পুলিশের অনুমতি না পেলেও শনিবার বিধায়ক তথা প্রাক্তন ভূমিমন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লার নেতৃত্বে ভাঙড়ে নির্বিঘ্নেই মিছিল হল সিপিএমের।
কৃষক-মৃত্যুতে রাজ্য সরকারের ‘উদাসীনতা’র প্রতিবাদে এ দিন সকালে ঘটকপুকুর থেকে চন্দনেশ্বর বাজার পর্যন্ত ১০ কিমি রাস্তায় মিছিল করেন হাজার পাঁচেক মানুষ। মৃত ৩১ জন কৃষকের প্রতীকী শবদেহ নিয়ে রাস্তার একধার দিয়ে মিছিল হয়েছে বলে পুলিশ জানায়। মিছিলের জেরে যানজট হয়নি। গাড়ি চলাচল যাতে বিঘ্নিত না হয়, সে জন্য স্বেচ্ছাসেবকেরাই মিছিল রাস্তার একধার দিয়ে নিয়ে গিয়েছেন বলে জানিয়েছেন রেজ্জাক। তাঁর কথায়, “আমরা আইনশৃঙ্খলা মেনেই সব কিছু করি। কৃষক-মৃত্যুর প্রতিবাদে আন্দোলন বন্ধ করতে রাজ্য সরকার নানা কৌশল করছে। আর পুলিশও সেই মতোই কাজ করছে।”
|
ভাঙড়ে রেজ্জাক মোল্লার মিছিলে সমর্থকদের ভিড়। ছবি: পিন্টু মণ্ডল |
এই মিছিলের জন্য গত ২৬ জানুয়ারি পুলিশের অনুমতি চেয়েছিল সিপিএম। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। তাদের যুক্তি ছিল, মাসখানেক আগে ভাঙড়েই রেজ্জাকের নেতৃত্বে একটি মিছিলে মারামারির ঘটনা ঘটেছিল। ফের এ দিনের মিছিলেও বিশ্ঙ্খলা হতে পারে, এই আশঙ্কায় অনুমতি দেওয়া হয়নি। যার জবাবে রেজ্জাক পুলিশ-প্রশাসন এবং সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার খর্ব করার অভিযোগ তুলেছিলেন। এ দিন পুলিশের অনুমতি ছাড়াই তিনি মিছিল করেন। সেখানে ছিলেন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক সুজন চক্রবর্তী প্রমুখ। |