সকালে সহারা কর্তার সঙ্গে তাঁকে গাড়ি করে বেরিয়ে যেতে দেখে অপেক্ষমান মিডিয়া বলাবলি শুরু করে, এত সকালে ‘দাদা’ কোথায় চলল? তখনও সহারার প্রেস বিজ্ঞপ্তি হাতে আসেনি। জানা যায়নি, পুণে ওয়ারিয়র্স নিলাম এবং আইপিএল থেকে টিম তুলে নিয়েছে। কেউ বুঝতে পারেননি, পুণে ওয়ারিয়র্স ক্যাপ্টেন সেই যে বেরোলেন, আর ফিরবেন না। বোঝা যায়নি, আইপিএল ফাইভ-এ তাঁর খেলা নিয়েই অনিশ্চয়তার কালো মেঘ দেখা দেবে। সৌরভ গঙ্গোপাধ্যায় আর ফেরেননি হোটেলে। বেঙ্গালুরু থেকে সকালেই উড়ান ধরে চলে যান কলকাতা। নানা হুড়োহুড়ির মধ্যেও পুণে ওয়ারিয়র্স অধিনায়ক একান্ত সাক্ষাৎকার দিলেন আনন্দবাজারকে।
প্রশ্ন: এটা কী হল?
সৌরভ: আমি নিজেও বুঝতে পারছি না। সবাই রেডি ছিলাম নিলামের জন্য। তার পর হঠাৎ শুনি...!
প্র: কেন এই সিদ্ধান্ত?
সৌরভ: বুঝতে পারছি না। শুধু শুনেছি, আমাদের তরফে অনেক প্রস্তাব গিয়েছিল। কোনওটাই শোনা হয়নি।
প্র: আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল বলেছেন, যুবরাজের বিকল্প প্লেয়ার নেওয়ার জন্য সহারাকে বেশি টাকা নিয়ে নিলামে ঢোকার অনুমতি দিলে অন্যরা বিদ্রোহ করত।
সৌরভ: শুধু যুবরাজের ব্যাপার নয়। আরও কয়েকটা জিনিস ছিল।
প্র: আপনি কখন জানতে পারলেন যে, পুণে ওয়ারিয়র্স নিলামে যাবে না? আইপিএল-ই খেলবে না?
সৌরভ: আজই সকালে। স্নান সেরে তৈরি হচ্ছিলাম নিলামে যাব বলে।
প্র: আগের রাতে কোনও খবর ছিল না?
সৌরভ: সে রকম কিছু ছিল না। কাল রাতে তো শুতেই গেলাম আড়াইটেয়। মিটিং চলছিল লম্বা। অ্যালান ডোনাল্ড এসেছিল। এ বারে আমাদের বোলিং কোচ। প্যাডি আপটন এসেছিল। কোন প্লেয়ার নেওয়া হবে, কী কী সব স্লটে প্লেয়ার দরকার সব ঠিক ছিল।
প্র: টিম তুলে নেওয়ার খবর শুনে প্রথমে কী মনে হচ্ছিল?
সৌরভ: প্রথমে মনে হয়েছিল, নিশ্চয়ই মিটে যাবে। নিলামে যাব। টিমও খেলবে। |
প্র: ডোনাল্ডরা শুনে কী বলল?
সৌরভ: সবাই অবাক।
প্র: আপনার মতো ওরাও কি ফিরে গেল?
সৌরভ: হ্যাঁ, ওরা সাউথ আফ্রিকা ফিরে গেল।
প্র: খারাপ লাগছে না যে, আবার ক্যাপ্টেন হলেন। আর টিমই যদি না খেলে!
সৌরভ: দেখা যাক না, কী দাঁড়ায়।
প্র: ইডেনে ‘দাদা’ বনাম কেকেআর ম্যাচ নিয়ে আপনার সমর্থকরা আলোচনা শুরু করে দিয়েছিলেন। তাঁরা এখন শঙ্কিত। কী বলবেন?
