টুকরো খবর |
সূর্যকান্তের সঙ্গে সাক্ষাৎ মার্কিন দূতের |
নিজস্ব সংবাদদাতা |
বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের সঙ্গে দেখা করলেন কলকাতার মার্কিন কনসাল জেনারেল ডিন টম্পসন। বামফ্রন্টের প্রতিনিধিদল নিয়ে সূর্যবাবু সোমবার খাদ্য ভবনে ঘুরে আসার পরেই বিধানসভায় তাঁর ঘরে বৈঠক করতে আসেন মার্কিন-কর্তা। সিপিএমের রাজনৈতিক অবস্থান যে হেতু তীব্র মার্কিন-বিরোধী, তাই তাদের কোনও নেতার সঙ্গে আমেরিকার প্রতিনিধিদের বৈঠক হলেই তাকে ‘তাৎপর্যপূর্ণ’ ধরা হয়। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সূর্যবাবু এ দিনের বৈঠককে ‘সৌজন্যমূলক’ বলে বর্ণনা করেছেন। মার্কিন বাণিজ্যিক দূতাবাসের কাজই হল সংশ্লিষ্ট শহরের বিভিন্ন মহলের সঙ্গে ‘সংযোগ’ রক্ষা করে চলা। বিরোধী দলনেতার সঙ্গে বৈঠকও সেই প্রক্রিয়ার অঙ্গ বলে বাণিজ্যিক দূতাবাসের একটি সূত্রের ব্যাখ্যা। এর পরে বামফ্রন্টের অন্য শরিক দলগুলির নেতৃত্বের সঙ্গেও এমন বৈঠক হতে পারে। বিরোধী দলনেতার সঙ্গে মার্কিন কনসাল জেনারেলের প্রায় ৪০ মিনিটের বৈঠকে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। এই নিয়ে সূর্যবাবু বলেন, “রুটিন বৈঠক। বিরোধী দলনেতা হওয়ার পরে জার্মানি, চিন-সহ চারটি দেশের কনস্যুলেটের প্রতিনিধিরা আগে এসেছিলেন। সেই ভাবেই মার্কিন প্রতিনিধিরাও সৌজন্য সাক্ষাৎ করেছেন।”
|
হিংসা রুখতে এসএফআইয়ের অবস্থান কাল |
কলেজে কলেজে মারামারি, গোলমালের প্রতিবাদে সল্টলেকে ময়ূখ ভবনের সামনে বিক্ষোভ-অবস্থানে বসবে এসএফআই। কাল, বুধবার দিনভর অবস্থান চলবে। এসএফআইয়ের রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র সোমবার বলেন, “বিভিন্ন কলেজে সংঘর্ষ লেগেই আছে। রায়গঞ্জ কলেজে অধ্যক্ষ-নিগ্রহের ঘটনায় অভিযুক্তদের কোনও শাস্তি হয়নি। অথচ মাজদিয়া কলেজে গোলমালে অভিযুক্ত এসএফআই-সমর্থক পড়ুয়ারা এখনও জামিন পেলেন না। বুধবার অবস্থান হবে এই সব ঘটনার প্রতিবাদেই।”ওই দিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে তাঁরা স্মারকলিপিও দেবেন বলে জানান সায়নদীপ। তাঁর অভিযোগ, “গোলমাল থামাতে শিক্ষামন্ত্রী সব ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠকে বসার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এখনও তা হল না।” কেন? ব্রাত্যবাবু জানান, ছাত্র সংসদ নির্বাচনের অভিন্ন বিধি তৈরি করছে উচ্চশিক্ষা সংসদ। সেই বিধি তৈরি হলেই তিনি ছাত্র সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসবেন।
|
|
ভাঙা হাট। বইমেলা প্রাঙ্গণ থেকে জিনিসপত্র
সংগ্রহ করে
চলেছে ছেলেটি। ছবি: সুমন বল্লভ |
|
দুই কলোনি কমিটির ভোটে জিতল তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা |
