টুকরো খবর |
২ ইঞ্জিনিয়ারকে মুক্তি দিল জঙ্গিরা
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বারো দিন পরে অপহৃত দুই বিদ্যুৎ ইঞ্জিনিয়ারদের মুক্তি দিল জিএনএলএ। মুক্তি পেয়ে কাল রাতেই মেঘালয় এনার্জি করপোরেশন লিমিটেডের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার আপুস পোথমি ও জুনিয়র ইঞ্জিনিয়ার বনিফেস মাজাও তাঁদের রংখনের সরকারি আবাসে পৌঁছন। ২৪ জানুয়ারি, জঙ্গিরা, সরকারি আবাস থেকেই অপহরণ করেছিল জঙ্গিরা। পুলিশ জানায়, রাতে, জুনিয়র ইঞ্জিনিয়ার মার্শাল সুয়ের ও বনিফেস মাজাও এবং সহকারী এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার আপুস পোথমির দরজায় ধাক্কা দেওয়া হয়। খুলে দেখেন, এ কে -৪৭ হাতে জঙ্গিরা দাঁড়িয়ে। রাইফেল উঁচিয়ে জঙ্গিরা তাঁদের অনুসরণ করতে বলে। খানিক দূর হাঁটার পরে, মার্শালের মোবাইল কেড়ে নিয়ে, জঙ্গিরা তাঁকে ছেড়ে দেয়। বাকিদের নিয়ে যাওয়া হয় জঙ্গলের দিকে। তাঁদের খোঁজে এতদিন ধরে তল্লাশি চালিয়েও পুলিশ কোনও সূত্রই পায়নি। গারো এই জঙ্গি গোষ্ঠীর প্রধান সোহন ডি শিরা দাবি করেন, গারো পাহাড়ে বিদ্যুৎ পরিষেবার উন্নতি না হওয়া পর্যন্ত দু’জনকে ছাড়া হবে না। এমইসিএল-এর তরফে বিদ্যুৎ পরিষেবা উন্নতির ব্যাপারে পরোক্ষে প্রতিশ্রুতি দেওয়া হয়। তার পরই কাল রাতে জঙ্গিরা, গাড়িতে চাপিয়ে, দুই জনকে রংখন এলাকায় ছেড়ে দেয়।
|
ছাঁটাই নয়, আশ্বাস ইউনিনরের
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
টুজি কাণ্ডে লাইসেন্স বাতিলের জেরে কর্মীদের চাকরি খোয়ানো বা বেতন হ্রাসের আশঙ্কা নেই বলে আশ্বাস দিল ইউনিনর। সংস্থার দাবি, তাদের পরিষেবা বন্ধের কোনও নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। ফলে পরিষেবা চালু থাকছে। তাই কর্মীদের শঙ্কার কোনও কারণ নেই।
টুজি কাণ্ডে সম্প্রতি সুপ্রিম কোর্ট ১২টি লাইসেন্স বাতিলের নির্দেশ দিয়েছে। সেই তলিকায় অন্যান্য সংস্থার সঙ্গে রয়েছে ইউনিনরও। ভারতীয় সংস্থা ইউনিটেক-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে এ দেশে লগ্নি করেছিল নরওয়ের টেলিনর। লাইসেন্স বাতিলের ঘটনার পর অবশ্য কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল ইউনিনর। তাদের অভিযোগ, সরকারি নিয়ম মেনেই তারা লাইসেন্স পেলেও সরকারের ত্রুটির দায় এখন তাদের উপর চাপানো হচ্ছে। আইন মেনেই যে-লগ্নি তারা করেছিল, তা সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় ব্ব্যস্থা নেওয়া হবে।
