বিক্ষিপ্ত ভাবে আরামবাগ মহকুমা ও সংলগ্ন এলাকার শিশুদের মধ্যে ডায়েরিয়া এবং শ্বাসকষ্টজনিত রোগ দেখা দিয়েছে। শনিবার সকাল থেকে রবিবার দুপুর পর্যন্ত ১১৬টি শিশুকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত শিশুদের অধিকাংশেরই বয়স দেড় বছরের নীচে। শ্বাসকষ্টজনিত সমস্যায় ৮টি শিশুকে অসুস্থ নবজাতকদের পরিচর্যা কেন্দ্রে (সিক নিওনেটাল কেয়ার ইউনিট) রেখে চিকিৎসা চলছে। ডায়েরিয়া আক্রান্ত হয়েছে ২০টি শিশু। তাদের আলাদা ভাবে চিকিৎসা চলছে। শিশু ওয়ার্ডের মেঝেতেও অসুস্থদের রেখে চিকিৎসা চলছে। হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ সুব্রত ঘোষ বলেন, “আবহাওয়া পরিবর্তনের ফলে শিশুদের শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা যায়। শীতকালে শিশুদের ডায়েরিয়াও হয়। শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানো জরুরি। তা ছাড়া, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং আবহাওয়া অনুযায়ী পোশাক-পরিচ্ছদ ব্যবহার করলে অসুখ দু’টিকে এড়ানো অনেকটাই সম্ভব হয়।” চিকিৎসাধীন শিশুরা অনেকটাই সুস্থ বলেও তিনি জানান।
|
সোনামুখীতে স্বাস্থ্যমেলা
নিজস্ব সংবাদদাতা • সোনামুখী |
স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ স্মরণে কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় সোনামুখী শ্রীরামকৃষ্ণ সারদা বিবেকানন্দ আশ্রম রবিবার একটি স্বাস্থ্যমেলার আয়োজন করেছিল। আশ্রম প্রাঙ্গণ এবং ওই এলাকার ধুলাই আর কে এম বিদ্যামন্দির ও শিবেরবাঁধ প্রাথমিক বিদ্যালয়ে এই স্বাস্থ্যমেলায় মেডিসিন, শল্য, নাক-কান-গলা, চোখ, অস্থি, শিশু ও স্ত্রী রোগের চিকিৎসা করা হয়। |
সোনামুখীতে স্বাস্থ্যমেলায় ওষুধ বিলি। ছবিটি তুলেছেন শুভ্র মিত্র। |
আশ্রমের সম্পাদক দেবাশিস হালদার বলেন, “স্বামীজির শিব জ্ঞানে জীব সেবার আদর্শকে সামনে রেখে গ্রামীণ এলাকায় স্বাস্থ্য সচেতনতা ও রোগ নিরাময়ের জন্য এই শিবিরের আয়োজন।” তিনটি শিবিরে প্রায় ৬৫০ জনের চিকিৎসা করা হয়। স্বামীজির জীবন ও বাণী নিয়ে আশ্রম প্রাঙ্গণে সপ্তাহ ব্যাপী একটি চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
|
ক্লাবকে অ্যাম্বুল্যান্স মন্ত্রীর |
বিধায়ক উন্নয়ন তহবিল থেকে গেটবাজারের একটি ক্লাবকে অ্যাম্বুলেন্স দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই অ্যাম্বুল্যান্সটির উদ্বোধন করেন মন্ত্রী। সেটি সাধারণ মানুষদের জন্য কাজে লাগানো হবে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে। |