টালিগঞ্জ বিধানসভার অন্তর্গত ৯৫ নম্বর ওয়ার্ডের দু’টি কলোনি কমিটির ভোটে জিতল তৃণমূল। কলোনি দু’টির নাম অশ্বিনী নগর এবং গাঁধী। স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী অরূপ বিশ্বাস সোমবার জানান, অশ্বিনী নগর কলোনি কমিটির ভোটে তৃণমূল ১০টি আসনের সব ক’টিতেই জয় লাভ করেছে। সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করলেও একটি আসনও পায়নি। পাশাপাশি, গাঁধী কলোনি কমিটির ভোটে ১৫টি আসনের মধ্যে তৃণমূল ন’টি এবং সিপিএম ছ’টি আসন পেয়েছে। দু’টি কলোনি কমিটিরই নির্বাচনের দায়িত্বে ছিলেন ৯৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন দাশগুপ্ত। অরূপবাবু বলেন, “স্বাধীনতার পরে এই প্রথম আমরা ওই দুই কলোনি কমিটির ভোটে জিতলাম। এই জয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মসূচির জয়। এই জয় তাঁকেই উৎসর্গ করলাম।”
|
মুখ্যমন্ত্রীর আবেদন |
নিজস্ব সংবাদদাতা |
সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি উত্তেজক ভাষা ব্যবহার করে পোস্টার পড়েছে কলকাতা শহরে। এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, একটি ধর্মীয় সংগঠন একটি রাজনৈতিক দলের সঙ্গে মিলে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে চাইছে। এই অবস্থায় শহরবাসীকে কোনও প্ররোচনায় পা না-দিতে অনুরোধ জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী একই সঙ্গে জানিয়েছেন, যারা এই কাজ করেছে, তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেবে তাঁর সরকার।
|
হেলমেটহীন যাত্রা |
|
ছবি: উৎপল সরকার |
পুলিশের দাবি, মোটরবাইক আরোহীদের সাবধান করতে প্রচার হয় নিয়ম মেনেই। বিভিন্ন স্কুলের সামনে রোজ অভিভাবকদের সচেতন করার কাজও হয়। কিন্তু ‘ছোট্ট মাথার নেই কোনও দাম’ থেকে ‘খোকাবাবু যায়, হেলমেট কোথায়’-এর মতো সব সাবধানবাণীই যে কার্যত অন্তঃসারশূন্য, শহরের রাজপথে যখন-তখন তার প্রমাণ মেলে। সোমবার এ ছবি রেড রোডে, ফোর্ট উইলিয়ামের সামনে। সব নজরদারিকে বুড়ো আঙুল দেখিয়ে কোলের শিশু আর নাবালিকার ঝুঁকির যাত্রা, বাবা-মা চলেছেন হেলমেটে মাথা ঢেকে। কলকাতা পুলিশের ডিসি (ট্রাফিক) দিলীপ বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেন, “হেলমেটহীন-চালক বা আরোহীদের রোজই জরিমানা করা হয়। সচেতনতার প্রচার ও প্রয়োগ, দু’টিকেই সমান গুরুত্ব দেওয়া হয়।”
|
বস্তি সুমারি |
শহরে কত বস্তি আছে পুরসভা তা জানে না। তাই বস্তি দফতরের দায়িত্ব পেয়েই সুমারির সিদ্ধান্ত নেন মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ। পুর-রেকর্ডে বস্তির সংখ্যা ১৭৫১। সোমবার অতীনবাবু বলেন, “ওই হিসেব বহু আগের।”
|
বাসের ধাক্কা, মৃত্যু |
বাসের ধাক্কায় মৃত্যু হল এক বধূর। সোমবার, পুরসভার সামনে। মৃতার নাম ইন্দ্রাণী সিংহানিয়া (৫০)। পুলিশ জানায়, গ্র্যান্ট স্ট্রিট ও এস এন ব্যানার্জি রোডের মোড়ে দুর্ঘটনা ঘটে। বাসচালক পলাতক।
|
দেহ উদ্ধার |
যাদবপুরের গ্রাহাম রোডের একটি পোলট্রি থেকে গোবিন্দ মাইতি (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ মেলে। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা।
|
|
একটি বাংলা ছবির গানের অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে সৌমিত্র চট্টোপাধ্যায়
এবং
রূপা গঙ্গোপাধ্যায়। সোমবার, শহরে। ছবি: সুদীপ আচার্য |
|
|