ফেসবুককে ‘দেশ’ হিসাবে গণ্য করিলে তাহা চিন ও ভারতের পরেই, বিশ্বের তৃতীয় জনবহুল দেশ। এই স্যোশাল নেটওয়ার্কিং সাইটটির নিকট প্রায় একশত কোটি মানুষ গচ্ছিত আছে। মানুষ গচ্ছিত, অর্থাৎ এই একশত কোটির পরিচয়, ঠিকানা, ই-ঠিকানা, ফোন নম্বর, পছন্দ-অপছন্দ, বান্ধবীর বিড়ালের জন্মদিন হইতে পিতার অসুস্থতার খবর সকলই ফেসবুক জানে। এই দেশের নাগরিকত্বের শর্তই এই তথ্যের স্বেচ্ছা সমর্পণ। অতএব, ফেসবুক, আক্ষরিক অর্থেই, দুনিয়ায় মানবসম্পদের পরিমাণে এক নম্বর। এই সম্পদ যত বাড়িবে, ফেসবুকের অর্থমূল্যও ততই বাড়িবে। এমতাবস্থায় ফেসবুক বাজারে শেয়ার ছাড়িল। রামা কৈবর্ত, হাসিম শেখ হইতে ফেসবুকের সহিত প্রবল দ্বন্দ্বে অবতীর্ণ হওয়া সলমন রুশদি, সকলেই শেয়ার কিনিতে পারেন। পরিস্থিতিটি মোক্ষম আপনার পরিচয় গচ্ছিত আছে বলিয়াই ফেসবুকের মাহাত্ম্য। সেই মাহাত্ম্য আছে বলিয়াই তাহার শেয়ারের দাম। আপনি শেয়ারের মালিক হইলে, শেয়ারের দাম যত বাড়িবে, আপনার ততই লাভ। ভাবিয়া দেখিলে, ফেসবুক নিমিত্ত মাত্র। এই বাজারে আপনার পরিচয় বেচিয়া আপনি লাভবান হইতেছেন। কেউকেটা না হইলেও পরিচয়ের কিছু দাম আছে, দেখা গেল। দুনিয়ার ইতিহাসে এই প্রথম বার। |