প্রথম দেখা, ভাল লাগা, কিনে ফেলা
ডেল মন্টে তাদের টমাটো কেচাপে এনেছে ছোটা ভীম অ্যান্ড
ফ্রেন্ডস রেঞ্জ। দাম ৭০ টাকা। এই সস কিনলে ছোটা ‘ভীম’
সিরিয়ালের চরিত্রদের স্টিকার পাওয়া যাবে। যেমন,
রাজকুমারী ইন্দুমতী, ছুটকি, রাজু, জগ্গু,
কালিয়া, ঢোলু-ভোলু ইত্যাদি।

মোবাইল ব্র্যান্ড আইমোর এনেছে নতুন ডুয়াল সিম হ্যান্ডসেট
আইমোর বিট। এর বৈশিষ্ট্য হল ব্লুটুথ ও ইয়ামাহা স্পিকার,
১.৩ মেগাপিক্সেল ক্যামেরা, ইন্টারনেট, এমএমএস
ইত্যাদির সুবিধা। দাম ১,৭৯৯ টাকা।
ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে সিকো ঘড়ি ছেলেদের জন্য এনেছে
স্পোর্ট্যুরা অ্যালার্ম ক্রোনোগ্রাফ (দাম ৩০,০০০ টাকা)। মেয়েদের
জন্য এসেছে লেডিজ প্রিমিয়ার কালেকশন (দাম ২২,৫০০ টাকা)।

 
সোনাটা এনেছে দেশের সব থেকে কমদামি ব্র্যান্ডেড ঘড়ি।
এই জল নিরোধক ঘড়িতে আলো, অ্যালার্ম, স্টপওয়াচ রয়েছে।
পাওয়া যাবে চারটি আকর্ষণীয় রঙে, দাম ২২৫ টাকা।

বোস এনেছে ওইটু অডিয়ো অন ইয়ার হেডফোনস। প্রায় সব
ধরনের অডিয়ো সোর্সেই এই হেড ফোনস কাজ করবে। দাম ৮,১০০ টাকা।
হায়ার এনেছে ‘ডায়মন্ড সিরিজ’-এর ডিরেক্ট কুল
রেফ্রিজারেটর। পাওয়া যাবে পাঁচটি মডেলে, ডিলাক্স,
প্রিমিয়াম, সুপার প্রিমিয়াম এবং প্ল্যাটিনাম। দাম
১০,৩৯০ টাকা থেকে ১৩,৪৯০ টাকার মধ্যে।

এখন থেকে বি স্টাইলিশ ডট কম-এ বিভিন্ন ব্র্যান্ডের
রানিং শ্যু অনলাইন কেনা যাবে। যেমন পুম র ম্যান
স্পিড র (২,১৯৯ টাকা), স্কেচারস উইমেন রেভ
এয়ার (২,৯৯৯ টাকা), অ্যাডিডাস মেন ম্যারাথন টেন
(৪,৯৯৯ টাকা), রিবক রানটোন মোটিভ (৭,৯৯৯ টাকা) ইত্যাদি।
   
জেব্রা টেকনোলজিস এনেছে নতুন মোবাইল প্রিন্টার,
কিউ এল এনটুটোয়েন্টি। এতে বিভিন্ন ভাষায় লেখা
সফ্ট কপির প্রিন্ট আউট নেওয়া যাবে।

সাউথ সিটি মল, সিটি সেন্টার টু-র বসিনি আউটলেটে এসেছে স্টাইলিশ পোশাক। পাওয়া যাবে
স্ট্রাইপ দেওয়া হাই নেক পুলওভার, ডেনিম, পোলো টি ইত্যাদি। দাম শুরু ৪৯৯ টাকা থেকে।

শীতের পা ফাটার সমস্যা সমাধানের জন্য হিমালয়া হার্বালস ফুটকেয়ার ক্রিম এনেছে। এতে মধু, হলুদ
প্রভৃতি অ্যান্টিসেপটিক আছে, ফলে মরা কোষ সরিয়ে ত্বক কোমল রাখে। ২০ গ্রামের দাম ৪০ টাকা

আইটিসি এনেছে ফিয়ামা ডি উইলসের নতুন হেয়ার কেয়ার রেঞ্জ। এতে
আছে অ্যান্টি হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু (২০০ মিলিলিটারের দাম ১১৭ টাকা),
কালার ড্যামেজ কন্ট্রোল শ্যাম্পু (২০০ মিলিলিটারের দাম ১২৯ টাকা),
টোটাল ড্যামেজ কন্ট্রোল শ্যাম্পু (২০০ মিলিলিটারের দাম ১২৯ টাকা)।
প্রতিটি শ্যাম্পুর সঙ্গে সিরাম ও কন্ডিশনারও পাওয়া যাবে। এই প্রডাক্টগুলির
বিশেষত্ব, বাদাম তেল ও রেস্টোর সিস্টেম। ছেলেদের পোশাক নির্মাতা
সংস্থা ওরলি গড়িয়াহাটে এথনিক পোশাকের দোকান খুলল।
কুর্তা-শেরওয়ানি ছাড়াও ইন্দো-ওয়েস্টার্ন শার্টও পাওয়া যাবে।


কুচিনা এনেছে ডিশ-ওয়াশার রেঞ্জ ক্লিনমেট। দাম শুরু ২৯,৯৯০ টাকা থেকে।



শপিং মল, ডিপার্টমেন্টাল স্টোর বা পাড়ার দোকান।
শহরে আনকোরা প্রডাক্ট চোখে পড়লেই খবর দিন
আমাদের। ছবিসহ।
ঠিকানা:
বাজারে নতুন কী,
উৎসব, সম্পাদকীয় বিভাগ,
আনন্দবাজার পত্রিকা,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা- ৭০০০০১



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.