বাজারে নয়া গাড়ি বেশ কিছু সংস্থার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বাজার ধরতে নববর্ষে একগুচ্ছ নতুন গাড়ি নিয়ে ক্রেতাদের দরবারে হাজির হচ্ছে বিভিন্ন সংস্থা। চলতি আর্থিক বছরে ব্যবসা বৃদ্ধির হার নগণ্য। বাজেটের আগে তাই ক্রেতা টানার দৌড়ে নেমেছে গাড়ি শিল্পমহল। যেমন, রেনো ইন্ডিয়া এনেছে তাদের নতুন ছোট গাড়ি-পাল্স। মারুতি-সুজুকি সুইফট-এর পর নতুন সুইফট-ডিজায়ারও বাজারে আনল। রেনো ইন্ডিয়া-র এমডি মার্ক নাসিফ জানান, তাঁরা ৪ লক্ষ টাকার কম দামি ছোট গাড়িও আনতে চান। সুইফট-ডিজায়ারের হাত ধরে ব্যবসা বাড়াতে চায় মারুতি-সুজুকি। কলকাতায় পেট্রোল গাড়ির দাম ৪.৮৭-৬.২৯ লক্ষ টাকা। ডিজেল ৫.৮৯-৭.১৯ লক্ষ টাকা। পুরনোটির চেয়ে নতুন গাড়ির ক্রেতার ২০-৩০ হাজার টাকা সাশ্রয় হবে বলে দাবি। সংস্থার কর্তা শশাঙ্ক শ্রীবাস্তব জানান, পুরনো ডিজায়ার গাড়ির সবচেয়ে কম দামি মডেলটি বাণিজ্যিক গাড়ি হিসেবে ব্যবহারের পরিকল্পনা আছে তাঁদের। |
প্রকল্প সম্প্রসারণে কনকাস্ট রাজ্যে লগ্নি করছে ৪০০ কোটি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যে ইস্পাত প্রকল্প সম্প্রসারণ খাতে ৪০০ কোটি টাকা লগ্নি করছে স্থানীয় সংস্থা কনকাস্ট। বিভিন্ন রাজ্যে ইস্পাত ও সিমেন্ট প্রকল্পে ২০০০ কোটি টাকার উপরে বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে সংস্থার। ৭০০০ কোটি টাকার বেশি ব্যবসা করা এই সংস্থা বিপণন ঢেলে সাজতে বলিউড তারকা শাহরুখ খানকে ব্র্যান্ড-অ্যাম্বাস্যাডর হিসেবে নিয়োগ করেছে।
গোষ্ঠীর প্রধান সঞ্জয় সুরেকা জানান ওড়িশা, ঝাড়খণ্ড-সহ বিভিন্ন রাজ্যে ছ’টি প্রকল্প চালাচ্ছেন তাঁরা। এ রাজ্যে সোদপুরে একটি রোলিং মিল রয়েছে। এ ছাড়াও বাঁকুড়ায় রয়েছে একটি ইস্পাত প্রকল্প। ৩০০ কোটি টাকা প্রাথমিক লগ্নির পরে এ বার এই প্রকল্পের সম্প্রসারণের জন্য আরও ৪০০ কোটি টাকা বিনিয়োগ করছে সংস্থা। |