এই পরিপ্রেক্ষিতে কর্মীদের মনে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা মানছে টেলিকম ক্ষেত্রের এই নবীন সংস্থাটি। তবে সংস্থার এক মুখপাত্রের আশ্বাস, পরিষেবা চালু রাখা নিয়ে কোনও সংশয় নেই। তিনি বলেন, “পরিষেবা বন্ধ করা হয়নি। এখন সরকারকেই পরবর্তী পদক্ষেপ করতে হবে। আশা করি গ্রাহকদের স্বার্থে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” সেই সূত্রেই ওই মুখপাত্র চাকরি খোয়ানো বা বেতন হ্রাসের সিদ্ধান্ত উড়িয়ে দিয়েছেন। তাঁর কথায়, “সকলেই একটি টিম হিসেবে সংস্থার সাফল্য এনেছেন। আগামী দিনেও সেই টিমই এগিয়ে যাবে।”
|
বার্ড ফ্লু রোধে ভুবনেশ্বরে শুরু মুরগি নিধন
সংবাদসংস্থা • ভুবনেশ্বর |
বার্ড ফ্লু প্রতিরোধে ওড়িশার রাজধানী শহরে আজ থেকে শুরু হয়েছে মুরগি নিধন। এখানকার সেন্ট্রাল পোল্ট্রি ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (সিপিডিও) খামারে অসুস্থ হয়ে মারা যাওয়া মুরগির
নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল ভোপালে। ভোপালের গবেষণাগার রিপোর্ট দিয়েছে, নমুনা হিসাবে পাঠানো মুরগির দেহে বার্ড ফ্লু জীবাণু (এইচ ফাইভ এন ওয়ান) মিলেছে। ওই রিপোর্ট পাওয়ার পরই বার্ড ফ্লুর মোকাবিলায় তৎপর হয়ে উঠেছে ওড়িশার মৎস্য ও পশুসম্পদ দফতর।
দফতরের সচিব সত্যব্রত সাহু আজ ভুবনেশ্বরে জানান, পরিস্থিতির মোকাবিলায় দশটি র্যাপিড রেসপন্স টিম গড়া হয়েছে। এর মধ্যে পাঁচটি দল রোগাক্রান্ত মুরগি নিধন করছে। আর বাকি পাঁচটি দল ভুবনেশ্বর পুর এলাকার ২৯টি ওয়ার্ডে ঘুরে ঘুরে জনগণকে বার্ড ফ্লু সম্পর্কে সচেতন করছে। সিপিডিও খামারে প্রায় ৩০ হাজার মুরগি আছে। ভোপালের রিপোর্টের পরিপ্রেক্ষিতে কেন্দ্রের তরফে ওড়িশা প্রশাসনকে পরামর্শ দেওয়া হয়, সতর্কতামুলক ব্যবস্থা হিসাবে ওই খামারের তিন কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে মুরগি নিধনের। তারপরই ওই খামারে শুরু হয়েছে মুরগি নিধন। চলবে তিন দিন ধরে। এর আগে ওড়িশারই খরদা জেলার কেরাঙ্গায় ও ময়ূর বঞ্জ জেলার বেতানতিতেও বার্ড ফ্লু প্রতিরোধে মুরগি নিধনে নেমেছিল রাজ্য মৎস্য ও পশুসম্পদ দফতর।
|
দুর্ঘটনার জেরে বাসে আগুন, থানায় হামলা
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
দুর্ঘটনার জেরে পুলিশকে আক্রমণ করে থানা লণ্ডভণ্ড করল জনতা। পুড়িয়ে দিল ৮ টি বাস। ঘটনার সূত্রপাত গতকাল রাতে। অরুণাচলের ইটানগরে ইন্দিরা গাঁধী পার্কে একটি অনুষ্ঠানে প্রহরার কাজ সেরে নিরাপত্তারক্ষীরা বাসে ফিরছিলেন। সেই বাসের সঙ্গে একটি মোটর বাইকের ধাক্কা লাগলে দুই ছাত্র জখম হয়। তাদের রামকৃষ্ণ মিশন হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরে উত্তেজিত জনতা বাসচালককে মারধর করার চেষ্টা করে। তবে, পুলিশ সময়মতো এসে, বাস ও বাসচালককে থানায় নিয়ে যায়। এসপি হিবু তামাং জানান, জনতা এরপর থানায় গিয়ে বাস চালককে টেনে বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। ক্ষুব্ধ জনতা তখন পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে, থানায় আগুন লাগাবার চেষ্টাও চলে। পুলিশ লাঠি চালায়, কাঁদানে গ্যাস ছোড়ে। এরপর, মারমুখী স্থানীয় বাসিন্দারা সরকারি বাস ডিপোয় গিয়ে ৮টি বাসে আগুন লাগিয়ে দেয়। এর মধ্যে চারটি বাস পুড়ে ছাই হয়ে যায়।