সৌরভ: বলব এটাই যে, দু’তিন দিন ধৈর্য ধরে অপেক্ষা করে দেখুন কী হয়।
প্র: তার মানে আপনাদের খেলার আশা এখনও আছে?
সৌরভ: সেটা আমি বলতে পারব না। কিছু জানলে তো বলব! শুধু মনে করি, ধৈর্য ধরে অপেক্ষা ছাড়া উপায় নেই।
প্র: আইপিএল কমিটি বলছে, পুণে ওয়ারিয়র্স নিলামে যোগ না দিয়েও খেলতে পারে। সে ক্ষেত্রে গত বার যে টিম ছিল তা-ই নিয়ে নামতে হবে। ধরুন, কোনও ভাবে সিদ্ধান্ত পাল্টাল। সম্ভব গত বারের টিম নিয়ে মাঠে নামা?
সৌরভ: হ্যাঁ, কেন সম্ভব নয়?
প্র: নিলামে অনেক ভাল প্লেয়ার তো বেরিয়ে গেল!
সৌরভ: আরে, খেলার সিদ্ধান্ত হলে আমরা টিম নিয়ে মাঠে নামব। যে টিম আছে, সেটা নিয়েই। সিম্পল।
প্র: সুব্রত রায়ের কথা শুনে কারও কারও মনে হচ্ছে, জট কাটতেও পারে।
সৌরভ: দেখা যাক।
প্র: ধরুন, সহারা অনড়ই রইল। টিম নামাল না আইপিএলে। তাদের প্লেয়ারদের কী হবে?
সৌরভ: জানি না। দেখা যাক আইপিএল কমিটি কী বলে।
প্র: জানতে চাইছি, সৌরভ গঙ্গোপাধ্যায়কে কি এ বার আইপিএলে খেলতে দেখা যাবে?
সৌরভ: এ সব নিয়ে এখনই কথা বলতে চাই না। পরে কী ঘটবে এখনই বলে বসতে চাই না।
প্র: রবীন্দ্র জাডেজাকে নিয়ে যখন নিলাম হচ্ছে, তখন আপনি কোথায়?
সৌরভ: বেঙ্গালুরু এয়ারপোর্টে। ওখানে বসেই দেখলাম, ওকে চেন্নাই সুপার কিংস টাইব্রেকারে কিনল।
প্র: দামটা দেখেছেন?
সৌরভ: (হাসি) হ্যাঁ, দেখলাম তো। ভারতীয় প্লেয়ার সাত জন খেলানো যাবে। দাম তো উঠবেই।
প্র: আফশোস হচ্ছিল না দেখে?
সৌরভ: আফশোস কেন?
প্র: রবীন্দ্র জাডেজা তো আপনাদেরও টার্গেট ছিল?
সৌরভ: হু।
প্র: আজকের সেরা বিক্রি কে মনে হচ্ছে?
সৌরভ: ও ভাবে একটা নাম বলা কঠিন। রবীন্দ্র জাডেজা ভাল। দিল্লি ডেয়ারডেভিলস কয়েকটা ভাল প্লেয়ার কিনেছে। কেকেআর দু’টো ভাল প্লেয়ার কিনেছে। ব্রেন্ডন ম্যাকালাম আর সুনীল নারিন।
প্র: সুনীল নারিনকে দেখেছেন?
সৌরভ: হ্যাঁ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে দেখেছি। বেশ ভাল স্পিনার। কিন্তু ম্যাচে বিদেশি প্লেয়ার তো চারটে করে খেলানো যাবে। এটাই আসল সমস্যা। কাকে বসিয়ে কাকে খেলানো হবে।
প্র: শাহরুখ খানের সঙ্গে দেখা হল?
সৌরভ: না, আমি তো বেরিয়ে এলাম সকালেই। পরে টিভি-তে দেখলাম, নিলামে বসে আছে। |