নিলাম মঞ্চের বাইরে সহারা বনাম ভারতীয় বোর্ড যদি সবচেয়ে আলোচিত ঘটনা হয়, তা হলে শনিবার নিলামের ভেতরে সবচেয়ে বড় চমক এক ক্যারিবিয়ান অফস্পিনার। ক্রিকেটমহলে তাঁকে ডাকা হচ্ছে নতুন বিস্ময় স্পিনার হিসেবে। ইনি সুনীল নারিন চ্যাম্পিয়ন্স লিগ দেখতে দেখতে যাঁকে ভাল লেগেছিল কলকাতা নাইট রাইডার্স কর্তাদের। নিলাম-যুদ্ধে রীতিমতো লড়াই করে ৩ কোটি ২২ লক্ষ দিয়ে নারিনকে কিনে নিল শাহরুখ খানের দল। চ্যাম্পিয়ন্স লিগে ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগোর হয়ে খেলতে নেমে চেন্নাই সুপার কিংসকে তাঁর স্পিনের রহস্যে একাই ধসিয়ে দিয়েছিলেন নারিন। এক ক্রিস গেইল ছাড়া আর কোনও ক্যারিবিয়ান ক্রিকেটারকে নিয়ে নিলামে এত বড় ঝড় আর ওঠেনি। যা এ দিন দেখা গেল নারিনকে নিয়ে।
নিলামের সর্বাধিক আলোচিত ক্রিকেটার নিঃসন্দেহে নারিন। সবথেকে দামী অবশ্যই নন। সেটা প্রত্যাশা মতোই হলেন রবীন্দ্র জাডেজা। ভারতীয় ক্রিকেটার হওয়ায় তাঁকে নিয়ে যে তীব্র দর কষাকষি হবে সেটা জানাই ছিল। যেটা জানা ছিল না তা হচ্ছে, জাডেজার দরটা শেষ পর্যন্ত এ রকম জায়গায় চলে যাবে। সর্বোচ্চ ৯ কোটি ২০ লক্ষ দাম তাঁকে দু’টো টিম দিতে চেয়েছিল। চেন্নাই সুপার কিংস এবং ডেকান চার্জার্স। তার পর টাইব্রেকার। সেখানে সিল করা খামে দু’টো ফ্র্যাঞ্চাইজিই তাদের দর জমা দেয়। দেখা যায় চেন্নাইয়ের দেওয়া দর বেশি। সেই দরটা কত আইপিএল কর্তারা প্রকাশ করেননি। বিশ্বস্ত সূত্রের খবর, চেন্নাইয়ের দর এতটাই বেশি ছিল যে, জাডেজা যদি গত বার এবং এ বার মিলিয়ে সবচেয়ে দামী ক্রিকেটার হন অবাক হওয়ার নেই। |
সকালে নাইট রাইডার্স জাডেজার জন্য তেমন ভাবে না ঝাঁপানোয় কথা শুরু হয়ে যায়। বলাবলি হচ্ছিল, টাকা বেশি থাকা সত্ত্বেও শাহরুখের দল না আজও বাজি হেরে ফেরে। বিকেলে নিলাম মিটে যাওয়ার পর কিন্তু নাইট কর্তাদের গলায় আক্ষেপের সুর নেই। তাঁরা স্লট হিসেবে প্লেয়ার নিতে এসেছিলেন আজকের ক্রিকেট-বাজার থেকে। জাডেজার স্লটে তাঁরা ইতিমধ্যেই প্রচুর টাকা দিয়ে ইউসুফ পাঠানকে কিনেছেন। দু’জন স্পিনিং অলরাউন্ডারের চেয়ে তাঁরা নজর দিতে চেয়েছিলেন উইকেটকিপার এবং টপঅর্ডার ব্যাটসম্যানের দিকে। যার জন্য ব্রেন্ডন ম্যাকালামকে নাইট রাইডার্স ফিরিয়ে আনল। মোটামুটি স্ট্র্যাটেজিও ঠিক হয়ে গিয়েছে যে, ম্যাকালাম আসন্ন আইপিএলে ওপেন করবেন। প্রথম আইপিএলের উদ্বোধনী ম্যাচে তাঁর সেই ঝোড়ো ইনিংস আজও ভোলেননি কেউ। নাইট রাইডার্সের এক কর্তা বললেন, “আমাদের ব্যাটিং দারুণ হয়ে গেল এ বার। শুরুতে কালিস-ম্যাকালাম। তিনে গৌতম গম্ভীর। তার পর মনোজ তিওয়ারি, ইউসুফ পাঠান। কোনও ম্যাচে বিদেশিদের মধ্যে এক জন অলরাউন্ডার আর একটা বোলার খেলবে। কোনও ম্যাচে দু’টো বোলার।” নারিনকে নেওয়ার ক্ষেত্রে যেমন বড় ভূমিকা নিয়েছে ইডেনের উইকেট। যেখানে হোম ম্যাচগুলো খেলবে গম্ভীরের টিম। ইডেনের স্পিনিং উইকেটে নারিন দারুণ অস্ত্র হিসেবে দেখা দিতে পারেন বলে অনুমান করা হচ্ছে। ম্যাকালাম নিজে সবথেকে খুশি নাইট রাইডার্সে ফিরতে পেরে। তাঁর ভাগ্য ঠিক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি পুরনো দলের বন্ধুদের এসএমএস করেন ধন্যবাদ জানিয়ে।
অনেকে খুব আগ্রহ নিয়ে বসেছিলেন আজ নিলামেই শাহরুখ বনাম সৌরভ যুদ্ধ দেখার জন্য। সহারা টিম তুলে নেওয়ায় সৌরভ থাকলেন না। শাহরুখ এসেছিলেন কিছুক্ষণ পরেই। বিকেলে নাইট রাইডার্স মালিক বলেও গেলেন, “আমরা তিনটে প্লেয়ার নেব পরিকল্পনা করে এসেছিলাম। তিনটে প্লেয়ার নিয়েই ফিরছি।” কিন্তু ম্যাকালামকে এত দাম দিয়ে কিনতে হল বলে কি আরও দু’একটা প্লেয়ার কেনা আটকে গেল? পাশে বসা নীতা অম্বানীকে দেখিয়ে শাহরুখ বললেন, “সেটা তো নীতাভাবীর জন্য হল।”
ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় টিম ইন্ডিয়া-র বিপর্যয়ে আইপিএলের যতই মুণ্ডপাত হোক, নিলামে তার কোনও প্রভাব চোখে পড়বে না। এখানে টেস্ট ক্রিকেটের সংযম আর লড়াই কিনতে কেউ আসেনি। এসেছে ধুমধড়াক্কা ক্রিকেট আর ক্রিকেটার কিনতে। যার জন্য রবীন্দ্র জাডেজা সর্বোচ্চ দামে বিক্রি হয়ে গেলেন। ভিভিএস লক্ষ্মণ অবিক্রীত থেকে লজ্জিত হলেন। আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল যা বলে গেলেন সেটা আরও কানে বাজবে। “এটা ফ্র্যাঞ্চাইজিদের টুর্নামেন্ট। তারা যাকে মনে করবে কিনবে, কিনবে।”
কে বলবে দু’দিন আগেই বলাবলি হয়েছে, আইপিএল শেষ করে দিচ্ছে ভারতীয় ক্রিকেটকে! |