদের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল রামদয়ালের। গত রবিবার মঞ্জুর পরিবারের লোকদের রামদয়াল বোঝায় যে মঞ্জু যদি তার সঙ্গে কুশমুণ্ডা গ্রামে যায় তবে সে তার পড়াশোনার জন্য আর্থিক সাহায্যের ব্যবস্থা করতে পারে। সে নিজেই তাকে বাড়িতে ফিরিয়ে দিয়ে যাবে বলেও আশ্বাস দেয়। সেই মতো সে মঞ্জুকে নিয়ে সারাবুন্দিয়া স্টেশন থেকে ছত্তীসগঢ় এক্সপ্রেসে ওঠে। মঞ্জুকে একটি ফাঁকা বগিতে নিয়ে গিয়ে তার ঘনিষ্ঠ হতে চেষ্টা করে। প্রতিবাদ করায় তাকে চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলে দেয় রামদয়াল। পুলিশ জানিয়েছে, রামদয়াল এক জন দাগি অপরাধী। তার বিরুদ্ধে বেশ কয়েকটি চুরি-ডাকাতির মামলা ঝুলে আছে বিভিন্ন আদালতে।

ধর্ষণের দায়ে ধৃত মাওবাদী
আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগে আজ ভোরে বিহারের রোহতাস জেলার মাটিয়াঁও গ্রামে বিনোদ যাদব নামে এক মাওবাদীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, ওই ব্যক্তি চুটিয়া থানার যদুনাথপুর এলাকার বাসিন্দা। দিনকয়েক আগে নওহাট্টা থানা এলাকার গোকুলপুরের এক আদিবাসী মহিলাকে সে ধর্ষণ করেছিল বলে অভিযোগ। অভিযোগ পেয়ে পুলিশ এক গোপন ডেরা থেকে বিনোদকে গ্রেফতার করে। জেলার এস পি মনু মহারাজ বলেন, “ওই মহিলা লিখিত ভাবে ধর্ষণের অভিযোগ জনিয়েছেন। তাঁর ডাক্তারি পরীক্ষা করা হচ্ছে। ধৃতের বিরুদ্ধে বিহার, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অন্তত ২৪টি অভিযোগ আছে।” পুলিশ সুপারের দাবি, মাওবাদীরা এখন লুঠ, তোলা আদায়ের পাশাপাশি মহিলাদের উপরেও অত্যাচার চালাচ্ছে।”পৃথক ঘটনায় বিহারের জামুই জেলার গাঢ়িমোর এলাকায় কাল পুলিশ মহম্মদ জব্বর (৪৫) নামে এক গ্রামবাসীর গলা কাটা মৃতদেহ উদ্ধার করে। গত ৩০ জানুয়ারি মিলনটাঁড় গ্রাম থেকে জব্বরকে তুলে নিয়ে যায় মাওবাদীরা। তারাই মৃতদেহটি ফেলে দিয়ে গিয়েছে বলে পুলিশের অনুমান।

