নোটিস বোর্ড
• আমদাবাদের ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি বিভিন্ন বিষয়ে জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য আবেদন জমা নিচ্ছে। অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোনমি, সোলার ফিজিক্স, প্ল্যানেটারি সায়েন্স, জিয়োসায়েন্সেস, স্পেস অ্যান্ড অ্যাটমসফেরিক সায়েন্স, এক্সপেরিমেন্টাল লেজার ও অ্যাটমিক ফিজিক্স এবং থিয়োরেটিক্যাল ফিজিক্স মতো বিষয়ে করা যাবে এই প্রোগ্রাম। যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে এম এসসি। স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ফার্স্ট ক্লাস অথবা সমতুল নম্বর পেতে হবে। এ ছাড়া, স্নাতক স্তরে প্রার্থীর ফিজিক্স এবং ম্যাথমেটিক্স থাকতে হবে। বয়স: ৩১.১২.২০১১-য় ২৫ বছর। আবেদন করা যাবে পোস্ট-এ এবং অনলাইন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি। ওয়েবসাইট: www.pri.res.in

• ফেব্রুয়ারি ১১ ও ১২ তারিখে জীববৈচিত্রের (Biodiversity) ওপর একটি জাতীয় আলোচনাচক্র অনুষ্ঠিত হবে রাজাবাজার সায়েন্স কলেজ-এর মেঘনাদ সাহা অডিটোরিয়ামে। অনুষ্ঠানে যোগ দিতে চাইলে যোগাযোগ করতে হবে এই নম্বরে: ৯৮৩০৩০৬৫৮৯

• ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে বি স্ট্যাট (অনার্স), বি ম্যাথ (অনার্স), এম স্ট্যাট, এম ম্যাথ, এম এস (কোয়ান্টিটেটিভ ইকনমিক্স), এম এস (লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স), এম টেক (কম্পিউটার সায়েন্স), এম টেক (কোয়ালিটি, রিলায়াবিলিটি অ্যান্ড অপারেশনস রিসার্চ) এবং বিভিন্ন রিসার্চ ফেলোশিপ কোর্সে ভর্তির জন্য আবেদন জমা নিচ্ছে। প্রসপেক্টাস এবং অ্যাপ্লিকেশন ফর্ম আই এস আই-এর অফিস থেকে সংগ্রহ করা যাবে।
প্রতিষ্ঠানের বিভিন্ন অফিস
১) ডিন অব স্টাডিজ, আই এস আই, কলকাতা, ২০৩, বি টি রোড, কলকাতা- ৭০০১০৮;
২) হেড, দিল্লি সেন্টার, আই এস আই, ৭, এস জে এস সানসানওয়াল মার্গ, (কুতব হোটেলের কাছে, কাটওয়ারিয়া সরাইয়ের উল্টো দিকে, নয়াদিল্লি- ১১০০১৬;
৩) হেড, বেঙ্গালুরু সেন্টার, আই এস আই, এইট্থ মাইল, মহিশূর রোড, আর ভি কলেজ, পি ও বেঙ্গালুরু- ৫৬০০৫৯;
৪) হেড, এস কিউ সি অ্যান্ড ও আর ইউনিট, আই এস আই, ১১০ নেলসন মানিকম রোড (ফার্স্ট ফ্লোর), অমিঞ্জিকারাই, চেন্নাই- ৬০০০২৯;
৫) হেড, এস কিউ সি অ্যান্ড ও আর ইউনিট, আই এস আই, স্ট্রিট নম্বর ৮, হাবসিগুড়া, হায়দরাবাদ- ৫০০০০৭।
প্রতিষ্ঠানের নামে ৫০০ টাকার ব্যাঙ্ক ড্রাফট সহ আবেদন পাঠাতে হবে। প্রসপেক্টাস ও অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়া যাবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৫ মার্চ। পরীক্ষা হবে ১৩ মে। ইমেল: isiadmission@isical.ac.in

• ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এবং মাস কমিউনিকেশন বিভাগে পুরো বৃত্তি সহ আট সপ্তাহের ‘দ্য শেভেনিং সাউথ এশিয়া জার্নালিজম প্রোগ্রাম’ হবে। প্রোগ্রামটি করার জন্য আবেদন করার শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি। বিশদ জানতে দেখতে হবে ওয়েবসাইট: http://www.britishcouncil.org/india-scholarships-chevening-south_asia_journalism_programme.htm

• ইনস্টিটিউট অব ফিনানশিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ-এ পূর্ণ সময়ের বেশ কয়েকটি কোর্স করানো হবে। যোগ্যতা: যে কোনও বিষয়ে স্নাতক। ক্যাট ২০১১/ জ্যাট ২০১২/ জি ম্যাট/ জি আর ই-র পরীক্ষার স্কোরের মাধ্যমেও ভর্তি হওয়া যায়। আবেদন করার শেষ তারিখ ১২ ফেব্রুয়ারি। ঠিকানা: ইনস্টিটিউট অব ফিনানশিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ, ২৪ কোঠারি রোড, নানগামবক্কম, চেন্নাই: ৬০০০৩৪। ওয়েবসাইট: www.ifmr.ac.in.

• কলকাতা বিশ্ববিদ্যালয়ে হিন্দিতে পিএইচ ডি করার জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২ মার্চ। ভর্তি হতে প্রবেশিকা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা হবে ১৪ মার্চ। ওয়েবসাইট: http://www.caluniv.ac.in/
বিভিন্ন বিষয় নিয়ে বিদেশে স্নাতকোত্তর পড়তে যাওয়া ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেবে কে সি মাহিন্দ্রা এডুকেশন ট্রাস্ট। এই স্কলারশিপে প্রত্যেক স্কলারকে প্রদেয় টাকার সর্বাধিক অঙ্ক হতে পারে ২ লক্ষ টাকা। যোগ্যতা: ফার্স্ট ক্লাস সহ ডিগ্রি অথবা ডিপ্লোমা।
ওয়েবসাইট: http://www.scholarshipsinindia.com/k_c_mahindra_
scholarships_for_post_graduate_studies_abroad

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.