ঠান্ডায় ইউরোপে মৃত তিনশো
মাত্রাছাড়া শীত ও তুষারপাতে কাবু গোটা ইউরোপ। ইতিমধ্যেই গোটা মহাদেশে শীতে প্রাণ হারিয়েছেন তিনশোরও বেশি মানুষ। সব চেয়ে খারাপ অবস্থা ইউক্রেনে। কোনও কোনও জায়গায় তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের ৩০ ডিগ্রি নীচে। বিপর্যস্ত বিমান ও সড়ক পরিবহণ।
বরফে ঢাকা আলেকজান্দ্রা পার্ক। রবিবার লন্ডনে এএফপি-র ছবি।
১০ সেন্টিমিটারের মতো বরফ পড়ার আশঙ্কা রয়েছে বিশ্বের ব্যস্ততম হিথরো বিমানবন্দর সংলগ্ন অঞ্চলে। তাই ব্রিটিশ বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে সারা দিনে হিথরো থেকে বাতিল করা হবে প্রায় ১২০০ উড়ান। লন্ডন থেকে ভারতের উড়ানের সময় যেহেতু রাতে, তা বাতিলের সম্ভাবনা কম। বরফ পরিষ্কারের জন্য কিছু ক্ষণ বন্ধ রাখা হয় স্টানস্টেড বিমানবন্দর।
পরিবহণের একই রকম করুণ দশা ইউরোপের অন্যত্রও। বাতিল হয়েছে রোম ও আমস্টারডাম থেকে ব্রিটেন আসার বহু বিমান। আরও কয়েকটি ছেড়েছে অনেক দেরিতে। বিমানবন্দর কর্তৃপক্ষ অবশ্য দ্রুত অবস্থা স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন।

ভারতের সঙ্গে আর একটা যুদ্ধ অসম্ভব: গিলানি
কাশ্মীর নিয়ে হঠাৎই ভিন্ন সুর পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির। আজকের দিনটি পাকিস্তানে কাশ্মীর দিবস হিসেব পালিত হয়ে আসছে ১৯৯০ সাল থেকেই। এ বারেও এই দিনটিকে ঘিরে প্রচুর সভা-সমাবেশ হয়েছে এ দেশে। বিশেষ নমাজের আয়োজন করা হয়েছিল পাক অধিকৃত কাশ্মীরেও। সেই সূত্রেই আজ ফের কাশ্মীরিদের প্রতি সমর্থন জানিয়েছেন পাক নেতৃবৃন্দ। কিন্তু প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি আজ বলেন, “কাশ্মীর দীর্ঘদিনই পাক বিদেশনীতির একটা প্রধান বিষয়। এ পর্যন্ত চার-চারটি যুদ্ধ হয়েছে এ নিয়ে। কিন্তু ২১ শতকে এসে কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে আর একটা যুদ্ধে নামা সম্ভব নয় পাকিস্তানের পক্ষে। পরমাণু শক্তিধর দেশ হিসেবে আমাদের সংযত ও দায়িত্বশীল হতে হবে।” কাশ্মীরের প্রসঙ্গে বরাবরই একটা লড়ে যাওয়ার মনোভাব প্রকাশ করে থাকে পাকিস্তান। কিন্তু ঘরোয়া রাজনীতির চাপ, সেনাবাহিনীর সঙ্গে তিক্ততা এই সবের মধ্যে ভারতকে পাশে পেতেই গিলানির এই মন্তব্য কি না, জল্পনা শুরু হয়েছে কূটনৈতিক মহলে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.