|
রাহুলের ‘অগ্নিপথে’ সঞ্জয় দত্ত
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
কর্ণ জোহরের ‘অগ্নিপথ’-এ তাঁর সাফল্যের পর এ বার উত্তরপ্রদেশে রাহুল গাঁধীর ‘অগ্নিপথে’ সামিল
হতে চলেছেন সঞ্জয় দত্ত। তবে খলনায়কের ভূমিকায় নয়, বলা যায় পার্শ্বচরিত্রে। কংগ্রেসের হয়ে ভোট প্রচারে নামবেন তিনি।
কংগ্রেস সূত্রে বলা হচ্ছে, বলিউডের চিত্র তারকাদের মধ্যে কংগ্রেসের হয়ে এ বার যাঁরা উত্তরপ্রদেশে প্রচার করবেন তার তালিকায় সঞ্জয় ছাড়াও রয়েছেন নাগমা, গোবিন্দ এবং ভোজপুরি অভিনেতা রবি কিষাণ। উত্তরপ্রদেশে গত বিধানসভা ভোটে কিন্তু সমাজবাদী পার্টির হয়ে প্রচার করেছিলেন সঞ্জয় দত্ত। পরে অমর সিংহের সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি সপা ত্যাগ করেন। তবে অমর সিংহই এখন সপা-র বাইরে। আজ ইলাহাবাদে সঞ্জয় অবশ্য অমরের সঙ্গে ঝগড়ার বিষয়টি অস্বীকার করেন। অমর সিংহের পরামর্শেই তিনি কংগ্রেসে ফিরেছেন বলে দাবি করে ৫৩ বছরের এই অভিনেতা জানান, তাঁর রক্তে কংগ্রেস। বাবা সুনীল দত্ত কংগ্রেসের সাংসদ ছিলেন। বোন প্রিয়া দত্তও এই দলের সাংসদ।
|
টুজি তদন্ত নিয়ে বৈঠকে সিবিআই এবং সিভিসি
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
টুজি কেলেঙ্কারির তদন্ত নিয়ে সিবিআই কর্তাদের সঙ্গে বৈঠকে বসতে চান মুখ্য ভিজিল্যান্স কমিশনার (সিভিসি) প্রদীপ ঠাকুর। টুজি কেলেঙ্কারি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সিভিসি সূত্রে জানা গিয়েছে। টুজি কেলেঙ্কারির তদন্তের জন্য সুপ্রিম কোর্টে বিশেষ দল গঠনের আর্জি জানিয়েছিলেন আইনজীবী প্রশান্ত ভূষণ। সেই আর্জি খারিজ করে সুপ্রিম কোর্ট জানায়, এই তদন্তের রিপোর্ট সিভিসি-কে দেবে সিবিআই। বন্ধ খামে সেই রিপোর্ট কোর্টে জমা দেবে সিবিআই। ফলে টুজি তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্লু-প্রিন্ট তৈরি করতে চায় সিভিসি। এই বিষয় নিয়ে সিবিআই ডিরেক্টর এ পি সিংহের সঙ্গে কথা বলবেন প্রদীপ ঠাকুর। প্রয়োজনে সিবিআই কর্তাদের সঙ্গে প্রতি পনেরো দিনে এক বার বৈঠক করা হতে পারে বলেও জানিয়েছেন সিভিসি আধিকারিকরা।
|
অস্ত্র আইনে মৃত্যুদণ্ড অবৈধ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
অস্ত্র আইনে কোনও অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া সংবিধান-বিরোধী। বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায় ও জে এস খেহারকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, অভিযোগ প্রমাণ হলেই মৃত্যুদণ্ড দেওয়ার অর্থ ওই ব্যক্তির মৌলিক অধিকার কেড়ে নেওয়া। তা ছাড়া,
