সাসপেন্ড পাক আইনসভার ২৮ সদস্য |
প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সরকারকে ফের বিপাকে ফেলল পাকিস্তানের সুপ্রিম কোর্ট। পার্লামেন্ট সহ বিভিন্ন আইনসভার ২৮ জন সদস্যকে আজ সাসপেন্ড করেছে কোর্ট। তাঁদের মধ্যে রয়েছেন গিলানি সরকারের অর্থমন্ত্রী আব্দুল হাফিজ শেখও। গিলানির বিরুদ্ধে আদালত অবমাননার চার্জ গঠন নিয়ে ইতিমধ্যেই সমস্যা দেখা দিয়েছে। সুপ্রিম কোর্টের সোমবারের নির্দেশে সেই সমস্যা আরও বাড়ল বলে মনে করা হচ্ছে। কয়েকটি উপ-নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ। সাসপেন্ড হওয়া ২৮ জন সদস্য ওই নির্বাচনগুলিতেই জিতেছিলেন। তেহরিক-ই-ইনসাফের আইনজীবীরা জানান, ওই উপ-নির্বাচনের ভোটার তালিকায় ব্যাপক কারচুপি করা হয়েছিল।
|
ফিলিপিন্সে ভূমিকম্প
সংবাদসংস্থা • ম্যানিলা |
ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্সের দুই প্রধান দ্বীপ রাজ্য নেগ্রোস এবং সেবু। রিখটার স্কেলে ভূকম্পনটির মাত্রা ছিল ৬.৮। সরকারি সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালের ওই ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪৪ যাদের মধ্যে বেশ কয়েক জন স্কুলের ছাত্রছাত্রী।
|
ভোটে লড়ার অনুমতি পেলেন আউং সান সু চি। সোমবার এ কথা ঘোষণা করে মায়ানমারের নির্বাচন কমিশন। সম্প্রতি এপ্রিলের আসন্ন পার্লামেন্ট ভোটে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন সু চি। তাঁর সেই ইচ্ছেই পূরণের অনুমতি মিলেছে আজ।
|