বিপত্তি ও বিতর্ক সত্ত্বেও মোটামুটি সুষ্ঠু ভাবে শেষ হল বইমেলা।
পাকিস্তানি ক্রিকেটার ইমরান খানের বক্তৃতার মধ্যে আলো নিভে এক বিপত্তি ছাড়াও একটি গোষ্ঠীর আপত্তিতে তসলিমা নাসরিনের বই প্রকাশ অনুষ্ঠান বন্ধ করে দিয়ে তুমুল বিতর্কের মুখে পড়েন বইমেলা কর্তৃপক্ষ। এই দুটি ঘটনা বাদ দিলে এ বারের বইমেলা মোটামুটি নির্ঝঞ্ঝাটেই কেটেছে।
রবিবার রাত সাড়ে ৮টায় শুরু হয় সমাপ্তি অনুষ্ঠান। ৯টার সময় চিরাচরিত প্রথায় ঘণ্টা বাজিয়ে বিপুল করতালিতে ৩৬তম বইমেলার সমাপ্তি ঘোষণা হয়। ‘থিম কান্ট্রি’ ইতালির শিল্পীরা সে দেশের নাচ পরিবেশন করেন। অনেকেই স্রেফ সমাপ্তি অনুষ্ঠান দেখার জন্য ভিড়ে পা মেলান। এ বার মেলায় অন্তত ১৬ লক্ষ মানুষের পা পড়েছে বলে দাবি পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের যুগ্ম সম্পাদক সুধাংশু দে’র। তিনি জানান, বইয়ের মোট বিক্রি প্রায় ১৫ কোটি টাকা। |
এই বছর বইমেলায় সপ্তাহান্তের বেসামাল ভিড়ের জন্য টিকিট-ব্যবস্থা না থাকাকেই দায়ী করেছেন অনেকে। তা ছাড়া, উল্টোদিকে সায়েন্স সিটিতে বেড়াতে আসা মানুষজনও ঢুকে পড়েছেন বইমেলায়। বইয়ের সঙ্গে পাল্লা দিয়ে খাওয়া-দাওয়ারও তুমুল আয়োজন ছিল। স্থায়ী মুক্তমঞ্চ ছাড়াও কয়েকটি স্টলে প্রায় রোজই গানের আসর বসেছে। ব্যান্ডের গানের পাশাপাশি লোকসঙ্গীতের কদর ছিল মেলায়। মুক্তমঞ্চে এ দিন গাইল ‘সহজিয়া’ লোকগানের দল।
এ বছর বইমেলায় যাতায়াতের অসুবিধা এবং অত্যধিক ভিড়ের জন্যই সম্ভবত প্রবীণদের উপস্থিতি উল্লেখযোগ্য রকম কম। গিল্ডের কর্তাদেরও তা চোখে পড়েছে। মেলায় পরিকাঠামো ঠিক হয়ে গেলেও মিলন মেলার বাইরেটা এখনও ভিড় সামলানোর মতো অবস্থায় পৌঁছয়নি। যাতায়াতের অসুবিধা হয়েছে মূলত বাসের অপ্রতুলতার কারণে। পরিবহণ মন্ত্রীর প্রতিশ্রুতি সত্বেও যথেষ্ট বাস দেয়নি রাজ্য পরিবহণ দফতর। সায়েন্স সিটির দিক থেকে রাস্তা পেরোনোও একটা বিপুল ঝকমারি। রাস্তা পেরোনোর সুবিধা করে দিতে অনেক দিন থেকেই গিল্ড সায়েন্স সিটির দিকে একটা আন্ডারপাস তৈরি করে দেওয়ার দাবি জানিয়ে আসছে। গিল্ডের আশা ফ্লাইওভার তৈরি শেষ হলে রাজ্য আন্ডারপাস তৈরিতে হাত দেবে। এ বারের বাড়তি আকর্ষণ ছিল ছ’দিনের ‘কলকাতা সাহিত্য উৎসব’। দেশ বিদেশের বহু লেখক হাজির হন। বিজ্ঞান ও সমাজের সমন্বয়ে অঙ্গীকারবদ্ধ ‘বিজ্ঞান ও বিজ্ঞানকর্মী’ বেরিয়েছে বইমেলায়। সঙ্গে আছে জিন বদলানো ফসল নিয়ে চারটি প্রবন্ধের ক্রোড়পত্র। বেরোলো আব্দুস সুকুরের প্রাক-স্বাধীনতা বাংলা থেকে সাম্প্রতিক অতীত পর্যন্ত পুলিশি ব্যবস্থার ইতিহাস ‘বাংলার পুলিশ: সেকাল একাল’, রামকৃষ্ণ ভট্টাচার্যের প্রবন্ধের বই ‘রবীন্দ্রনাথের তিন সঙ্গী’, সুভাষ সরকারের ইংরেজি প্রবন্ধের বই ‘ফ্র্যাঙ্কলি ইওর্স’, উমা সরকারের কাব্যগ্রন্থ ‘নীরবে খসে গেল একটি তারা’। মেলায় বেরোলো অর্জুন গোস্বামী সম্পাদিত ‘উইমেন অ্যান্ড কমিউনিজম’, সমাজকর্মী চিন্ময় ঘোষের ‘রচনা সংগ্রহ’, সুজাত ভদ্রের ‘ভুয়ো সংঘর্ষে হত্যা’, জাহিরুল হক সম্পাদিত ‘সাহিত্যের ইয়ারবুক ২০১২’। মেলাতেই বেরিয়েছে স্বপন দাসাধিকারী সম্পাদিত ‘এবং জলার্ক’ পত্রিকার জেল বিদ্রোহ বিশেষ সংখ্যা। বেরোলো শাহ্যাদ ফিরদাউসের উপন্যাস ‘বাবুলাল বণিকের অমর কাহিনি’, প্রসেনজিৎ মজুমদারের ‘টলিউড দর্শন’। |