অস্ত্র আইনের ২৭(৩) ধারাটি সম্পূর্ণ অবৈধ। ওই ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড দেওয়া হলে আদালতের ক্ষমতাকে খর্ব করা হয়। সংবিধানের ধারা-১৪ অনুযায়ী আইনের চোখে সবাই সমান। এবং ধারা-২১ বলছে প্রত্যেকের স্বাধীনতা থাকা উচিত। কিন্তু এ ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হলে ওই ধারাগুলিকে অগ্রাহ্য করা হয়। ১৯৯৩ সালে এক সিআরপিএফ জওয়ান দলবীর সিংহ, তাঁর ঊর্ধ্বতন অফিসারদের গুলি করে মারেন। এই মামলার পরিপ্রেক্ষিতেই আদালতের এই মন্তব্য।
|
কংগ্রেসকে ছেড়ে জোট বিজেপি-র সঙ্গে
সংবাদসংস্থা • পানাজি |
গোয়ায় কংগ্রেসকে ছেড়ে বিজেপি’র সঙ্গে হাত মেলাল মহারাষ্ট্রওয়াড়ি গোমন্তক পার্টি। গোমন্তক পার্টির সভাপতি দীপক ধাভালিকর জানিয়েছেন, এই সিদ্ধান্তের কথা মুখ্যমন্ত্রী দিগম্বর কামাত, বিধানসভার স্পিকার প্রতাপসিন রানে ও রাজ্যপাল কে শঙ্করনারায়ণকে জানিয়ে দেওয়া হয়েছে। গত সপ্তাহেই ইস্তফা দিয়েছিলেন গোমন্তক পার্টির প্রাক্তন মন্ত্রী রামকৃষ্ণ ধাভালিকর। বিজেপি সভাপতি নীতিন গডকড়ী জানিয়েছেন, বিধানসভা নির্বাচনে ৩১টি আসনে প্রার্থী দেবে বিজেপি। ৮টি আসন ছেড়ে দেওয়া হয়েছে গোমন্তক পার্টিকে।
|
মুম্বইয়ে ছুরিতে জখম দম্পতি
সংবাদসংস্থা • মুম্বই |
এক গৃহকর্তা ও তাঁর স্ত্রীকে ছুরি দিয়ে বারবার আঘাত করার অভিযোগে গ্রেফতার হল বাড়ির পরিচারক। ঘটনাটি মুম্বইয়ের গোরেগাঁও অঞ্চলের। শোরগোল শুনে প্রতিবেশীরা ওই দম্পতির ফ্ল্যাটে ঢুকে পরিচারকের কবল থেকে তাঁদের উদ্ধার করেন। জখম অশোক বসাক ও তাঁর স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। অশোকবাবুর স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, চিত্রনাট্যকার অশোকবাবু তাঁর পরিচারককে ৩ মাসের বেতন দেননি। সেই ক্ষোভেই কুমার তাঁদের খুনের চেষ্টা করে বলে অনুমান।
|
হত দুই নাগা জঙ্গি |
গোষ্ঠী সংঘর্ষে তিন নাগা জঙ্গির মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে নাগাল্যান্ডের পেরেন জেলায়। খাপলাং গোষ্ঠী সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে, বিরোধী খুলে-কিতোভি গোষ্ঠীর জঙ্গিরা খাপলাংদের আথিবুং শিবিরে পণ্য আনার পথ আটকে রেখেছিল। বহুবার বলার পরেও তারা অবরোধ সরায়নি। এ ছাড়া, খাপলাং বাহিনীর উপরে খুলে বাহিনী বেশ কয়েকবার অতর্কিতে আক্রমণ চালিয়েছে বলেওঅভিযোগ। আজ সকাল সাড়ে ৯টা নাগাদ আথিবুং এলাকায় সশস্ত্র খাপলাং বাহিনী, খুলে-কিতোভি বাহিনীর সদস্যদের উপরে আক্রমণ চালায়। গুলি বিনিময়ে, খুলে বাহিনীর তিন জঙ্গি মারা গিয়েছে। আতোসে নামে খুলে-কিতোভি গোষ্ঠীর এক র্শীর্ষ নেতা জখম হন। তাদের অস্ত্র ও গুলিও ছিনিয়ে নিয়ে যায় খাপলাংরা। |
|