দুর্ঘটনায় মৃত তিন
দুটি পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি দুটি ঘটেছে ধুবুরি জেলার বগরিবাড়ি থানার ৩১ নম্বর জাতীয় সড়কের পানবাড়ি গ্রামে। ঘটনায় আরও ৪ জন জখম হয়েছেন। প্রথম ঘটনায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ চালকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতদের নাম মণিরুল ইসলাম (২৫) এবং সুরোজিৎ সিংহ (৪১)। মণিরুলের বাড়ি মালদার দেওনাপুর গ্রামে। দ্বিতীয় জনের বাড়ি উত্তর চব্বিশ পরগণার বাঙ্কারা গ্রামে। পুলিশ জানায়, দুটি ট্রাকের সামনের অংশ গ্যাস কাটার দিয়ে কেটে ২ চালকের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর প্রায় ৫ ঘন্টা ৩১ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে। জখম এক খালাসিকে আশঙ্কাজনক অবস্থায় ধুবুরি জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অপর ঘটনায় একটি ছোট গাড়ির ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হয়। পুলিশ জানায়, মৃত যুবকের নাম সানোয়ার হোসেন মণ্ডল (২৫)। তাঁর বাড়ি ধুবুরির কাতলামারিচর গ্রামে। এদিন দুপুরে ওই যুবক তাঁর ২ জন বন্ধুকে নিয়ে মোটরবাইক নিয়ে বিলাসিপাড়ার থেকে ধুবুরি’র দিকে যাচ্ছিলেন। সেই সময় উল্টোদিক থেকে আসা একটি ছোট গাড়ি মোটরবাইকে ধাক্কা দেয়। জখম ২ জনকে ধুবুরি জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আপত্তিকর বিষয় সরাল গুগল-ফেসবুক
তাদের ভারতীয় ওয়েবসাইট থেকে আপত্তিকর বিষয় সরিয়ে নেওয়া হয়েছে বলে সোমবার দাবি করল গুগল ও ফেসবুক। আদালতের নির্দেশেই তারা এই পদক্ষেপ করেছে বলে জানিয়েছে দুই সংস্থা। আপত্তিকর বিষয়বস্তু সরাতে আদালতের দ্বারস্থ হন দিল্লির বাসিন্দা মুফতি আইয়াজ আরশাদ কাজমি। সাইটের কিছু বিষয় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে বলে আর্জিতে জানান তিনি। শুনানি ছিল সোমবার। তবে বিষয়বস্তু সরানো নিয়ে এখনও পুরোপুরি সন্তুষ্ট নয় আদালত। এই নির্দেশ পালন করতে সংস্থাগুলিকে আরও ১৫ দিন সময় দেন বিচারক প্রবীণ সিংহ।

দুষ্কৃতীদের গুলিতে হত ১, জখম ৩ মহিলা
দুষ্কৃতীদের গুলিতে মারা গেলেন এক বৃদ্ধা। ৩ জন মহিলা গুলিতে জখম হয়েছেন। গত কাল রাতে বাক্সা জেলার তামুলপুরে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, গোপাল মন্দিরে যাত্রা দেখে মহিলাদের দলটি রাতে ২ নম্বর উলুবাড়ি গ্রামে ফিরছিলেন। তখনই অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা এলোপাথাড়ি গুলি চালিয়ে পালায়। দময়ন্তী বড়ো নামে এক মহিলা ঘটনাস্থলেই মারা যান। জখম হয়েছেন সিমলা বসুমাতারি, অশ্বিনী বসুমাতারি ও দাণ্ডি বড়ো।

দশ লক্ষ টাকার গাঁজা উদ্ধার
বিহারে বেগুসরাই জেলায় জিরো মাইলের কাছে একটি জিপগাড়ি থেকে পুলিশ উদ্ধার করল সওয়া দুই কুইন্টাল গাঁজা।জেলা পুলিশ সূত্রে আজ জানানো হয়, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জিপটি আটক করে। একটি পেট্রোল পাম্পে জিপটি দাঁড় করানো ছিল। পুলিশ তল্লাশি চালিয়ে জিপের মধ্যে ২৮টি বড় প্যাকেটে রাখা ওই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। আন্তর্জাতিক বাজারে ওই গাঁজার দাম দশ লক্ষ টাকার মতো বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে।

অগ্নিদগ্ধ হয়ে মৃত এক পরিবারের ৩
বাড়িতে আগুন লেগে মা ও শিশু-সহ এক পরিবারের তিন জনের মৃত্যু হল। গত কাল সন্ধ্যায় তেজপুরের গাড়োয়ানপট্টিতে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, আশু ঘোষ নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগে। তখন আশুবাবু ছাড়াও ঘরে ছিলেন তাঁর স্ত্রী অর্চনা, ১৬ মাসের সন্তান আদিত্য ও এক আত্মীয়, বাপন। আগুন লাগার পরেই ঘরে রাখা ৬টি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। বাসিন্দারা ঘর থেকে বেরোনোর পথ পাননি। আদিত্য, অর্চনাদেবী ও বাপনবাবু ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান। আশুবাবু আশঙ্কাজনক অবস্থায় কনকলতা হাসপাতালে ভর্তি আছেন।

