একটা টি-টোয়েন্টি জয় ভারতীয় দলের মনোবল অনেকটাই বাড়িয়ে দিয়ে গিয়েছে। কাল থেকে শুরু ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে এমন দাবিই করছেন সুরেশ রায়না। রায়নার কথায়, “আমাদের মনোবল এখন তুঙ্গে। দলের তরুণ ক্রিকেটাররা সবাই এখন এক দিনের সিরিজ শুরুর অপেক্ষায় রয়েছে। এ ছাড়াও সচিন, জাহিররা দলে ফিরছে। ওরা দেড় মাস হল অস্ট্রেলিয়ায় রয়েছে। এই ব্যাপারটাও আমাদের অনেক সাহায্য করবে।”
মেলবোর্নের পিচ ব্যাটসম্যানদেরই সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে ফিল্ডিং সব সময় বড় প্রভাব ফেলে ম্যাচের ফলে। রায়না মনে করেন, একটা টিম মানসিক ভাবে কতটা তেতে আছে তা বোঝা যায় ফিল্ডিং দেখে। “গত কাল আমরা অসাধারণ ফিল্ডিং করেছি। দু’এক জন নয়, পুরো টিমটাই ভাল ফিল্ডিং করেছে। যদি ৩০ গজ বৃত্তের কথা ধরেন, তা হলে সেখানে থাকছে বিরাট, জাডেজা, রোহিত, আমি। আর বাউন্ডারি লাইনে দুর্দান্ত ক্যাচ ধরল গম্ভীর। আপনি যদি প্র্যাক্টিসের সময় ভাল ফিল্ডিং করেন, তা হলে দেখবেন মাঠেও সেটা করতে পারছেন,” এ দিন সাংবাদিকদের বলেছেন রায়না। |
ফিল্ডিংয়ে এই ‘জোশ’ আজও দেখাতে পারবে ভারত? |
দু’টো টি-টোয়েন্টি ম্যাচে বিশ্রাম নেওয়ার পর আবার ফিরছেন সচিন। ফলে আবার বেজে উঠেছে তাঁর একশো সেঞ্চুরির বাজনা। তবে রায়নার কাছে সচিনের সঙ্গে খেলাটাই বাড়তি টনিকের কাজ করে। এই বাঁ হাতি ভারতীয় ব্যাটসম্যানের কথায়, “সচিন আমাদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে। আমরা সেই প্রত্যাশা পূরণের জন্য ঝাঁপাব।”
উল্টো দিকে কাল ধোনির বিরুদ্ধে আবার যিনি টস করতে নামবেন, সেই মাইকেল ক্লার্ক বলছেন, “আমরা বিশ্বের এক নম্বর টিম। কালকের ম্যাচ জেতার ব্যাপারেও আমরা ফেভারিট। তবে এটাও জানি যে ভারতকে হারাতে গেলে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।” গত কাল ভারতের ফিল্ডিং দেখে মুগ্ধ অস্ট্রেলীয় অধিনায়কও। ক্লার্ক বলেছেন, “কাল ভারত যে ভাবে ফিল্ডিং করেছে, ক্রিকেটে ঠিক সে ভাবেই ফিল্ড করা উচিত। আমি আবার বলছি, ভারতের এই দলটা যথেষ্ট ভাল। ওদের দলে বেশ কয়েক জন ভাল অ্যাথলিট আছে।” |