অস্ট্রেলিয়ার মাটিতে ত্রিদেশীয় এক দিনের সিরিজ শুরুর মুখে প্রকাশিত আইসিসি-র ওয়ান ডে র্যাকিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে তিন নম্বরে ভারতের বিরাট কোহলি। ত্রিদেশীয় সিরিজে তিনিই সর্বোচ্চ র্যাকিংয়ের ব্যাটসম্যান। প্রথম দশের মধ্যে ভারত থেকে আর আছেন মহেন্দ্র সিংহ ধোনি (পাঁচ)। শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা সাতে। আট নম্বরে মাইক হাসি এবং ন’নম্বরে মাইকেল ক্লার্ক। ত্রিদেশীয় সিরিজে পারফরম্যান্সের জেরে অবশ্য শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং ভারতীয় ক্রিকেটারদের র্যাকিংয়ে হেরফের হবে। ওয়ান ডে ব্যাটসম্যানদের মধ্যে এক নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডে’ভিলিয়ার্স। দ্বিতীয় স্থানেও আর এক দক্ষিণ আফ্রিকান হাশিম আমলা। ওয়ান ডে বোলারদের সেরা দশে ভারতের কেউ নেই। দশ নম্বরে আছেন লাসিথ মালিঙ্গা। ভারতের সর্বোচ্চ র্যাকিংয়ের বোলার রবীন্দ্র জাডেজা আছেন তেরো নম্বরে। পনেরো নম্বরে ব্রেট লি অস্ট্রেলিয়ার সর্বোচ্চ র্যাকিংয়ের বোলার। ১৩০ রেটিং পয়েন্টে এক নম্বর ওয়ান ডে টিম অস্ট্রেলিয়া। তাদের থেকে ১৪ পয়েন্ট পিছনে ভারত আছে দুইয়ে। শ্রীলঙ্কার র্যাঙ্ক চার। ভারতের থেকে তারা পাঁচ পয়েন্ট পিছিয়ে। তবে ত্রিদেশীয় সিরিজের শেষে অনেক কিছুই ওলটপালট হতে পারে।
|
অস্ট্রেলিয়া থেকে ফিরেই দলীপ ট্রফিতে জীবনের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন ঋদ্ধিমান সাহা। কোটলায় উত্তরাঞ্চলের বিরুদ্ধে সেমিফাইনালের প্রথম দিনে পূর্বাঞ্চলের তোলা ৪ উইকেটে ২৫৮ রানের মধ্যে ঋদ্ধি ১০০ নট আউট। তিন ঘণ্টা পঞ্চাশ মিনিট ক্রিজে কাটিয়ে, ১৬৬ বল খেলে ঋদ্ধি ১১টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মেরেছেন এ দিন। দিনের একেবারে শেষ লগ্নে সেঞ্চুরি করে উঠে ঋদ্ধি বললেন “শুরুতে উইকেট পড়লেও ঘাবড়াইনি। পিচ ব্যাটিং সহায়ক। একটু ধরে খেলতে পারলেই রান আসবে জানতাম।” দলের ৬০ রানের মাথায় মাত্র ৮ বলের মধ্যে পরপর ৩ উইকেট হারিয়ে পুর্বাঞ্চল যখন নড়বড় করছে, সেই সময় পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ঋদ্ধিমান ত্রিপুরার ইশাঙ্ক জাগ্গির সঙ্গে চতুর্থ উইকেট জুড়িতে ১৯৪ রান তুলে দলকে স্বস্তিদায়ক জায়গায় পৌঁছে দেন। খারাপ আলোর জন্য সাত ওভার কম খেলা হয়েছে। সংক্ষিপ্ত স্কোর: পূর্বাঞ্চল প্রথম ইনিংস- ২৫৮-৪ (ঋদ্ধি ১০০ ব্যাটিং, জাগ্গি ৮৬)।
|
ফেড কাপে হংকংয়ের বিরুদ্ধে প্লে অফ টাই ২-১ জিতে এশিয়া-ওশেনিয়া শীর্ষ গ্রুপে উঠে গেল ভারত। প্রথম সিঙ্গলসে উইং-ইয়াওয়ের কাছে রুতুজা ভোঁসলে ৪-৬, ১-৬ বিশ্রী হারায় শুরুতেই ভারত চাপে পড়ে। ফিরতি সিঙ্গলসে নামেন সানিয়া মির্জা। বিশ্বের ২২০ নম্বর লিং ঝাংয়ের বিরুদ্ধে প্রথম সেট হেরে বসলেও সানিয়া মির্জা পরের দুই সেটে দুর্দান্ত ভাবে ফিরে এসে ম্যাচ বের করেন ৫-৭, ৬-০, ৬-১। এর পর সানিয়া-ইশা লাখানি জুটি ডাবলসে জিতে গ্রুপে ওঠা নিশ্চিত করেন। আজ জেতায় ওয়ার্ল্ড গ্রুপে লড়তে পারবেন।
|
সিএবি-র স্থানীয় লিগের ম্যাচে শনিবার ডাবল সেঞ্চুরি করলেন টাউনের নাভেদ আমেদ (২০৩)। তাঁর দাপটেই মহমেডানের বিরুদ্ধে টাউন প্রথম দিন তুলল ৪৯৫-৬। অন্য দিকে, শিবপুরের (১৯৭) বিরুদ্ধে ৭ উইকেট তুললেন তপন মেমোরিয়ালের রাজা যাদব (৭-৩৯)। কালীঘাটের বিরুদ্ধে আবার কাস্টমস তুলল ২৫৩। কালীঘাটের ইরেশ সাক্সেনা পেলেন ৫ উইকেট। মোহনবাগানের বিরুদ্ধে সুবিধা করতে পারেনি উয়াড়ি (২৪১)। সৌরাশিস লাহিড়ী ও শিবসাগর সিংহ তোলেন তিন উইকেট করে।
|
শুক্রবার মাঝরাতে দক্ষিণ কলকাতার বাড়িতে মারা গেলেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক অতুল মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৮০। দীর্ঘ দিন অসুস্থ ছিলেন। ষাটের দশকের শুরুতে জনসেবকের হয়ে কাজ শুরু করেন। পরে যোগ দেন হিন্দুস্থান স্ট্যান্ডার্ডে। সম্পাদক ছিলেন ‘খেলার আসর’ পত্রিকারও।
|
ভারতীয় দলের অধিনায়কত্ব খোয়ালেন ঝুলন গোস্বামী। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য তাঁর বদলে অধিনায়ক অঞ্জুম চোপড়া। অন্য খেলায়: ন্যাশনাল জেমস স্কুলের বার্ষিক ক্রীড়া হল বেহালা অক্সফোর্ড মাঠে। উপস্থিত ছিলেন পিকে বন্দ্যোপাধ্যায়, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। |