দামাস্কাস ইসলামাবাদ কাবুল কুয়েত সিটি পোর্ট সাইদ |
• সিরিয়ায় সংকট তীব্রতর। শুক্রবার এক দিনে প্রায় ২০০ লোক নিহত হয়েছেন সিরিয়ার সেনাবাহিনীর হানায়। প্রেসিডেন্ট আসাদের সরকার অবশ্যই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে, তবে ঘটনা যে গতিতে এগোচ্ছে তাতে আসাদের পক্ষে আন্তর্জাতিক চাপ আটকানো মুশকিল। রাষ্ট্রপুঞ্জ সিরিয়া নিয়ে বৈঠকে বসছে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সেই বৈঠকে ভারত সিরিয়ার বিরুদ্ধে ভোট দিতে চলেছে, এমনও নিশ্চিত। ফ্রান্স, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমে আসাদের উপর চাপ বাড়িয়ে তাঁকে পদত্যাগ করাতে পারেন কি না, সেটাই দেখার।
• ‘গোপন’ মার্কিন রিপোর্টে জানা গিয়েছে যে তালিবান বাহিনী নাকি আফগানিস্তানের দখল নেবে বলে ঠিক করে ফেলেছে। নেটো-র কার্যকলাপের প্রতিক্রিয়ায় নাকি তাদের এই অগ্রগতির সিদ্ধান্ত। তালিবান পরিকল্পনার পিছনে সব রকমের সাহায্য জোগাতে প্রস্তুত পাকিস্তান।
• ছয় বছরে চার বার। ২০০৬ সালের পর চতুর্থ বার জাতীয় পার্লামেন্ট তৈরির জন্য ভোট দিতে চলেছেন কুয়েতবাসীরা। সমীক্ষায় দেখা যাচ্ছে, সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে ইসলামি মৌলবাদীরাই। আরব দেশগুলির পরিবর্তনের হাওয়ায় কি জোরদার হবে এ বারের নির্বাচন?
• মিশরের পোর্ট সাইদ শহরে একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দেশ জুড়ে মারামারি, অগ্নিসংযোগ, প্রচুর হতাহত। শ চারেক মানুষ আহত, পঁচাত্তরটি মৃত্যুসংবাদ, সুয়েজ শহরে দুই জন গুলিতে নিহত।
|
আদালত অবমাননার দায়ে সুপ্রিম কোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ পেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। সর্বোচ্চ আদালতের আজ্ঞা ছিল, প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির নামে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্তের ব্যাপারে গিলানি যেন সুইটজারল্যান্ড সরকারের সহযোগিতা চেয়ে চিঠি লেখেন। প্রধানমন্ত্রী সে চিঠি লেখেননি। তাই সাত বিচারপতির বেঞ্চের এই হুকুম। |
|
জুলিয়ান আসাঞ্জের যুদ্ধ চলছে। উইকিলিকস-এ তথ্য ফাঁস করে দেওয়া নিয়ে যখন গোটা দুনিয়া উত্তাল, তখন সুইডেনের আদালতে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়। সেই মামলার শুনানির জন্য তাঁকে সুইডেনে পাঠানোর জন্য ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। ব্রিটেনের সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে আপিল করেছেন আসাঞ্জ। তাঁর লড়াই আপাতত একটা সূক্ষ্ম আইনি সুতোয় ঝুলছে। ব্রিটেনে একমাত্র বিচারকরাই গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে। কিন্তু, সুইডেনে আইনজীবীদেরও সেই অধিকার আছে। আসাঞ্জ দাবি করেছেন, তেমন পরোয়ানার ভিত্তিতে তাঁকে সুইডেনে পাঠানো ব্রিটেনের আইনের পরিপন্থী হবে। সুপ্রিম কোর্টের সাত বিচারক তাঁর যুক্তি না মানলে অদূর ভবিষ্যতে আসাঞ্জের কপালে প্রভূত ঝামেলা নিশ্চিত। |
রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনি তা হলে ফ্লোরিডার প্রাইমারি জিতে গেলেন? গেলেন কি? সে নিয়ে প্রবল তর্কবিতর্ক চলছে গোটা আমেরিকা জুড়ে। রমনি নিজে উল্লসিত জিতে গেছেন মনে করে। কিন্তু তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিউ গিংরিচ দাবি করছেন যে, এই ভোট বাতিল করতে হবে। ফ্লোরিডার নিজস্ব প্রাদেশিক সিস্টেম উইনার-টেক-অল নিয়েই গিংরিচের আপত্তি। তিনি দেখিয়ে দিচ্ছেন যে এই সিস্টেমের জন্যই তাঁর ও রমনির মধ্যে এতখানি পার্থক্য হয়ে যাচ্ছে। প্রসঙ্গত, ২০০০ সালেও প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারির সময়ে ফ্লোরিডা নিয়ে এই একই সমস্যার উদয় হয়ে ছিল, জর্জ ডবলিউ বুশের জয় নিয়ে প্রবল তর্ক উঠেছিল। |
১৯৭৫ থেকে ১৯৭৯ চার বছরের মধ্যে ষাট লাখ মানুষের দেশ কাম্বোডিয়ার প্রায় কুড়ি লাখকে লোপাট করে দিয়েছিল পল পট-এর ‘খ্মের রুজ’। সেই পৈশাচিক জমানার কিছু কর্তাব্যক্তির বিচার চলছে। গত সপ্তাহে তাদের এক জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তার নাম কেং গুয়েক এয়াভ: ‘দুচ’ নামে পরিচিত (ছবি)। সে ছিল কুখ্যাত তুয়োল স্লেং কারাগারের জেলার, যেখানে পনেরো হাজার কয়েদিকে ভয়ানক অত্যাচারের পরে খুন করা হয়েছিল। প্রথমে তাকে ৩৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়, সরকার রায়ের বিরুদ্ধে আপিল করলে নতুন আদেশ মেলে। কেং-এর বয়স এখন ৬৯। পল পট জমানার তিন কর্তা এখন বিচারাধীন, সকলেরই বয়স আশির কোঠায়। একটু পা চালিয়ে... |
করাচির কোনও এক পার্কে প্রেমিক-প্রেমিকা ঘনিষ্ঠ হয়ে বসতেই তেড়ে আসছেন মধ্যবয়সী মহিলা। প্রশ্নে প্রশ্নে জেরবার করছেন প্রেমপ্রত্যাশী জোড়াটিকে। তাঁর নাম মায়া খান। তিনি এবং তাঁর সহমর্মী মহিলাদের গোষ্ঠীর নাম হয়েছে ‘ভিজিল আন্টি’ নজরদারি মাসিমা! দেশ জুড়ে প্রতিবাদের ঢেউ। ব্যক্তি-স্বাধীনতায় এই হস্তক্ষেপে অসন্তুষ্ট অনেকেই। ক্ষমা চাইলেন মায়া। |
রাস্তায় ভয়ানক ট্র্যাফিক জ্যাম? টিউব রেলে ওঠাই যাচ্ছে না, এমন ভিড়? অধৈর্য হবেন না। বাড়িতেই থাকুন, একটা বিয়ার খান বরং। অফিসের কাজ? বাড়ি থেকেই করুন। উঁহু, এই চমৎকার কথাগুলো কলকাতার হতভাগ্যদের উদ্দেশে নয়। বলেছেন লন্ডনের মেয়র। জুলাই-অগস্ট মাসে সে শহরে অলিম্পিকের আসর বসছে। এখন থেকেই শহরে আতঙ্ক, ওই ক’টা দিন চলাফেরা করা যাবে না। শহরবাসীকে আশ্বস্ত করতে প্রচার অভিযান আরম্ভ করল প্রশাসন। মোট খরচ ৮৮ লক্ষ পাউন্ড। তবে, অসন্তোষও আছে। পরিবহণ কর্মীদের যে বাড়তি খাটনি পড়বে, তার জন্য বাড়তি বেতনের ব্যবস্থা নেই কেন? |