ভারত স্বাধীন, রাফাল বিতর্কে কটাক্ষ মইলির
ফরাসি যুদ্ধবিমান ‘রাফাল’-এর বদলে ইউরোফাইটার-এর ‘টাইফুন’ কেনার জন্য চাপ এলেও ভারত তাতে কর্ণপাত করবে না বলেই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় কোম্পানি বিষয়ক মন্ত্রী বীরাপ্পা মইলি। সোমবার কলকাতায় বণিকসভা ফিকি-র সভার ফাঁকে মইলি বলেন, ভারত স্বাধীন দেশ। নিজেদের স্বার্থ বজায় রেখেই যে কোনও সিদ্ধান্ত নেওয়ার অধিকার ভারতের রয়েছে। এবং প্রতিযোগিতার বাজারে সব নিয়ম মেনেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফরাসি সংস্থা দাসো-র কাছ থেকে ১২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার ব্যাপারে গত সপ্তাহেই সিদ্ধান্ত নিয়েছে ভারত। যার জেরে ভারতে আর্থিক সাহায্য বহাল রাখা নিয়েও ব্রিটেনে আপত্তি উঠেছে। মইলিকেও এ দিন ফিকি-র সভায় প্রশ্ন করা হয়, বিমান-বিতর্ক দু’দেশের আর্থিক সহযোগিতার ক্ষেত্রে প্রভাব ফেলবে কি না? মইলি সেই আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেন, “ভারত এখন স্বাধীন। আমার সঙ্গেই ব্যবসা করতে হবে, এই নির্দেশ কেউ দিতে পারে না।”

একই পরিবারের চার জনকে খুন
একই পরিবারের চার জনকে গলা কেটে খুন করা হয়েছে। কেন এই খুন, তা নিয়ে পুলিশ এখনও ধন্দে। ভাগলপুরের মুজাহিদপুর থানার মারুপ গ্রামের ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন ইন্দ্রকান্ত ঝা (৫৫), ইন্দ্রনাথের স্ত্রী (৫০), দম্পতির ছেলে অমর ঝা (২৫) এবং পূত্রবধু পূজা ঝা (২০)। ইন্দ্রকান্তবাবুর স্ত্রীর নাম পুলিশ জানাতে পারেনি। জেলার পুলিশ সুপার সঞ্জয় সিংহ বলেন, “ঘটনাটি রাতে ঘটলেও বিকেল নাগাদ পুলিশের কাছে খবর আসে। ফলে তদন্তের কাজে কিছুটা সমস্যা হতে পারে।”

পেট্রোল ভর্তি তিনটি ট্যাঙ্কারে আগুন
ছবি: পার্থ চক্রবর্তী
টাটানগর রেল ব্রিজের কাছে সোমবার দুপুরে আচমকাই পেট্রোল ভর্তি তিনটি ট্যাঙ্কারে আগুন ধরে যায়। রাস্তার উপরে ট্যাঙ্কার জ্বলতে থাকায় এলাকায় আতঙ্কে ছুটতে থাকেন পথচারীরা। দমকল কর্মীরা ১০টি ইঞ্জিন নিয়ে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কেউ হতাহত না হলেও তিনটি ট্যাঙ্কারই সম্পূর্ণ পুড়ে যায়। পুলিশ জানায় যেখানে ট্যাঙ্কারগুলিতে আগুন লাগে তার কাছাকাছিই একটি পেট্রোল পাম্প ছিল। সে জন্য অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে আগুনের সঙ্গে লড়াইয়ে নামেন দমকল কর্মীরা।

জঙ্গি সন্দেহে গুলি
রাঁচি জেলার তামাড় থানার জঙ্গল এলাকায় জঙ্গি সন্দেহে ভুল করে আজ এক যুবককে গুলি করে মেরেছে সিআরপি জওয়ানেরা। নিহত যুবকের নাম রোহিত প্রজাপতি (৩২)। পুলিশ জানিয়েছে, রোহিত জঙ্গি নয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.