ওভিএল-কে লগ্নির সময়সীমা ইরানের |
পারস্য উপসাগরে ফার্জাদ-বি গ্যাস ক্ষেত্রে কাজ শুরুর চুক্তি করতে ওএনজিসি বিদেশ (ও ভি এল)-কে এক মাস সময় দিল ইরান। গত বছর ওই ক্ষেত্রে গ্যাস উত্তোলনের জন্য পরিবর্তিত পরিকল্পনা পেশ করে ও ভি এল। লগ্নি প্রায় ৫০০ কোটি ডলার। কিন্তু ইরানের তেল ক্ষেত্রে কোনও দেশের বছরে ২ কোটি ডলারের বেশি লগ্নিতে আপত্তি জানায় আমেরিকা। তাই তখন ইরানের সঙ্গে চুক্তি করেনি রাষ্ট্রায়ত্ত ওএনজিসি-র বৈদেশিক শাখা ওভিএল।
|
মনপ্পুরম নিয়ে হুঁশিয়ারি |
স্বর্ণঋণ সংস্থা মনপ্পুরম ফিনান্সের তরফ থেকে নগদে টাকা তোলা নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, সংস্থাটির সেই অনুমতি নেই। কারণ ইতিমধ্যেই তারা রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে নিজেদের বেসরকারি আর্থিক সংস্থায় রূপান্তরিত করেছে, যার টাকা তোলার অধিকার নেই। তাদের শাখা মনপ্পুরম অ্যাগ্রো (ম্যাগ্রো)-রও এই অনুমতি নেই। |